ব্যার্ন্ড হেনরিশ পেশায় সেট ডেকরেটর৷ এবার একসঙ্গে ব্রিটিশ বাফটা অ্যাওয়ার্ডস আর হলিউডের অস্কারের জন্য মনোনীত৷ বোর্ন আইডেন্টিটি, ব্রিজ অফ স্পাইজ, অপারেশন ভ্যালকিরির মতো ছবির সেট তৈরি করেছেন৷
বিজ্ঞাপন
টম হ্যাংকস অভিনীত ‘‘ব্রিজ অফ স্পাইজ'' থ্রিলার ছবিটির সেট ডেকরেশনের দায়িত্বে ছিলেন এক জার্মান, ব্যার্নহার্ড হেনরিশ৷ ছবিটিতে ঠান্ডা লড়াইয়ের আমলের পরিবেশ ধরা পড়েছে৷ হেনরিশ বলেন, ‘‘স্বভাবতই একটা দারুণ ব্যাপার! আমি সন্ধ্যায় জানতে পারি যে, আমাকে বাফটা-র জন্য মনোনীত করা হয়েছে; তারপরেই আসে অস্কার মনোনয়নের খবর৷ প্রায় বাড়াবাড়ি বলা চলে৷ আমি ভেবেই পাচ্ছিলাম না, আমি কী করব৷ স্ত্রী বাড়ি ফিরলেন, ফিরে আমাকে জড়িয়ে ধরলেন৷ আমি তখন চাইছি সারা পৃথিবীকে এ খবরটা জানাতে৷ কাজেই আমি বাড়ি থেকে বেরিয়ে প্রতিবেশীর বাড়িতে গিয়ে বেল টিপলাম৷ তিনিও আমাকে জড়িয়ে ধরলেন৷ অথচ বেচারা জানতেনও না, কেন!''
আগে রিসার্চ, পরে কাজ
হেনরিশের কাজ হলো সেটের জন্য আসবাবপত্র, অন্যান্য ডেকরেশন যোগাড় করা৷ এ সবের খোঁজে সারা ইউরোপ চষে বেড়াতে হয় তাঁকে৷ আগে ছবিটার যুগ ও সেটিং সম্পর্কে পড়াশুনো করে নেন হেনরিশ৷ কিন্তু শেষমেষ সেট কিরকম দেখতে হবে, সেটা নির্ভর করে হেনরিশের সৃজনীশক্তি ও কল্পনার ওপর৷ হেনরিশ জানালেন, ‘‘আমি রিসার্চ করি এইভাবে: দেখি, সিনটাতে কী রাখা যায়; আমাদের কী বানাতে হবে৷
গৃহহীন থেকে তাঁরা এখন সম্পদশালী তারকা
একসময় মাথা গোঁজার ঠাঁইটুকুও ছিল না তাঁদের৷ অথচ এখন তাঁরা সফল তারকা এবং সেই সুবাদে অঢেল সম্পদের মালিক৷ জেনে নিন শূন্য থেকে মিলিয়নেয়ার হয়ে যাওয়া কয়েকজন সুপারস্টারের কথা৷
ছবি: AP
এক সময় পার্কের বেঞ্চেও শুয়েছেন ড্যানিয়েল ক্রেইগ
জেমস বন্ড তারকা ড্যানিয়েল ক্রেইগ এখন কমপক্ষে ৬০ মিলিয়ন ডলারের মালিক৷ বাড়ি-গাড়ির অভাবের তো প্রশ্নই ওঠে না৷ অথচ একসময় তাঁকেও রাত কাটাতে হয়েছে লন্ডনের হাইড পার্কের বেঞ্চে৷ তাঁর স্মৃতিচারণাতেও নানা সময় উঠে এসেছে সে কথা৷ এখন সুসময়৷ জেমস বন্ড সিরিজের ‘স্কাইফল’-এ অভিনয় করেই ১৭ মিলিয়ন ডলার আয় করেছেন ড্যানিয়েল ক্রেইগ৷
ছবি: picture-alliance/dpa/B. Gindl
গৃহহীন থেকে আজকের সুপারস্টার হেলি বেরি
২১ বছর বয়সে নিউ ইয়র্কে জীবনযুদ্ধ শুরুর সময়টায় শহরের গৃহহীনদের আশ্রয় শিবিরেই থাকতে হয়েছিল তাঁকে৷ মারিয়া হেলি বেরিও এখন হলিউড সুপারস্টার৷ ক্যালিফোর্নিয়ায় প্রাসাদোপম অট্টালিকায় তাঁর বাস৷ ১৯৯১ সালে ‘স্পাইক লি’ ছবির মাধ্যমে তারকারাজ্যে প্রবেশের পর থেকে আর পেছনে তাকাতে হয়নি৷ জেমস বন্ড সিরিজে অভিনয় করেছেন৷ অস্কার জিতেছেন৷ এক সময়ের গৃহহীন হেলি বেরির আয় ইতিমধ্যে ৭০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে৷
ছবি: picture alliance/kpa
এক সময় বাসের সিটে রাত কাটিয়েছেন স্ট্যালোন
সিলভেস্টার স্ট্যালোনও একসময় বাসের সিটে রাত কাটিয়েছেন৷ নিউ ইয়র্কে তখন তাঁরও থাকার জায়গা নেই৷ বাসের সিটে শুয়ে শুয়েই পত্রিকার বিজ্ঞাপন পড়লেন৷ সেই বিজ্ঞাপনে একটি পর্নো ছবিতে অভিনয়ে আগ্রহীদের যোগাযোগ করতে বলা হয়েছে৷ একদিন কাজ করলে ১০০ ডলার পাওয়া যাবে৷ স্ট্যালোন পরের দিনই চলে যান অভিনয় করতে৷ বাকিটা ইতিহাস৷ ‘ব়্যাম্বো’ ছবির স্ট্যালোন এখন ৩৪০ মিলিয়ন ডলারের সমমূল্যের সম্পত্তির মালিক!
ছবি: picture-alliance/dpa
মায়ের সঙ্গে রাগ করে ঘর ছাড়া জেনিফার লোপেজ
অভিনেত্রী, গায়িকা জেনিফার লোপেজের গল্পটা একটু অন্যরকম৷ লেখাপড়া আর ভবিষ্যৎ নিয়ে মায়ের সঙ্গে তুমুল ঝগড়া হওয়ায় রেগেমেগে ঘর ছাড়েন জেনিফার৷ কিন্তু চলবেন কী করে? ড্যান্স স্টুডিয়োতে কাজ করার সুযোগ এলো৷ লুফে নিলেন সেই সুযোগ৷ হলিউডের এই সেক্সি তারকার আয় এখন ১১০ মিলিয়ন ডলারেরও বেশি৷
ছবি: picture-alliance/dpa/A. Senna
শৈশবেই সংসারের হাল ধরেছিলেন জিম ক্যারি
বাবার চাকরি যাওয়ায় জিম ক্যারিকে সংসারের হাল ধরার কথা ভাবতে হয়েছিল মাত্র ১২ বছর বয়সে৷ তাঁকেও তখন বাসের সিটে রাত কাটাতে হয়েছে৷ হলিউডের সাড়া জাগানো এই কৌতুক অভিনেতার সহায়-সম্পত্তির মোট আনুমানিক মূল্য এ মুহূর্তে ১৫০ মিলিয়ন ডলার৷
ছবি: Getty Images
মায়ের একট টেলিফোন এবং হিলারি সোয়াঙ্ক
অভিনেত্রী হিলারি সোয়াঙ্ক লস এঞ্জেলেসে চলে যান ১৫ বছর বয়সে৷ অবশ্য সঙ্গে মা ছিলেন৷ মা-মেয়ের কাছে ছিল মাত্র ৭৫ ডলার৷ বাস নয়, থাকার জায়গা ছিল না বলে তখন নিজেদের গাড়িতেই রাত কাটিয়েছেন হিলারি সোয়াঙ্ক আর তাঁর মা৷ রাস্তার পাশের এক টেলিফোন বুথ থেকেই মা একদিন এক পরিচালককে ফোন করে মেয়েকে একটা সুযোগ দেয়ার অনুরোধ করলেন৷ তাঁর সেই মেয়ে এখন অস্কারজয়ী অভিনেত্রী এবং কমপক্ষে ৪০ মিলিয়ন ডলারের সম্পদের মালিক৷
ছবি: picture-alliance/dpa
উইলিয়াম শ্যাটনারের তখন দুঃসময়
‘স্টারট্রেক’ ছবিতে ক্যাপ্টেন কার্ক চরিত্রে অভিনয় করে প্রায় অমরত্ব পেয়ে যাওয়া উইলিয়াম শ্যাটনারকেও একটা সময় পিকআপ ভ্যানে রাত কাটাতে হয়েছে৷ ১৯৬৯ সালে স্টারট্রেকের শুটিং বন্ধ করা হয়৷ স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়িও হয় তখন৷ দুঃসময় বেশি দিন থাকেনি৷ কারণ কিছুদিন পর আবারো স্টারট্রেকের শুটিং শুরু হয়৷ শুটিং শেষে প্রচার শুরুর পরই রাতারাতি তারকা হয়ে যান শ্যাটনার৷ এখন তাঁর মোট আয়ের পরিমাণ ১০০ মিলিয়ন ডলারের মতো৷
ছবি: Paramount
শানিয়া টোয়াইনকেও আশ্রয় শিবিরে থাকতে হয়েছে
সংগীত শিল্পী শানিয়া টোয়াইনও জীবিকা নির্বাহের চেষ্টা শুরুর সময় কিছু দিন গৃহহীনদের আশ্রয় শিবিরে থেকেছেন, কখনো আবার বাসের সিটে শুয়েও তাঁকে কাটাতে হয়েছে রাত৷ ক্যারিয়ারে তাঁর মোট আয় এখন ২৪৫ মিলিয়ন ডলারেরও বেশি৷
ছবি: Getty Images/E. Miller
তখন জঁ ক্লদ ভ্যান ডামও গৃহহীন
‘ব্লাডস্পোর্ট’, ‘ইউনিভারসাল সোলজার’ এবং ‘সাডেন ডেথ’-এর মতো অ্যাকশন ছবির জনপ্রিয় নায়ক ভ্যান ডামও জীবিকার সন্ধানে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস শহরে গিয়ে প্রথমদিকে রাস্তায় ঘুমাতে বাধ্য হয়েছেন৷ সে সময় খাবারও জুটত না তাঁর প্রতিদিন৷ ‘মি. বেলজিয়াম’ খেতাব জেতা সাবেক এই বডি বিল্ডার এখন ৩০ মিলিয়ন ডলার সমমূল্যের সম্পদের মালিক৷
ছবি: picture-alliance/dpa/KPA
গৃহহীন মেয়েটিকে ধর্ষণের শিকারও হতে হয়
যুক্তরাষ্ট্রের মিডিয়া ব্যক্তিত্ব ওপ্রা উইনফ্রের শৈশবের প্রায় পুরোটা সময়ই কেটেছে অর্ধাহারে-অনাহারে৷ পরিত্যক্ত শিশুদের আশ্রয় শিবিরে থেকেছেন কিছুদিন৷ তখন ধর্ষিতাও হয়েছেন ‘ওপ্রা উইনফ্রে শো’ উপস্থাপনার কারণে সারা বিশ্বে পরিচিতি পাওয়া এই কৃষ্ণকলি৷ সেই অপরাহ উইনফ্রে এখন ৩ বিলিয়ন ডলারের সমমূল্যের সম্পদের মালিক৷
ছবি: AP
10 ছবি1 | 10
তারপর প্রতিটি খুঁটিনাটি নিখুঁত হওয়া চাই৷ সেকালে যেমন ছিল, অনেক ক্ষেত্রেই পুরোপুরি সেরকম হয় না – বরং খানিকটা মানিয়ে নেওয়া হয় – তবে জেনেশুনে৷''
৪০ বছর ধরে সেট ডেকরেশনের কাজ করে আসছেন হেনরিশ৷ ‘দ্য বোর্ন আইডেন্টিটি' নামের জার্মান-অ্যামেরিকান স্পাই ফিল্মটির সেট বানিয়েছিলেন তিনি৷ বোর্ন-এর ভূমিকায় অভিনয় করেছিলেন ম্যাট ডেমন৷ ‘অপারেশন ভ্যালকিরি' ছবিটির সেট বানানোর দায়িত্বও ছিল হেনরিশের ওপর৷ হিটলারকে হত্যার চেষ্টা করেছিলেন গ্রাফ ফন স্টাউফেনব্যার্গ – সেই ভূমিকায় অভিনয় করেন টম ক্রুজ৷ হেনরিশকে সৃষ্টি করতে হয়েছিল নাৎসি আমলের পরিবেশ৷ সেজন্য তিনি মাসের পর মাস বইপত্র ঘেঁটেছেন, অন্যান্য সূত্র দেখেছেন খুঁটিনাটির সন্ধানে৷ হেনরিশের সেট সম্বলিত আরেকটি ছবি হলো ‘মনুমেন্টস মেন' – এটিও থার্ড রাইখের কাহিনি৷
ব্যাবেল্সব্যার্গ স্টুডিও
নব্বই-এর দশক থেকে পট্সডামের ব্যাবেল্সব্যার্গ স্টুডিও-য় বড় বড় আন্তর্জাতিক ব্লকবাস্টার ছবির শুটিং হয়েছে৷ হেনরিশ বললেন, ‘‘কালে কালে এখানে যা হয়ে দাঁড়িয়েছে, সেটা অবিশ্বাস্য৷
আমি ২৩টা দেশে কাজ করেছি, চিরকাল দৌড়োদৌড়ি করেছি, কিন্তু ব্যাবেল্সব্যার্গ হবার পর – এই ধরুন নব্বই-এর দশক থেকে শুরু করে অনেক প্রোডাকশনই এখানে করেছি৷ তার আর একটা সুবিধা হয়েছে, আমি বাড়িতে থেকে কাজ করতে পেরেছি৷''
অস্কারে সেরা ডিক্যাপ্রিও ও ব্রি লারসন
এই স্বপ্ন অধরাই থেকে যায় অনেকের৷ লিওনার্দো ডিক্যাপ্রিও-র কাছেও এতদিন অধরাই ছিল অস্কার৷ ষষ্ঠবারে তাঁর হাতেও ধরা দিয়েছে অস্কার-সেরার পুরস্কার৷ আরো অনেক চমক ছিল অস্কারের ৮৮তম আসরে৷
ছবি: picture alliance / ZUMA Press
সেরা ছবি ‘স্পটলাইট’
সেরা ছবি ক্যাটেগরিতে মনোনয়ন পেয়েছিল দ্য বিগ শর্ট, ব্রিজ অফ স্পাইস, ব্রুকলিন, ম্যাড ম্যাক্স: ফিউরি রোড, দ্য মার্টিয়ান, দ্য রেভেনেন্ট, রুম এবং স্পটলাইট৷ শেষ পর্যন্ত পুরস্কার জিতেছে সাংবাদিকতার ওপর নির্মিত ছবি ‘স্পটলাইট’৷
ছবি: picture-alliance/dpa/P. Buck
সেরা অ্যানিমেটেড মুভি ‘ইনসাইড আউট’
সেরা অ্যানিমেটেট মুভি ক্যাটেগরিতে লড়াইটা জমেছিল অ্যানোমালিসা, বয় অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, ইনসাইড আউট, শাউন দ্য শিপ মুভি এবং হোয়েন মার্নি ওয়াজ দেয়ার-এর মধ্যে৷ পুরস্কার জিতেছে ‘ইনসাইড আউট’৷
ছবি: Reuters/M. Anzuoni
সেরা পরিচালক হলেন আলেখান্দ্রো গনসালেস ইনিয়ারিতু
সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছেন মেক্সিকান পরিচালক আলেখান্দ্রো গনসালেস ইনিয়ারিতু৷ ‘দ্য রেভেনেন্ট’ ছবির জন্য অনন্য এই পুরস্কার পেয়েছেন তিনি৷
ছবি: picture-alliance/dpa/H. Boesl
সেরা বিদেশি ভাষার ছবি ‘সন অফ সোল’
সেরা বিদেশি ছবি ক্যাটেগরিতে এবার অস্কার, অর্থাৎ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতেছে হাঙ্গেরির ছবি ‘সন অফ সোল’৷
ছবি: Laokoon Film
সেরা পার্শ্ব অভিনেতা মার্ক রাইল্যান্স
‘ব্রিজ অফ স্পাইস’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন ব্রিটিশ অভিনেতা মার্ক রাইল্যান্স৷
ছবি: Reuters/M. Anzuoni
সেরা পার্শ্ব অভিনেত্রী অ্যালিসিয়া ভিকান্ডার
সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কারের ক্যাটেগরিতে এবার চমক ছিল৷ জেনিফার জেসন লেই, রুনি মারা, ব়্যাচেল ম্যাকঅ্যাডামস ও কেট উইন্সলেটের মতো অভিনেত্রীদের হতাশ করে জীবনের স্মরণীয় এই পুরস্কারটি জিতেছেন অ্যালিসিয়া ভিকান্ডার৷ ‘দ্য ডেনিশ গার্ল ছবিতে’ অভিনয়ের জন্য পুরস্কারটি পেয়েছেন সুইডিশ এই অভিনেত্রী৷
ছবি: Reuters/M. Anzuoni
সেরা অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও
এর আগে পাঁচবার মনোনীত হলেও অস্কারে এতদিন শিকে ছেঁড়েনি৷ অবশেষে এবার ‘সোনার হরিণ’ হাতে পেলেন ডিক্যাপ্রিও৷ ‘রেভেনেন্ট’ ছবিতে অভিনয় করে ক্যারিয়ারের সবচেয়ে বড় অতৃপ্তিটি ঘোচালেন ৪১ বছর বয়সি এই হলিউড সুপারস্টার৷
ছবি: Reuters/M. Anzuoni
সেরা অভিনেত্রী ব্রি লারসন
সম্ভবত এই ক্যাটেগরিতেই ছিল এবারের সবচেয়ে বড় চমক৷ কেট ব্ল্যাঞ্চেট, জেনিফার লরেন্স, শার্লট ব়্যাম্পলিং-এর মতো অভিনেত্রীদের টপকে বছরের সেরা অভিনেত্রীর খেতাব ছিনিয়ে নিয়েছেন মার্কিন অভিনেত্রী ও গায়িকা ব্রি লারসন৷ মাত্র ২৬ বছর বয়সেই তিনি এমন স্বীকৃতি পেয়ে গেলেন ‘রুম’ ছবিতে অভিনয় করে৷
ছবি: Reuters/M. Anzuoni
8 ছবি1 | 8
বার্লিনের কাছে পট্সডামে অবস্থিত ব্যাবেল্সব্যার্গ স্টুডিও হলো ইউরোপের সবচেয়ে বড় ফিল্ম স্টুডিও৷ ১৯১২ সাল থেকে এখানে ছবি তৈরি হচ্ছে৷ ব্যাবেল্সব্যার্গে খুব ভালো হাতের কাজ করা হয়৷ স্টুডিও-র আর্ট ডিপার্টমেন্টে ছুতোর, কামার, রাজমিস্ত্রি, রং করার মিস্ত্রি, নানা ধরনের কারিগর রাখা হয় – তারা সকলে ফিল্মের সেট তৈরির কাজ করেন৷
যা অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না, তা এখানে অর্ডার দিয়ে তৈরি করান ব্যার্ন্ড হেনরিশ৷ তিনি জানালেন, ‘‘আমি ইংল্যান্ডে আর্ট ডেকো আসবাবের একটা বড় ডিপো খুঁজে পেয়েছিলাম – কিন্তু তার সঙ্গে মানানসই যে টেবিলটা ছিল, সেটা ভাড়া দেওয়া হয়ে গিয়েছিল৷ সেই টেবিলটা ছিল এই টেবিল, এখানে যেটা দেখছেন, এটার মতো৷ ব্যাবেল্সব্যার্গ স্টুডিও-র আর্ট ডিপার্টমেন্ট টেবিলের ফটো দেখে দিন তিনেকের মধ্যে এই টেবিলটা বানিয়ে দিয়েছে৷''
‘ব্রিজ অফ স্পাইজ' ছবিটির শুটিং-ও হয় এই ব্যাবেল্সব্যার্গ স্টুডিওতে৷ হেনরিশ এভাবেই বহু হলিউড তারকার সঙ্গে পরিচিত হয়েছেন৷ ৬৩ বছরের জীবনে তাঁর গল্পও জুটেছে খুব কম নয়৷ তার একটি শোনালেন হেনরিশ৷ বললেন, ‘‘এই সুবিশাল জিনিসটি – টেলিভিশন, রেডিও, রেকর্ড-প্লেয়ার, সব একসঙ্গে – এটা স্টিভেন স্পিলবার্গের খুব ভালো লেগেছিল – না, না, টম হ্যাংকস-এর এতো ভালো লেগেছিল যে, স্পিলবার্গ এটা কিনে টম হ্যাংকসকে উপহার দেন৷''
যেসব তারকা প্রাণী অধিকার নিয়ে কাজ করেন
বিশ্বব্যাপী প্রাণীদের অধিকার নিয়ে কাজ করছে বেশ কিছু সংগঠন৷ তাদের কার্যক্রমে মানুষকে আকৃষ্ট করতে তারকাদের সহায়তা নেয় এসব সংস্থা৷
ছবি: AP
রায়ান গোসলিং
ক্যানাডীয় অভিনেতা ও সংগীত শিল্পী গোসলিং ২০০৩ সালে কেএফসির কাছে একটি চিঠি লিখেছিলেন৷ মুরগি পালন ও জবাইয়ের ক্ষেত্রে আরেকটু মানবিক হতে কেএফসিকে তিনি আহ্বান জানিয়েছিলেন৷ পরবর্তীতে ম্যাকডোনাল্ডসকেও একইরকম বার্তা পাঠান গোসলিং৷
ছবি: picture-alliance/dpa/G. Horcajuelo
এলেন ডিজেনেরাস
মার্কিন এই কমেডিয়ান টেলিভিশনে প্রচারিত তাঁর জনপ্রিয় শো-তে নিয়মিতভাবে প্রাণী অধিকারের বিষয়টি তুলে আনেন৷ কাজের স্বীকৃতি হিসেবে ২০০৯ সালে তাঁকে ‘ওমেন অফ দ্য ইয়ার’ খেতাব দেয় প্রাণী অধিকার নিয়ে কাজ করা বিশ্বের অন্যতম বড় সংগঠন ‘পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেল’ (পেটা)৷
ছবি: Getty Images/K. Winter
ক্রিস্টেন বেল
মার্কিন অভিনেত্রী ও সংগীত শিল্পী বেল ১১ বছর বয়স থেকেই ভেজিটেরিয়ান৷ পেটা ২০০৬ সালে তাঁকে ‘বিশ্বের সবচেয়ে যৌনআবেদনময়ী ভেজিটেরিয়ান’-এর খেতাব দেয়৷ প্রাণী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনকে তিনি আর্থিক সহায়তা দিয়ে থাকেন৷ মাঝেমধ্যে তাঁদের কার্যক্রমেও অংশ নেন বেল৷
ছবি: Getty Images/AFP/A. Sanchez-Gonzales
কেশা
২৮ বছর বয়সি মার্কিন এই সংগীত শিল্পী সীল, সিংহ ও হাঙরের মতো প্রাণীর অধিকারের জন্য তাঁর জনপ্রিয়তা কাজে লাগাচ্ছেন৷ কসমেটিকস তৈরিতে বিভিন্ন প্রাণী নিধনের বিরুদ্ধেও তিনি সোচ্চার৷ এ ধরনের কাজের জন্য তিনি স্বীকৃতিও পেয়েছেন৷
ছবি: picture-alliance/dpa
ভিওলা ডেভিস
সার্কাসের হাতিদের সঙ্গে মানবিক আচরণ করা বাধ্য করে আইন করতে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড স্টেটের প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসেছিলেন মার্কিন অভিনেত্রী ভিওলা ডেভিস৷
ছবি: picture-alliance/AP Photo
ডেমি মুর
সার্কাসের হাতিদের প্রশিক্ষণে অঙ্কুশ ব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রাণীদের প্রতি তাঁর অনুভূতির জানান দেন ডেমি মুর৷
ছবি: Getty Images
পল ম্যাকার্টনি
নিজেদের পালিত একটি ভেড়াকে জবাইয়ের পর নিজেদের প্লেটে মাংস হিসাবে রূপান্তরিত হতে দেখে ভেজিটেরিয়ান হওয়ার সিদ্ধান্ত নেন বিটলসখ্যাত পল ও তাঁর স্ত্রী লিন্ডা ম্যাকার্টনি৷ সেই থেকে এই দম্পতি পেটা সহ অন্য আরেকটি প্রাণী অধিকার বিষয়ক সংগঠনকে সহায়তা করে থাকে৷ তাঁরা বলেন, ‘‘যদি কসাইখানাগুলোর দেয়াল কাচের হতো তাহলে সবাই ভেজিটেরিয়ান হয়ে যেত৷’’
ছবি: picture-alliance/dpa/A. Scheidemann
প্যামেলা অ্যান্ডারসন
বেওয়াচখ্যাত অভিনেত্রী প্যামেলা অ্যান্ডারসন পেটা-র হয়ে অনেকগুলো কর্মকাণ্ডে অংশ নিয়েছেন৷ যেমন ২০০৩ সালে তিনি পেটা-র ‘পশুর চামড়া দিয়ে তৈরি পোশাক পরার পরিবর্তে আমি নগ্ন হয়ে থাকব’ কর্মসূচিতে অংশ নেন৷ ২০০১ সালে তিনি কেএফসি-র বিরুদ্ধে এক বিবৃতিতে বলেন, ‘‘প্রতিবছর কেএফসি সাড়ে সাতশ মিলিয়ন মুরগির সঙ্গে যা করে তা গ্রহণযোগ্য নয়৷’’
ছবি: picture-alliance/dpa
বলিউড তারকারাও সোচ্চার
বেশ কয়েকজন বলিউড তারকাও প্রাণী অধিকারের পক্ষে বিভিন্ন সময়ে তাঁদের অবস্থান জানিয়েছেন৷ এঁদের মধ্যে আছেন হেমা মালিনি, মাধুরী দীক্ষিত, জন আব্রাহাম, সেলিনা জেটলি, শিল্পা শেঠী, অর্জুন রামপাল ও শাহেদ কাপুর৷