1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হলিউডের ওয়াক অফ ফেমে নাম লেখালেন বেন কিংসলে

২৮ মে ২০১০

ব্রিটেনের অস্কার বিজয়ী অভিনেতা বেন কিংসলে হলিউডের ওয়াক অব ফেমের তারকা লাভ করেছেন৷ বৃহস্পতিবার দীর্ঘ ক্যারিয়ারের স্বীকৃতি স্বরূপ তিনি এই সম্মান অর্জন করেন৷

বার্লিনের চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন বেন কিংসলেছবি: DW

এই সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী এবং প্রখ্যাত অভিনেতা ব্রুস উইলিস সহ আরও অনেকে৷

ব্রিটেনে জন্ম নিলেও ভারতের সঙ্গে নাড়ির সম্পর্ক রয়েছে বেন কিংসলের৷ ভারতীয় বংশোদ্ভুত পিতার ছেলে তিনি, জন্মের পর তাঁর নাম রাখা হয় কৃষ্ণ পন্ডিত ভানজি৷ কিন্তু সিনেমা জগতে পা রাখার সময় নাম পাল্টে হয়ে যান বেন কিংসলে৷ এরপরও তাঁর জীবনে ভারত ফিরে এসেছে বারবার৷ তাই ১৯৮৩ সালে যে ছবিটিতে অভিনয় করার জন্য অস্কার জেতেন তার নাম গান্ধী৷ হলিউডের ছবিগুলোতে দুর্দান্ত অভিনয় করার জন্য এখন পর্যন্ত চারবার অস্কার মনোনয়ন পেয়েছেন বেন কিংসলে বা একসময়ের কৃষ্ণ পন্ডিত ভানজি৷ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বলিউডের একটি ছবিতে অভিনয়ও করেছেন ৬৬ বছরের এই অভিনেতা৷ ছবির নাম তিন পাত্তি৷ এদিকে শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে বেন কিংসলের নতুন ছবি প্রিন্স অফ পার্সিয়া৷

তারকাদের পোশাক কান চলচ্চিত্র উৎসবের অন্যতম আকর্ষণছবি: AP

কানে পোশাক নিয়ে বিব্রত রজত

কান চলচ্চিত্র উৎসবে এবার বলিউড তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত৷ লাল কার্পেটের ওপর দিয়ে ভক্তদের মাঝ দিয়ে তাঁরা হেটে গিয়েছেন অন্যান্য দেশের তারকাদের মতই৷ তাঁদের পরণের জমকালো পোশাক নিয়েও এবার মুখর ছিল নানা সংবাদ মাধ্যম৷ তবে এর মাঝে ভিন্ন খবর হয়ে এসেছেন উদান ছবির ১৭ বছর বয়সী তরুণ অভিনেতা রজত বরমেচা৷ উল্লেখ্য, এবার কান চলচ্চিত্র উৎসবে উদান ছিল বলিউডের একমাত্র ছবি যা আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হয়েছে৷ কিন্তু ছবির মূল অভিনেতা রজত জানতেন না এই ধরণের চোখ ধাঁধানো অনুষ্ঠানে কী পোশাক পরে যেতে হয়৷ তাই তিনি সেখানে গিয়েছিলেন তাঁর মত করে৷ কিন্তু ভাগ্য ভালো যে মূল অনুষ্ঠানস্থলে ঢোকার আগেই তিনি নজরে পড়েন ছবির প্রযোজক অনুরাগ কাসয়াপের৷ পরে আরেকজনের কাছ থেকে পোশাক ধার করে এনে কোনভাবে পরিস্থিতি সামাল দেন অনুরাগ কাসয়াপ৷ তিনি বলেন, আমরা এই প্রথমবারের মত কান-এ এসেছি৷ রজত উপযুক্ত কোন পোশাক আনতে পারেনি৷ ভাগ্য ভালো যে আমরা তাড়াহুড়ো করে হলেও সেই ব্যবস্থা করতে পেরেছি৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ