1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হরমুজে ইরানি ড্রোন ধ্বংস: ট্রাম্প

১৯ জুলাই ২০১৯

হরমুজ প্রণালীতে উত্তেজনার মধ্যে ইরানের একটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ তবে, এমন ঘটনার বিষয় ‘জানা নেই’ বলে দাবি ইরানের৷

ছবি: Getty Images/U.S. Navy/MCSN Craig Z. Rodarte

বৃহস্পতিবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ থেকে হরমুজ প্রণালীতে গুলি করে ইরানের একটি ড্রোন নামানো হয়েছে৷ ঘটনার সময় ড্রোনটি যুদ্ধজাহাজের এক হাজার গজের মধ্যে চলে এসেছিল বলে মন্তব্য করেন তিনি৷

এর আগের দিন ইরান জানায়, হরমুজ প্রণালীতে বিদেশি একটি তেলবাহী জাহাজ আটক করেছে তারা৷ জাহাজটি পারস্য উপসাগর দিয়ে তেল চোরাচালান করছিল বলে অভিযোগ দেশটির৷ তবে, জাহাজটির বিস্তারিত জানায়নি ইরানের রেভ্যুলেশনারি গার্ড৷

ইরানের ড্রোন নামিয়ে আনার বিষয়ে ট্রাম্প বলেন, ইরানি ড্রোনকে বারবার সতর্ক করার পরেও না শোনায় যুদ্ধজাহাজ ‘ইউএসএস বক্সার প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ গ্রহণ করেছে৷ ‘‘ড্রোনটি জাহাজ এবং নাবিকদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিয়েছিল,’’ বলেন তিনি৷

ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, বৃহস্পতিবার হরমুজ প্রণালীতে ড্রোন ধ্বংসের বিষয় তিনি অবগত নন৷ ‘‘আজ কোনো ড্রোন ধ্বংসের তথ্য আমাদের কাছে নেই,’’ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক বৈঠকের প্রাক্কালে বলেন জারিফ৷

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি এক টুইটে লেখেন, ‘‘হরমুজের কোথাও ইরানের ড্রোন ধ্বংস হয়নি৷ মনে হয়, ভুল করে নিজেদের ড্রোন ভূপাতিত করেছে তারা!’’

গত কয়েক মাস ধরে উপসাগরে উত্তেজনা বিরাজ করছে৷ এসময়টিতে পারস্য উপসাগর দিয়ে চলাচলকারী বেশ কয়েকটি জাহাজে অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটে৷ এসকল ঘটনায় ইরানকে দায়ী করছে মার্কিন যুক্তরাষ্ট্র, যদিও অভিযোগ অস্বীকার করেছে ইরান৷

ইরানের পরমাণু সমৃদ্ধকরণ বিষয়ে দু'দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে৷ ২০১৫ সালে পরমাণু চুক্তি থেকে সরে গিয়ে ইরানের উপর অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র৷ গত কয়েক মাস ধরে পারস্য উপসাগরে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করছে দেশটি৷

এমবি/ (এপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ