1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হরতাল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

৪ নভেম্বর ২০১৩

নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ৬০ ঘণ্টার হরতাল শুরু হয়েছে সোমবার থেকে৷ ব্লগে এবং ফেসবুকে তাই এই বিষয়ে মন্তব্য করেছেন অনেকে৷

Bangladeshi police officers stand guard during the first day of a nationwide strike called by the opposition Bangladesh Nationalist Party (BNP) in Dhaka on November 4, 2013. Led by the BNP, the 18-Party alliance is trying to enforce a 60-hour general strike across Bangladesh to back their demand for a non-party neutral caretaker to conduct the upcoming parliament polls. AFP PHOTO/ Munir uz ZAMAN (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)
ছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images

বিরোধী দলের হরতাল নিয়ে এক প্রশ্নের জবাবে ডয়চে ভেলের ফেসবুক পাতায় মন্তব্য করেছেন অনেক পাঠক৷ প্রশ্ন ছিল, ‘‘আপনি কি এই হরতাল সমর্থন করেন? ব্যক্তিগত অবস্থান থেকে জানান আপনার মতামত৷'' আল-আমিন লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রী গতকাল জনসভায় বলেছিলেন যে, পরীক্ষার কথা চিন্তা করে হরতাল প্রত্যাহার করতে৷ এখানে আমার কথা হলো যে, বিরোধী দলের দাবি হলো শেখ হাসিনাকে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে মানবে না; সেই হিসেবে প্রধানমন্ত্রী যদি চান যে দেশে কোন হরতাল হবে না, পরীক্ষার্থীরা সময় মতোই পরীক্ষা দিবে, তবে তিনি বিরোধী দলের এই একটা দাবি মানলেই তো আর হরতাল হয় না দেশে৷''

ডয়চে ভেলের ফেসবুক পাতার অনুসারী আল-আমিন আরো লিখেছেন, ‘‘তাই আমি মনে করি, বর্তমান হরতালের জন্য প্রধানমন্ত্রী নিজেই দায়ী; কেননা বিরোধী দল অনেক আগে থেকেই বলে আসছে যে, প্রধানমন্ত্রী না সরলে তারা হরতাল দিতে বাধ্য হবে৷ তাই এই হরতালের দায় সরকারের৷''

মাহবুব এলাহি নামক ডয়চে ভেলের আরেক পাঠক লিখেছেন, ‘‘কোনোভাবেই এই হরতাল সমর্থনযোগ্য নয়৷ সংলাপের দরজা যখন খোলা তখন ঠিক কি কারণে এই হরতাল আমার জানা নেই৷ সংলাপে না বসে অযৌক্তিক এই হরতাল মানতে পারছিনা৷ এছাড়াও হরতালের আগের দিনই বোমাবাজি, গাড়ি পোড়ানো, এমনকি হরতালের দিন খুন, হত্যা, বোমাবাজি, নিরীহ পথচারী/শিশুদের উপর ককটেল নিক্ষেপ, গাড়িতে আগুন দেয়ার নামে যাত্রীদের অগ্নিদগ্ধ হত্যা এইসব ভাবতেই নিজেদেরকে মানুষ হিসেবে খুব নিচুস্তরের মনে হয়৷''

ডয়চে ভেলের ফেসবুক পাতায় করা প্রশ্নের জবাবে অনেক পাঠক শুধু হ্যাঁ এবং না এর মধ্যে উত্তর সীমিত রেখেছেন৷ তবে সামগ্রিকভাবে ‘‘না'' উত্তরই বেশি৷

এদিকে, প্রথম আলো ব্লগে হরতাল বিষয়ক একটি ছড়া লিখেছেন মোকতার হোসেন৷ তিনি লিখেছেন, ‘‘সফল করসে হরতাল আবার/জীবন দিয় জনগন/ক্যামনে বুঝাই কোন মহল/দেয়নাই এবার প্রলোভন৷'' একই বিষয়ে সামহয়্যার ইন ব্লগে মাহবুব সোহেল লিখেছেন, ‘‘...কোনো রাজনীতিবীদ কি দয়া করে নিজের গড়িতে আগুন দিয়ে হরতাল উদ্বোধন করে একবার রাজনৈতিক উদারতা দেখাবেন৷ যদি কেউ দেখাতে পারতেন তবে তিনিই হতে পারতেন আগামীর প্রধানমন্ত্রী৷ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত কয়েকজনকে পথে বসিয়ে দিয়ে রাজনৈতিক বিজয় অর্জনের বীরত্ব রাজনীতিবিদগনের শোভা পায়?''

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ