1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হরতাল বন্ধে আইন করার দাবি ব্যবসায়ীদের

২৫ নভেম্বর ২০১০

বাংলাদেশে হরতাল নিষিদ্ধ করতে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা৷ তারা এই দাবি পূরণে প্রয়োজনে আন্দোলনে যাবেন৷

হরতালের সর্বনাশা রাজনীতির বিরুদ্ধে এবার ব্যবসায়ীরা রুখে দাঁড়াচ্ছেনছবি: AP

ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ – এফবিসিসিআই হরতালের ক্ষতি নিয়ে আলোচনা সভায় ব্যবসায়ীরা বলেন এর ক্ষতি কোন অঙ্ক দিয়ে পরিমাপ করা সম্ভব নয়৷ যারা বিরোধি দলে যান তারাই বিগত দিনের কথা ভুলে যান৷

এফবিসিসিআই সভাপতি একে আজাদ তাই হরতাল বন্ধে সংসদে আইন প্রণয়নের দাবি তোলেন৷ এ নিয়ে তারা প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রীর সঙ্গেও কথা বলতে চান৷

দুই নেত্রী কি হরতাল-রাজনীতি থেকে সরে আসতে রাজি হবেন?ছবি: AP/DW

এফবিসিসিআই'র সাবেক সভাপতি ইউসুফ আব্দুল্লাহ হারুন বলেন রাজনৈতিক দলগুলোকে হরতালের বিকল্প নিয়ে ভাবতে হবে৷ জনগণের জন্য ক্ষতিকর কর্মসূচি দিয়ে জনগণের কল্যাণ করা যায়না৷ এফবিসিসিআই'র আরেক সাবেক সভাপতি আনিসুল হক বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে হরতালের বিরুদ্ধে অবস্থান নিতে হবে৷ ব্যবসায়ীরা সব সময়ই হরতালের বিরুদ্ধে, তারা হরতাল চায়না৷

প্রধানমন্ত্রী দেশে ফিরলে এফবিসিসিআই তাদের হরতাল বিরোধী প্রস্তাব নিয়ে তার সঙ্গে দেখা করবে৷

অন্যদিকে বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন তাদের হরতাল কর্মসূচিতে বাধা না দেয়ার আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন তাদের শান্তিপূর্ণ এই কর্মসূচিতে বাধা দেয়া হলে তার পরিণতি ভাল হবেনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ