1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হরতালে বড় কোন অঘটন ঘটেনি

২২ সেপ্টেম্বর ২০১১

বিএনপি-জামাতের ডাকে পালিত হরতালে যানবাহন চলাচল ছিল স্বাভাবিকের চেয়ে কম৷ বিএনপি'র অভিযোগ, তাদের নেতা-কর্মীদের রাস্তায় দাঁড়াতে দেয়া হয়নি৷ আওয়ামী লীগ বলেছে, জনগণ এই হরতালের সঙ্গে নেই৷

হরতালের হাত থেকে রেহাই পাচ্ছে না বাংলাদেশ (ফাইল চিত্র)ছবি: AP

সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই হরতালে পুলিশ ছিল সক্রিয়৷ বিএনপির নেতা-কর্মীরা রাজধানীর যেখানেই মিছিল পিকেটিং করতে গেছেন সেখানেই পুলিশি বাধার মুখে পড়েছেন৷ জামায়াত নেতা-কর্মীরাও তেমন সুবিধা করতে পারেননি৷

আর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ছিল বরাবরের মত অবরুদ্ধ৷ পুলিশ বিএনপির কার্যালয়ে কোন নেতা-কর্মীকে ঢুকতে দেয়নি৷ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবী করেছেন, পুলিশ তাদের সঙ্গে অমানবিক আচরণ করেছে৷

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরছবি: DW

তবে পুলিশের উপ কমিশনার মেহেদী হাসান জানান, জোর করে হরতাল পালনে তারা বাধা দিয়েছেন৷ এদিকে হরতালের বিরুদ্ধে ঢাকায় মিছিল করেছে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা৷

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, তেল-গ্যাসের কথা মুখে বলা হলেও এই হরতাল যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য করা হয়েছে৷  এটি খালেদা জিয়ার ব্যক্তিগত হরতাল৷

হরতালে রাজধানীতে যানবাহন চলাচল ছিল স্বাভাবিকের চেয়ে কম৷ দূরপাল্লার বাস-মিনিবাস না চললেও ট্রেন চলেছে৷ সরকারি অফিস আদালত খোলা থাকলেও কাজকর্ম হয়েছে কম৷ প্রধান সড়কের দোকানপাট খোলেনি৷

অন্যদিকে যশোরে বিএনপির মিছিলে বোমা হামলার প্রতিবাদে সেখানে শনিবার আধাবেলার হরতাল ডাকা হয়েছে৷ ওইদিন সারাদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ