1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হরমোন টেস্টোস্টেরনের আধিক্যে হৃদরোগের ঝুঁকি হ্রাস

৭ নভেম্বর ২০১১

জিন এবং হরমোনের ভিন্নতা ও বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মানুষের দৈহিক ঘটনাগুলো নিয়ন্ত্রিত হয়ে থাকে৷ বিজ্ঞানীরা এবার টেস্টোস্টেরন নামক হরমোনের সাথে খুঁজে পেলেন হৃদরোগের সম্পর্ক৷

প্রতীকী ছবিছবি: Boehringer Ingelheim Pharma

অ্যামেরিকান কলেজ অফ কার্ডিওলোজি'র বৈজ্ঞানিক সাময়িকীতে প্রকাশ করা হয়েছে পুরুষ হরমোন টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধির ফলে হৃদরোগের ঝুঁকি হ্রাসের খবর৷ এতে বলা হয়েছে, সুইডেনের ৭০ থেকে ৮০ বছর বয়সি প্রায় আড়াই হাজার মানুষের উপর গবেষণা চালিয়ে এই ফলাফল পাওয়া গেছে৷ তাদের মধ্যে উচ্চ মাত্রার টেস্টোস্টেরন হরমোন বিশিষ্ট ব্যক্তিরা কম মাত্রার এই হরমোন বিশিষ্ট মানুষদের চেয়ে অনেক বেশি বছর হৃদরোগ কিংবা স্ট্রোকের ছোবল থেকে রক্ষা পেয়েছে৷

অবশ্য এটি ঘটেছে প্রাকৃতিকভাবে এই হরমোনের মাত্রা বেশি থাকায়৷ কিন্তু আধুনিক চিকিৎসা পদ্ধতিতে বাইরে থেকে এই হরমোন গ্রহণের মাধ্যমে একই ফল পাওয়া যাবে কি না - সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি৷ ফলে হৃদরোগের ঝুঁকি হ্রাসের জন্য এখনও এককভাবে টেস্টোস্টেরনকে কৃতিত্ব দেওয়া যাচ্ছে না৷ সুইডেনের গোটেবর্গ শহরের সালগ্রেন্সকা বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসা বিজ্ঞানী আসা টিভেস্টেন এই গবেষণায় নেতৃত্ব দেন৷ তিনি বলেন, ‘‘আমরা যেটা বলতে পারি তা হলো, বয়স্ক মানুষদের মধ্যে যাদের দেহে উচ্চ মাত্রার টেস্টোস্টেরন রয়েছে, তারা হৃদরোগের ঝুঁকি থেকে অনেক বেশি নিরাপদ৷ আর এই হরমোনের মাত্রা যাদের দেহে কম তাদের হৃদরোগের ঝুঁকি বেশি৷''

হৃদরোগের ঝুঁকি হ্রাসের জন্য এখনও এককভাবে টেস্টোস্টেরনকে কৃতিত্ব দেওয়া যাচ্ছে না (ফাইল ফটো)ছবি: constanze tillmann

অপরাপর গবেষণায় জানা গেছে যে, অতিরিক্ত মোটা হওয়া তথা ওবেসিটি-সহ দেহে যে কোনো ধরণের মারাত্মক রোগের কারণে এই হরমোনের পরিমাণ কমে যায়৷ তবে সাম্প্রতিক এই গবেষণায় দেখা গেছে, টেস্টোস্টেরন হরমোনের হ্রাসের পেছনে আরো কিছু কারণ৷ এর মধ্যে রয়েছে মানুষের ওজন, রক্ত চাপ, বহুমূত্র রোগ এবং কম বয়সেই হৃদরোগ ও স্ট্রোকের ঘটনা৷ দেহে টেস্টোস্টেরনের মাত্রার উপর ভিত্তি করে এই গবেষণায় অংশগ্রহণকারীদের মোট চারটি ভাগে ভাগ করা হয়েছিল৷ এদের মধ্যে সবচেয়ে কম মাত্রার টেস্টোস্টেরন বিশিষ্ট ৬০৪ জনের মধ্যে ২১ শতাংশ প্রায় পাঁচ বছর ধরে হৃদরোগ, মারাত্মক বুকের ব্যথা এবং স্ট্রোকের শিকার হয়৷ অন্যদিকে, সবচেয়ে বেশি মাত্রায় এই হরমোন বিশিষ্ট ৬০৬ জনের মধ্যে ১৬ শতাংশ হৃদরোগের শিকার হয়৷ এই ভাগের অন্তর্ভুক্ত ব্যক্তিদের মধ্যে অন্য তিনটি ভাগের তুলনায় ৩০ শতাংশ কম হৃদরোগের ঝুঁকি লক্ষ্য করেছেন বিজ্ঞানীরা৷

উচ্চ মাত্রার টেস্টোস্টেরনের ফলে হৃদরোগের ঝুঁকি হ্রাসের পেছনে সম্ভাব্য কারণ হিসেবে বিজ্ঞানীরা বলছেন, বেশি পরিমাণে এই হরমোন থাকার অর্থই হচ্ছে দেহে চর্বির পরিমাণ কম থাকা এবং সুস্থ পেশীর আধিক্য৷ তবে বোস্টন নারী হাসপাতালের রোগ প্রতিরোধ বিভাগের প্রধান জোয়ান ম্যানসন মনে করছেন, এই গবেষণালব্ধ ফল এটা নিশ্চিত করে না যে, হৃদরোগের ঝুঁকি হ্রাসের ক্ষেত্রে এককভাবে টেস্টোস্টেরনের ভূমিকা রয়েছে৷ বরং এক্ষেত্রে আরও কোনো উপাদানের ভূমিকা থাকতে পারে৷ তাঁর মতে, ‘‘টেস্টোস্টেরনের মাত্রা কম থাকাটা দেহে অপর কোনো উপাদানের ঘাটতি নির্দেশক হতে পারে৷ আর তার কারণেই হয়তো হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়৷''

তাই ম্যানসনের দাবি, হৃদরোগের ঝুঁকি হ্রাসে টেস্টোস্টেরনের ভূমিকা নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা করে দেখতে হবে, বয়স্ক মানুষের দেহে টেস্টোস্টেরন প্রতিস্থাপনের মাধ্যমে একই ফল পাওয়া যাচ্ছে কিনা৷ সেটা নিশ্চিত হওয়ার আগে বয়স্ক মানুষদের এখনই টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপির মাধ্যমে এই হরমোনের মাত্রা বৃদ্ধির চেষ্টা করা উচিৎ হবে না বলেই মন্তব্য করেন ম্যানসন৷ কারণ টেস্টোস্টেরন প্রতিস্থাপন কোলেস্টেরল এবং রক্তে চিনির মাত্রা বৃদ্ধির মতো মধ্যবর্তী কিছু ঘটার আশঙ্কা থাকে৷ যেমনটি ঘটেছে নারীদের হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি - এইচআরটি'র ক্ষেত্রে৷ ২০০২ সালের আগে অনেক নারী এইচআরটি'র দিকে ঝুঁকেছিল৷ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে পরিচালিত এইচআরটি'র ক্লিনিক্যাল পরীক্ষার পর দেখা গেছে, এসট্রোজেন এবং প্রজেস্টেরন সমৃদ্ধ বড়ির মাধ্যমে এইচআরটি'র ফলে রক্ত জমাট বাঁধা, হৃদরোগ এবং স্তন ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধির প্রবণতা৷ তাই স্বাভাবিক পন্থায় দেহে টেস্টোস্টেরনের মাত্রা বেশি থাকলে ভালো, কিন্তু তা না থাকলে এখনই টেস্টোস্টেরন প্রতিস্থাপন না করার পরামর্শ দিয়েছেন ডা. ম্যানসন৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ