1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিরোধে ইরান-যুক্তরাজ্য

১১ জুলাই ২০১৯

যুক্তরাজ্যের এমন অভিযোগ অস্বীকার করেছে ইরান৷ যুক্তরাজ্য ওই এলাকায় ‘উত্তেজনা বাড়াচ্ছে' অভিযোগ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, ‘‘যুক্তরাজ্যের দাবির কোনো ভিত্তি নেই৷''

Öltanker British Heritage Bosporus Istanbul
ছবি: Reuters/C. Tokgoz

যুক্তরাজ্য সরকারের এক বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালী পার হওয়ার সময় ব্রিটিশ একটি তেলবাহী ট্যাংকারকে থামিয়ে দেওয়া এবং গতিপথ পরিবর্তনের চেষ্টা চালায় ইরানি বাহিনী৷ কিন্তু ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ থেকে তাদের সতর্ক করা হয়৷

তখন ইরানের তিনটি নৌ জাহাজ থেকে ব্রিটিশ নৌবাহিনীর জাহাজকে সরে যেতে বলা হয়েছিল বলে উল্লেখ করা হয় বিবৃতিতে৷

‘‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে তিনটি ইরানি জাহাজ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক ট্যাংকার ‘ব্রিটিশ হেরিটেজ'-এর গতিরোধের চেষ্টা চালায়,'' বলা হয় সরকারি বিবৃতিতে৷

এতে বলা হয়, ‘‘ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ এইচএমএস মনট্রোস এসে তেলের ট্যাংকার ও ইরানি জাহাজগুলোর মধ্যবর্তী স্থানে এসে অবস্থান নেয় এবং ইরানি নৌ জাহাজকে সরে যেতে বলে৷''

এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ব্রিটেন বলছে, ‘‘আমরা ওই এলাকায় উত্তেজনা কমিয়ে আনার জন্য ইরানের প্রতি আহ্বান জানাচ্ছি৷''

ব্রিটেনের এমন দাবির পর ইরানের রেভল্যুশনারি গার্ডের এক বিবৃতিতে বলা হয়, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি৷ ‘‘গত ২৪ ঘন্টায় বিদেশি কোনো জাহাজের সঙ্গে আমাদের এমন কোনো ঘটনা ঘটেনি৷ এমনকি ব্রিটিশ জাহাজের সঙ্গেও নয়,'' বলা হয় তাদের বিবৃতিতে৷

বিরোধের কারণ

জুন মাসে হরমুজ প্রণালীতে দুটি তেলের ট্যাংকারে অগ্নিকাণ্ডের জন্য ইরানকে দায়ী করেছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন মিত্র দেশ৷ সে সময় ব্রিটেন বলেছিল, ওই হামলার জন্য ইরান ‘প্রায় নিশ্চিতভাবে' দায়ী৷

এরপর গত সপ্তাহে ব্রিটিশ নৌবাহিনীর সহায়তায় জিব্রাল্টারে ইরানের একটি তেলবাহী ট্যাংকার আটক করা হয়৷ ইউরোপীয় ইউনিয়নের অবরোধ অমান্য করে ইরান থেকে সিরিয়ায় ওই ট্যাংকার যাচ্ছিল বলে অভিযোগ করে ব্রিটেন৷

ওই ট্যাংকার ছেড়ে না দিলে ব্রিটিশ তেলবাহী ট্যাংকারও আটকে দেওয়ার হুমকি দিয়েছিল ইরান৷ ট্যাংকার আটককে দস্যুবৃত্তির সঙ্গে তুলনা করেছিল ইরান৷

ইরানের এমন হুমকির পর হরমুজ প্রণালী থেকে তেলবাহী ট্যাংকার পার করতে নৌবাহিনীর সহায়তা নিচ্ছে যুক্তরাজ্য৷ এর মধ্যে বুধবারের ঘটনাটি ঘটার কথা বললো দেশটি৷

এমবি (রয়টার্স, এএফপি, এপি, বিবিসি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ