1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমকামী চরিত্রের অভাব

২৩ আগস্ট ২০১৩

গত বছর হলিউডের বড়মাপের ছবিগুলোর মধ্যে সমকামী চরিত্র খুব একটা দেখা যায়নি৷ মিডিয়া অ্যাডভোকেসি গ্রুপ গ্লাডের মতে , পনের শতাংশের কম ছবির মধ্যে সমকামী চরিত্রের উপস্থিতি দেখা গেছে৷ অধিকাংশক্ষেত্রে এসব চরিত্র ছিল গুরুত্বহীন৷

Couple gay - homosexuel © ParisPhoto #15111526
ছবি: ParisPhoto/Fotolia

মিডিয়ায় সমকামী পুরুষ, সমকামী নারী, উভকামী এবং হিজড়াদের উপস্থিতি এবং তাদের সঙ্গে সম্প্রক্ত বিষয়াদি পর্যবেক্ষণ করে গ্লাড৷ সংগঠনটির মুখপাত্র উইলসন ক্রুজ বুধবার জানান, মার্কিন সমাজে এসব চরিত্রের গুরুত্ব থাকলেও হলিউডের বড় বাজেটের ছবিতে তাদের দেখা যাচ্ছে না৷ এক্ষেত্রে পরিবর্তন জরুরি৷

গ্লাড এর গবেষণায় হলিউডের নামজাদা বিভিন্ন স্টুডিও থেকে মুক্তিপ্রাপ্ত ছবি বিবেচনায় আনা হয়েছে৷ এগুলোর মধ্যে রয়েছে টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্স, প্যারামাউন্ট পিকচার্স, সনি কলম্বিয়া, ইউনিভার্সেল পিকচার্স, ওয়াল্ট ডিজনি স্টুডিওস এবং ওয়ার্নার ব্রস স্টুডিও৷

সামগ্রিকভাবে হলিউড এবং মার্কিন চলচ্চিত্র তারকারা সমকামীদের অধিকারের দাবিতে সোচ্চার হলেও ছবিতে তার প্রতিফলন নেই৷ ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ১০১টি বড় বাজেটের ছবির মধ্যে মাত্র চোদ্দটিতে পুরুষ বা নারী সমকামী এবং উভকামীদের চরিত্র ছিল৷ কোনো ছবিতেই হিজড়া চরিত্র দেখানো হয়নি৷ মোটের উপর অধিকাংশ ছবিতে এসব চরিত্র তেমন একটা গুরুত্বপূর্ণ ছিল না৷

গ্লাড এর গবেষণা অনুযায়ী, মাত্র ছয়টি ছবিতে সমকামী চরিত্র ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে৷ সামগ্রিকভাবে এসব চরিত্র ছিল এমন ছবিগুলোর মধ্যে ৫৬ শতাংশ ছিল পুরুষ সমকামী, ৩৩ শতাংশ নারী সমকামী এবং ১১ শতাংশ উভকামী৷

উল্লেখ্য, রাশিয়ায় সম্প্রতি সমকামী বিরোধী একটি আইন চালু হয়েছে৷ গত জুনে সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন স্বাক্ষরিত আইন অনুযায়ী, কারো বিরুদ্ধে সমকামিতার অভিযোগ প্রমাণিত হলে তাঁকে অর্থদণ্ড এবং পনেরো দিন পর্যন্ত কারাদণ্ড দেওয়া যাবে৷ এই আইনের বিরুদ্ধে বেশ সোচ্চার হলিউড থেকে শুরু করে ব্রডওয়ে অবধি মার্কিন বিনোদন শিল্প৷ এ জন্য জনসচেতনতা সৃষ্টিতে তারা তাদের তারকা খ্যাতি আর অর্থ – দুটোই ব্যয় করছে৷

এআই/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ