হলিউডে সারাক্ষণ নিজেকে প্রমাণ করতে হয়: অনিল কাপুর
২৫ জুন ২০১১সেই ভিন্নতাটা বেশ ভালোভাবে ধরতে পারছেন অনিল কাপুর৷ একটা সময় বলিউডের অন্যতম নায়ক অনিল কাপুর গত বেশ কিছুদিন ধরে হলিউডের ছবিতে অভিনয় করছেন৷ তবে পার্শ্বচরিত্রে৷ অস্কার জয়ী স্লামডগ মিলিওনেয়ার ছবিতে অভিনয় করেই হলিউডের নজরে চলে আসেন এই ভারতীয় অভিনেতা৷ এরপর হলিউডের টিভি সিরিজ টোয়েন্টি ফোর এবং টম ক্রুজের মিশন ইম্পসিবল ফোর ছবিতেও অভিনয় করেছেন তিনি৷ আর কিছুদিন পরই মুক্তি পেতে যাচ্ছে মিশন ইম্পসিবল সিরিজের চতুর্থ ছবিটি৷ এছাড়া হলিউডের ক্লিভ ওয়েনের সঙ্গেও এখন কাজ করছেন অনিল কাপুর৷
বলিউড থেকে হলিউডের এই যাত্রায় নতুন অভিজ্ঞতার পাশাপাশি দুই জায়গার পার্থক্যটাও বেশ বুঝতে পারছেন অনিল কাপুর৷ সিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই পার্থক্যটা তুলে ধরেছেন তিনি৷ ‘‘ত্রিশ বছর ধরে মূল চরিত্রে অভিনয় করার পর যে কেউ ধরে নেয় যে, সে যেটা করছে সেটাই ঠিক৷ এবং একই ধরণের চরিত্রে সে অভ্যস্ত হয়ে পড়ে৷ বলিউডে নায়ককে কেন্দ্র করেই সবকিছু ঘটে৷ এমনকি আপনি যদি কয়েকটি দৃশ্যে খুব খারাপ করেন তাতে কিছু এসে যায় না, কারণ আপনিই এখানে মূল ব্যক্তি৷ মাঝে মধ্যে দর্শকরা কেবল নায়ককে দেখতে সিনেমা হলে যায়, সে কী বলছে সেটা তাদের মাথাতে থাকে না৷ কিন্তু হলিউডে আপনি কেবলই একজন অভিনেতা, এবং আপনাকে সবসময় নিজেকে প্রমাণ করতে হবে'', বলেন অনিল কাপুর৷ তবে এই পার্থক্যটা তাঁকে কোন অসুবিধায় ফেলেনি৷ বরং এর ফলে ছবির চরিত্রে নিজেকে আরও জীবন্ত মনে হয় বলে জানান বলিউডের তারকা অনিল কাপুর৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: জাহিদুল হক