1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পাশে থাকবে না জার্মানি

১ আগস্ট ২০১৯

ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর পদক্ষেপে রাজি নয় জার্মানি৷ তাই জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র চাইলেও হরমুজ প্রণালীতে কোনো মিশনে অংশ নেয়া সম্ভব নয়৷এতে ক্ষুব্ধ হয়েছে যুক্তরাষ্ট্র৷

Symbolbild: US Marine im Persischen Golf
ছবি: Reuters/U.S. Navy/A. Dublinske

হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার বিশেষ মিশনে নামছে যুক্তরাষ্ট্র৷ দেশটি চায় ইউরোপের দেশগুলোও সেই মিশনে অংশ নিক৷ তবে হাইকো মাস বলেছেন, ‘‘যুক্তরাষ্ট্রের উদ্যোগে সাগরে কোনো মিশনে জার্মানি অংশ নেবে না৷'' এমন সিদ্ধান্তের কারণ জানাতে গিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান কৌশল হলো সবচেয়ে বেশি চাপ প্রয়োগ করা আর জার্মানি মনে করে এটা ভুল কৌশল৷

জার্মানির এ সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বার্লিনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রিচার্ড গ্রেনেল বলেছেন, ‘‘এক্ষেত্রে জার্মানিো কিছু দায়িত্ব আছে৷ ইউরোপের বৃহত্তম অর্থনৈতিক শক্তি জার্মানি৷ এমন সাফল্য বৈশ্বিক পর্যায়ে কিছু দায়িত্বেরও জন্ম দেয়৷'' এ সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে থাকা যুক্তরাষ্ট্রের ৩৪ হাজার সৈন্যের পেছনে অর্থ ব্যয়ের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, ‘‘জার্মানিকে পশ্চিমের অংশ রাখতে অনেক ত্যাগ স্বীকার করেছে যুক্তরাষ্ট্র৷'' 

যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য যা চায়

গত সপ্তাহে হরমুজ প্রণালীতে যুক্তরাজ্যের একটি তেলবাহী জাহাজ আটক করে ইরানের নিরাপত্তারক্ষীরা৷ এরপর সেই অঞ্চলে জাহাজ চলাচলের বিষয়ে উদ্বিগ্ন হয়ে একটি নিরাপত্তা বলয় গড়ে তোলার পরিকল্পনা করে যুক্তরাজ্য৷ যুক্তরাজ্যও চায় ইউরোপীয় দেশগুলোকে সঙ্গে নিয়ে তেলবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে৷

গত বছর ২০১৫ সালে হওয়া জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন

 ডনাল্ড ট্রাম্প৷ তারপর ইরানের ওপর কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপ শুরু করেন৷ সেই থেকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ চরমে৷

এসিবি/ কেএম (ডিপিএ, রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ