1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘হলিউড’কে রক্ষায় আর মাত্র তিন সপ্তাহ

২৫ মার্চ ২০১০

আর মাত্র তিন সপ্তাহ, এর মধ্যে যে করেই হোক জোগাড় করতে হবে তিন মিলিয়ন ডলার! নয়তো হলিউডের বিখ্যাত নামফলকটি হারিয়ে যাবে লস এঞ্জেলেসের মাউন্ট লি থেকে৷

লস এঞ্জেলেস শহরের অন্যতম গর্ব হলিউড নামফলকছবি: AP

ঘটনা হলো, বেশ কিছু দিন আগে হলিউডের এই বিখ্যাত নামফলকের আশপাশের ১৩৮ একর জায়গা কিনে নেয় শিকাগোর একটি কোম্পানি৷ তারা সেখানে বিলাসবহুল বাড়ি তৈরির অনুমতিও পেয়ে যায়৷ কিন্তু বাধ সাধে লস এঞ্জেলেসের লোকেরা৷ ‘সিটি অব এঞ্জেলস' নামে পরিচিত লস এঞ্জেলেস এর নাম মনে হলেই প্রথম যে ছবিটা মনে ভেসে ওঠে সেটা হচ্ছে এই হলিউড নামফলক৷ তাই এতদিনের ঐতিহ্য রক্ষায় তৎপর হয়ে ওঠেন অনেকে৷ এক্ষেত্রে সামনে এগিয়ে আসে ‘ট্রাস্ট ফর পাবলিক ল্যান্ড' নামে একটি সংগঠন৷ তারা ক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে দর কষাকষির চেষ্টা চালায়৷ শিকাগোর ওই কোম্পানি এই গোটা জায়গাটির জন্য প্রথমে ২২ মিলিয়ন ডলার দাবি করে৷ কিন্তু পরে জনগণের অনুভূতি ও ঐতিহ্যের কথা মনে করে তারা সাড়ে ১২ মিলিয়ন ডলারে আপোশে আসে৷ তবে তারা সময়সীমা বেধে দেয় যে এই অর্থ আগামী ১৪ এপ্রিলের মধ্যে দিতে হবে৷

হলিউড নামফলকটিকে রক্ষায় এগিয়ে এসেছেন অভিনেতা টম হ্যাংকসছবি: Sony Pictures

এরপর থেকেই চলছে অর্থ সংগ্রহের কাজ৷ হলিউডের এই ঐতিহ্যকে রক্ষায় ‘ট্রাস্ট ফর পাবলিক ফান্ড' অর্থ সংগ্রহের জন্য সাধারণ মানুষ ছাড়াও নামি দামি লোকের সাহায্য চায়৷ এবং তাতে সাড়াও পাওয়া গেছে বেশ৷ স্টিভেন স্পিলবার্গ এবং টম হ্যাংকস এর মত তারকারা মোটা অংকের চাঁদা দিয়েছেন হলিউডের ঐতিহ্যবাহী এই নামফলকটিকে ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করার জন্য৷ এদিকে বুধবার পর্যন্ত সাড়ে নয় মিলিয়ন ডলার অর্থ সংগ্রহ বলে জানিয়েছেন লস এঞ্জেলেস এর কাউন্সিল মেম্বার টম লাবঙ্গে৷ এর মধ্যে চার মিলিয়ন এসেছে জনগণের প্রদত্ত অর্থ এবং বাকিটা বিভিন্ন দাতাদের কাছ থেকে৷ লাবঙ্গে বলেছেন, ‘এখন পর্যন্ত আমরা আমাদের লক্ষ্যের অনেক কাছে চলে এসেছি, তবে আমাদের আরও কাজ করতে হবে৷' আগামী তিন সপ্তাহের মধ্যে যে করেই হোক আরও তিন মিলিয়ন ডলার জোগাড় করতে হবে এখন বিশ্বের অন্যতম বিখ্যাত নামফলকটিকে রক্ষা করতে৷

হলিউডের এই নামফলকটি স্থাপিত হয় ১৯২৩ সালে৷ তখন স্থানীয় হলিউডল্যান্ড নামে একটি রিয়েল এস্টেট কোম্পনির নামফলক হিসেবে এটি বসানো হয়৷ কিন্তু পরবর্তীতে হলিউডের অন্যতম আইকন হিসেবে বিশ্বজোড়া খ্যাতি পেয়ে যায় এই নামফলকটি৷ ইংরেজিতে হলিউড শব্দের মোট নয়টি অক্ষরের প্রতিটি ফলক ৪৫ ফুট উঁচু৷ বহুদূর থেকেই এই নামফলকটি দেখা যায়৷ হলিউডে নির্মিত মুভি এবং সিরিয়ালে এই নামফলকটি একটি স্বাভাবিক দৃশ্য৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ