1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আমাজনের নতুন ভাবনা

১১ অক্টোবর ২০১২

সব জায়গায় সবার আগে বাণিজ্য৷ সফল হতে চাই ভোক্তার মন জোগানোর সর্বোচ্চ নিশ্চয়তা৷ আর সেটা পেতেই কৌশলে বৈপ্লবিক পরিবর্তন এনেছে আমাজন৷ ছবি করছে দর্শকের চাহিদা বোঝার পর!

ছবি: Fotolia/fergregory

হলিউডে বড় পরিবর্তনের আভাস মিলছে আমাজনের হালের কিছু কাজে৷ বিশ্বের সবচেয়ে বড় এই ইন্টারনেট রিটেইলার ছবি তৈরির আগে তাঁদের ওয়েবসাইটে আগ্রহী ছবি-নির্মাতা এবং কাহিনীকারদের পাণ্ডুলিপি আপলোড করার সুযোগ দেয়৷ ২০১০ সালের শেষ দিক থেকে এ সুযোগ দিয়ে আসছে তারা৷ সাড়াও পাচ্ছে দারুণ৷ পাওয়ারই কথা৷ আমাজন যে ছবি-নির্মাতা এবং কাহিনীকারদের খুব ভালো একটা সুযোগ করে দিয়েছে৷ ওখানে আপলোড করা পাণ্ডুলিপি কারো পছন্দ হয়ে গেলেই কেল্লা ফতে! ছবির পাণ্ডুলিপির জন্য ২ লাখ ডলার আর টিভি সিরিজের পাণ্ডুলিপি বিক্রি হবে ৫৫ হাজার ডলারে - এমন সুযোগ ক'জন পায় বলুন? আমাজনের কল্যাণে সুযোগটা কিন্তু আপনি পেতে পারছেন ঘরে বসে৷ এমন হলে সবাই ঝাঁপিয়ে পড়বেনা?

আমাজন

আলবৎ পড়বে৷ পড়েছেও৷ আমাজন কিন্তু পরীক্ষামূলকভাবে ভিডিও তৈরি করে সেটাও তাঁদের ওয়েবসাইটে আপলোড করার সুযোগ দিচ্ছে৷ ফলে দর্শকরা সেগুলো দেখছেন৷ দেখে বলছেন কোন ভিডিও কেমন লাগলো৷ ভালো লাগলে ভালো৷ না লাগলে তার কারণও সবিস্তারে লিখছেন দর্শকরা৷

আমাজনের সব মতামতেই উপকার৷ প্রশংসা, সমালোচনা সব এক করে তারা বুঝে নিচ্ছে ছবিটা কেমন হলে শেষ বিচারে তা জনপ্রিয় হবে৷ বাণিজ্যে সেটাই তো আসল কথা৷ ভালো পণ্য যদি ঘরে পড়ে থাকে তাহলে তো টাকা আসবে না পকেটে, ব্যাংক অ্যাকাউন্টে আকাল দেখা দেবে৷ আমাজনের তা হচ্ছে না৷ ২০১১ সালের সংগ্রহ থেকে সেরা নয়টি ছবি বেছে নিয়েছিল তারা৷ সেগুলোকে তুলে দিয়েছিল আমাজন ইনস্ট্যান্ট ভিডিওর ওয়েবসাইটে৷ লক্ষ লক্ষ মানুষ সেগুলো দেখেছে৷ ক'জন দেখলো, ক'জন কোন ভিডিওর অর্ধেকটা দেখে থেমে গেল, ক'জন পুরোটা দেখলো - সব দেখে একটা সিদ্ধান্তে এসেছে আমাজন৷ এখন আশা কাজ শুরু করলে ভালো ফল পাবে৷

‘‘দ্য সাইলেন্স অফ দ্য ল্যাম্বস'' ছবির অস্কারজয়ী প্রযোজক এডোয়ার্ড স্যাক্সন সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন আমাজনের সঙ্গে৷ সেখানে কাজ দেখে স্যাক্সন তো অবাক! ছবি মুক্তি পাওয়ার আগে তা বাজার কেমন পাবে সে বিষয়ে খুব একটা নিশ্চিত হওয়া যায়না - সাবেক এই ধারণাকে আমূল বদলে দিচ্ছে আমাজন!

এসিবি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ