1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হলিউডের ধনীদের তালিকা প্রকাশ করলো ফোর্বস পত্রিকা

১৪ সেপ্টেম্বর ২০১১

১০ কোটি ডলারের বেশি আয় করে স্টিভেন স্পিলবার্গ ফোর্বস’এর ধনীদের তালিকায় তৃতীয় স্থান দখল করেছেন৷ কিন্তু প্রথম দুই স্থানে যাঁরা রয়েছেন, তাঁদের খ্যাতি স্পিলবার্গ’এর ধারেকাছে পৌঁছতে পারে নি৷

স্টিভেন স্পিলবার্গ রয়েছেন তালিকার তৃতীয় স্থানেছবি: dpa

হলিউড তারকা মানেই মোটা অঙ্কের পারিশ্রমিক৷ কিন্তু কারা সেই তালিকার শীর্ষে রয়েছেন, তা জানতে পারলে মনে বিস্ময় জাগে বৈকি৷ ফোর্বস পত্রিকা এমনই এক তালিকা প্রকাশ করেছে৷ তাতে দেখা যাচ্ছে, টম ক্রুজ বা হ্যারিসন ফোর্ড নয়, হলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান অভিনেতা টাইলার পেরি৷ গত বছরের মে মাস থেকে এবছরের মে পর্যন্ত তিনি প্রায় ১৩ কোটি ডলার আয় করেছেন৷ ২০০৫ সালে ‘ডায়েরি অফ আ ম্যাড ব্ল্যাক ওম্যান' নামের ছবিতে অভিনয় করে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন৷

‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান' এর প্রযোজক জেরি ব্রুকহাইমার রয়েছেন দ্বিতীয় স্থানেছবি: Walt Disney

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন প্রযোজক জেরি ব্রুকহাইমার৷ তিনি আয় করেছেন ১১ কোটি ৩০ লক্ষ ডলার৷ শুধু ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান' সিরিজের ছবির কারণেই তাঁর বিশাল মুনাফা হয়েছে৷ চলতি বছরে মুক্তি পাওয়া সিরিজের সর্বশেষ ছবিটি গোটা বিশ্বে বক্স অফিসে ১০০ কোটি ডলারের বেশি আয় করেছে৷

তৃতীয় স্থানে যিনি রয়েছেন, আলাদা করে তাঁর পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না৷ স্টিভেন স্পিলবার্গ শুধু পরিচালক হিসেবেই কল্পবিজ্ঞানকে রুপালি পর্দায় ফুটিয়ে তোলার ক্ষেত্রেই সফল হন নি, প্রযোজক হিসেবেও তিনি সমান সাফল্য অর্জন করেছেন৷ ফোর্বস'এর তালিকা অনুযায়ী, তিনি ১০ কোটি ৭০ লক্ষ ডলার আয় করেছেন৷ সেই ২০০৮ সালে পরিচালক হিসেবে তাঁর সর্বশেষ ছবি মুক্ত পেলেও প্রযোজক হিসেবে তিনি বেশ ব্যস্ত রয়েছেন৷

হলিউডের এই সব তারকা অভিনেতা, পরিচালক, প্রযোজকের ঠিক পরেই রয়েছে এক ব্রিটিশ গায়কের নাম, যিনি শুধু সর্বশেষ ‘রকেট ম্যান' কনসার্ট ট্যুরেই ২০ কোটি ডলারের বেশি সংগ্রহ করেছেন, যার মধ্যে তাঁর নিজের আয়ই প্রায় ১০ কোটি ডলার৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ