1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হলিউডের পর্দায় এবার বিন লাদেনের হত্যা

২৮ মে ২০১১

পাকিস্তানের গোপন ডেরায় আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের হত্যার পর এক মাসও কাটে নি৷ এরই মধ্যে হলিউড সেই ঘটনার উপর ভিত্তি করে ছবির কাজে হাত দিয়েছে৷

Osama bin Laden is shown speaking in this undated image taken from video provided by the U.S. Department of Defense and released on Saturday, May 7, 2011. The videos show bin Laden watching himself on television and rehearsing for terrorist videos. (AP Photo/Department of Defense)
ওসামা বিন লাদেন (ফাইল ছবি)ছবি: AP

কলম্বিয়া পিকচার্স'এর প্রযোজনায় এই ছবি ২০১২ সালের শেষে মুক্তি পাওয়ার কথা৷ পরিচালক অস্কার জয়ী পরিচালক ও প্রযোজক জুটি ক্যাথরিন বিগেলো ও মার্ক বোল এই ছবি তৈরি করবেন৷ কাজ শুরু হতে বেশি দেরি নেই৷ আসলে ২০০৮ সালেই বিন লাদেনকে ধরার অভিযান নিয়ে তারা ছবি তৈরির কথা ভেবে রেখেছিলেন৷ প্রস্তুতিও অনেক দূর এগিয়ে গিয়েছিল৷ এরই মধ্যে ঘটে গেল আসল কাণ্ড৷ ফলে চিত্রনাট্যে তো কিছুটা রদবদল করতেই হয়! তবে ছবির কোনো নাম এখনো স্থির করা হয় নি৷

চলচ্চিত্র জগতে পা রাখার আগে সাংবাদিক হিসেবেও মার্ক বোল অত্যন্ত সফল ছিলেন৷ অন্যদিকে ক্যাথরিন প্রতিটি খুঁটিনাটি বিষয় নিয়ে চর্চা করেন৷ এই জুটি ইরাক-যুদ্ধ নিয়ে ‘দ্য হার্ট লকার' নামের যে ছবিটি করেন, তা অস্কার পুরস্কার পায়৷ অতএব বিন লাদেনকে ধরতে বা হত্যা করতে নেভি সিল কমান্ডো বাহিনীর অভিযান নিয়ে অত্যন্ত বাস্তবধর্মী ছবির আশা করছেন দর্শকরা৷ এই প্রথম কোনো মহিলা পরিচালক হিসেবে অস্কার জয় করেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ