1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হরদীপ হত্যাকাণ্ড ঘিরে ভারত-ক্যানাডার ‘দূরত্ব' বাড়ছে

২৫ সেপ্টেম্বর ২০২৩

হরদীপ সিং নিজ্জার হত্যা মামলাকে ঘিরে জটিল হচ্ছে ভারত ও ক্যানাডার সম্পর্ক৷ ভিসা নিষেধাজ্ঞা, কূটনীতিক ফেরত আনাসহ সব দিক দিয়েই ক্যানাডাকে চাপে রাখার চেষ্টা করছে ভারত৷

Indien, Neu-Delhi | Treffen | Narendra Modi und Justin Trudeau
ছবি: Sean Kilpatrick/The Canadian Press/AP/picture alliance

তবে ক্যানাডার দাবি, পর্যাপ্ত তথ্যপ্রমাণ নিয়েই তারা ভারতের বিরুদ্ধে অভিযোগ এনেছে৷ অবশ্য হত্যাকাণ্ডে ভারত কীভাবে জড়িত তা এখনো স্পষ্ট হয়নি৷

হরদীপ সিং নিজ্জার ভারতে খালিস্তান প্রতিষ্ঠার পক্ষে কাজ করছেন এমন অভিযোগ তুলে ২০২০ সালে তাকে ‘সন্ত্রাসবাদী' আখ্যা দেয় ভারত৷ খালিস্তান আন্দোলনের মূল দাবি, শিখদের জন্য স্বাধীন আবাসভূমি প্রতিষ্ঠা করতে হবে৷

ভারতের বাইরে সবচেয়ে বেশি শিখ ধর্মাবলম্বীদের বাস ক্যানাডাতেই৷ প্রতি বছর অনেক ভারতীয় শিক্ষার্থীও উচ্চশিক্ষা লাভের জন্য ক্যানাডায় যান৷ ভারত-ক্যানাডার মধ্যে চলমান উত্তেজনা ভারতে বসবাসরত শিখ, ক্যানাডায় বসবাসরত শিখ ছাড়া অনেক ভারতীয় এবং ক্যানাডায় যেতে ইচ্ছুক ভারতীয়দের চিন্তায় ফেলেছে৷

ইতিমধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ক্যানাডায় বসবাসরত ভারতীয়দের সতর্ক করে বলেছে, ক্যানাডায় সম্প্রতি ভারতবিরোধী কর্মকাণ্ড বাড়ছে, এই পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকতে হবে৷

এদিকে ক্যানাডার নাগরিক আরেক শিখ নেতা ও আইনজীবী গুরপটওয়ান্ত সিং পান্নুর ভারতে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ভারত সরকার৷

পান্নু সম্প্রতি এক ভিডিওতে ক্যানাডায় বসবাসরত হিন্দুদের ভারতে ফিরে যেতে বলেন৷  তার মতে, ভারতীয়রা চরম মনোভাব নিয়ে ভারত কর্তৃপক্ষের সমর্থন করছেন৷ পরে ভারতের এক নিউজ চ্যানেলে তার একটি সাক্ষাৎকার সম্প্রচারিত হয়, সেখানেও তিনি একই বক্তব্য রাখেন৷

সাক্ষাৎকারটি প্রচারিত হবার পর ভারত সরকারের পক্ষ থেকে চ্যানেলটিকে সতর্ক করা হয় ও ভারতের গোয়েন্দা সংস্থা এনআইএ চণ্ডীগড়ে পান্নুর একটি বাড়ি বাজেয়াপ্ত করে৷

কূটনৈতিক লড়াই

বর্তমানে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের সাধারণ সম্মেলন৷ মঙ্গলবার সেখানে বক্তব্য রাখার কথা দুই দেশের প্রতিনিধিদের৷ সেখানেও উত্থাপিত হতে পারে বিষয়টি৷

ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ভারতের বিরুদ্ধে অভিযোগের সপক্ষে আন্তর্জাতিক মহলে এখনো সেভাবে সাড়া মেলেনি৷ মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলি জানিয়েছে, তারা এ বিষয়ে উদ্বিগ্ন, ভারতকে সরাসরি দায়ী করে কেউই কিছু বলেনি৷

এসএস/এসিবি (রয়টার্স, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ