গাড়ি চাপায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ২০১৫ সালেও তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিল ভারতের একটি আদালত৷ পরে উচ্চ আদালত থেকে তিনি ওই মামলায় খালাস পান৷ এবার দুটি কৃষ্ণসার হরিণ শিকারের দায়ে পাঁচ বছরের সাজা হলো সালমান খানের৷
বিজ্ঞাপন
বলিউড তারকা সালমান খানের কালো রঙের ‘লাকি শার্ট' শেষ পর্যন্ত অপয়া হয়ে গেল৷ বৃহস্পতিবার যোধপুরের একটি আদালত দুই দশক আগে দুটি কৃষ্ণসার হরিণ শিকারের দায়ে তাঁকে পাঁচ বছরের সাজা দিয়েছে৷
রাজস্থানে ‘হাম সাথ সাথ হ্যায়' চলচ্চিত্রের শুটিংয়ে গিয়ে পরপর দুইদিন আলাদা আলাদা স্থানে ওই দুটি বিলুপ্তপ্রায় বন্যপ্রাণি শিকার করেছিলেন সালমান৷
১৯৯৯ সালে ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দায়ের করা এ মামলার অপর আসামি অভিনেতা সাইফ আলি খান এবং অভিনেত্রী টাবু, সোনালি বেন্দ্রে ও নীলম কোঠারিকে খালাস দিয়েছেন বিচারক৷
ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভির খবরে বলা হয়েছে, ৫২ বছর বয়সি সালমান রায় শুনতে কারাগারে এসেছিলেন তাঁর কালো রঙের ‘লাকি শার্ট' পরে৷ কিন্তু দোষী সাব্যস্ত হওয়ায় এখন তাঁকে থাকতে হবে যোধপুর কেন্দ্রীয় কারাগারে৷ একই কারাগারে ২০০৬ সালেও ৫ রাত কাটাতে হয়েছিল সালমানকে৷
আইনের আওতায় বলিউড তারকারা
আইন সবার জন্যই সমান৷ বলিউড তারকারাও এর বাইরে নন৷ তাই তো অপরাধের অভিযোগে বিভিন্ন সময় আইনের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে কোনো কোনো তারকাকে৷
ছবি: Getty Images/AFP/Strdel
সালমান খান
২০০২ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ফুটপাতে গাড়ি তুলে ঘুমন্ত একজন মানুষের প্রাণ নেয়ার মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে বলিউড তারকা সালমান খানকে৷ বুধবার (মে ৬, ২০১৫) এই রায়ের পর আদালতে জামিনের আবেদন করা হলে সালমানের জন্য ৪৮ ঘণ্টার জামিন মঞ্জুর করা হয়৷
ছবি: STRDEL/AFP/Getty Images
সঞ্জয় দত্ত
১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ মামলায় অবৈধ অস্ত্র রাখার দায়ে সঞ্জয় দত্তের পাঁচ বছরের সাজা হয়৷ এর মধ্যে নব্বইয়ের দশকে প্রায় বছর দেড়েক কারাগারে কাটান তিনি৷ এখন বাকি সাড়ে তিন বছর মেয়াদের জেল খাটছেন সঞ্জয়৷
ছবি: AFP/Getty Images
মনিকা বেদি
২০০২ সালে পাসপোর্ট জাল করে পর্তুগালে প্রবেশের দায়ে গ্যাংস্টার আবু সালেম সহ গ্রেপ্তার হয়েছিলেন মনিকা বেদি৷
ছবি: Media Connect
সাইফ আলি খান
২০১২ সালে কারিনা কাপুর আর অমৃতা অরোরাকে নিয়ে মুম্বইয়ের একটি হোটেলে ডিনার করছিলেন সাইফ আলি খান৷ সেসময় তাঁরা উচ্চস্বরে গল্প করতে থাকলে রেস্টুরেন্টে থাকা এক ব্যবসায়ী কর্তৃপক্ষের কাছে নালিশ জানায়৷ এই ঘটনায় উত্তেজিত হয়ে সাইফ ঐ ব্যবসায়ীর নাকে ঘুসি মারলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে৷ পরে জামিন পেয়েছিলেন তিনি৷
ছবি: Prabhakar Tewari
শাইনি আহুজা
২০০৯ সালে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে সশ্রম কারাদণ্ড ভোগ করেন তিনি৷
ছবি: Getty Images/AFP/S. Jaiswal
ফারদিন খান
কোকেন বহনের দায়ে ২০০১ সালে তাঁকে রিমান্ডে নেয়া হয়েছিল৷ অবশ্য তাতে তিনি নির্দোষ প্রমাণিত হন৷
ছবি: Getty Images/AFP/Strdel
6 ছবি1 | 6
যোধপুরের কোঙ্কনি গ্রামে কৃষ্ণসার হরিণকে মারার অভিযোগে চারটি মামলা হয়েছিল সালমান খানের বিরুদ্ধে৷ ওই অভিযোগে ১৯৯৮ সালের ১৭ অক্টোবর তাঁকে গ্রেপ্তারও করা হয়েছিল৷ কিন্তু তিনটি মামলায় সালমান খালাস পেয়ে যান৷
এর মধ্যে দুটি মামলায় ২০০৬ সালে সালমানকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত৷ কিন্তু রাজস্থান হাই কোর্ট ওই সাজা স্থগিত করে দেয় এবং ২০১৬ সালে সালমানকে খালাস দেওয়া হয়৷ হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকারের করা আপিল সর্বোচ্চ আদালতে বিচারাধীন৷
এর আগে মুম্বাইয়ে সালমানের গাড়ি চাপায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ২০১৫ সালে তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিল ভারতের একটি আদালত৷ পরে উচ্চ আদালত থেকে সালমান ওই মামলায় খালাস পান৷
সালমানের কি সত্যিই এ শাস্তি প্রাপ্য ছিল? লিখুন নীচের ঘরে৷
বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা
ওরম্যাক্স মিডিয়া ২০২২ সালের ডিসেম্বরের প্রকাশ করেছে বলিউডের সবচেয়ে জনপ্রিয় পুরুষ তারকাদের তালিকা। তালিকায় স্থান পেয়েছেন ১০ তারকা৷ কারা আছেন এই তালিকায় জেনে নিন ছবিঘরে৷