1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাটালি উডের মৃত্যু নিয়ে রহস্য

১৮ জানুয়ারি ২০১৩

হলিউডে একসময়ে নামী তারকা ছিলেন নাটালি উড৷ ১৯৮১ সালে রহস্যজনকভাবে তাঁর মৃত্যু হয়৷ এতকাল পর পুলিশ আবার সেই কেস ফাইল খুলেছে৷ আর বের হয়েছে এসেছে এক নতুন চমক!

Melancholie © line-of-sight #44831118
প্রতীকী ছবিছবি: Fotolia/line-of-sight

১৯৮১ সালের ২৯শে নভেম্বর মাত্র ৪৩ বছর বয়সে জলে ডুবে মৃত্যু হয়েছিল নাটালি উড-এর৷ ক্যালিফোর্নিয়া রাজ্যের ক্যাটালিনা দ্বীপের কাছে তাঁদের নৌকায় ঘটনাটি ঘটে৷ সারা সন্ধ্যা অভিনেতা স্বামী রবার্ট ওয়াগনার ও আরেক অভিনেতা ক্রিস্টোফর ওয়াকেন-এর সঙ্গে কাটিয়েছিলেন নাটালি৷ যাই হোক, ঘটনাটিকে নিছক দুর্ঘটনা বলেই ধরে নেওয়া হয়েছিল সে সময়৷

নৌকার ক্যাপ্টেন ডেনিস ড্যাভার্ন ২০০৯ সালে এই রহস্যজনক ঘটনা সম্পর্কে একটি বই লেখেন৷ আর তাতে তিনি দাবি করেন, নাটালি ও তাঁর স্বামীর মধ্যে সেই সন্ধ্যায় তীব্র বচসা হয়৷ শুধু তাই নয়, স্ত্রী নাটালি ডুবে যাওয়ার পরও তাঁর খোঁজ শুরু করতে নাকি অযথা বিলম্ব করেন রবার্ট৷

নাটালি উডছবি: AP

এরপর ২০১১ সালে পুলিশ আবারো নতুন করে তদন্ত শুরু করে৷ চলতি সপ্তাহে নতুন এক রিপোর্টে এ বিষয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে৷ তাতে বলা হয়েছে, উড, ওয়াগনার ও ওয়াকেন – তিনজনই সেই সন্ধ্যায় মদ্যপ অবস্থায় ছিলেন৷ সেই অবস্থাতেই তাঁরা রেস্তোরাঁ থেকে নৌকায় ফেরেন৷ তারপরও মদ্যপান চলতে থাকে৷ ক্যাপ্টেন প্রথমে ভেবেছিলেন, নাটালি বোধহয় নৌকার সঙ্গে লাগানো ডিঙিতে চেপে তটে ফিরে গেছেন৷ তবে দেড়টার সময় তিনি পুলিশে খবর দেন৷ তার কিছুক্ষণ পর নাটালির মৃতদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়৷ নতুন রিপোর্ট অনুযায়ী, নাটালির শরীরে কিছু আঘাতের চিহ্ন পাওয়া যায়, যা দুর্ঘটনার কারণে ঘটতে পারে না৷ বলা বাহুল্য, ডিঙি নৌকায় নাটালির সঙ্গে ছিলেন একমাত্র রবার্ট৷

এখন রবার্ট ওয়াগনারের বয়স ৮২৷ এতকাল পর স্ত্রীর মৃত্যু নিয়ে পুলিশের এই তৎপরতায় মোটেই খুশি নন তিনি৷ তাঁর সাফ কথা, যা বলার তা আগেই বলেছি, নতুন করে বলার কিছু নেই৷ তাই গোয়েন্দাদের সঙ্গে কথা বলতে অস্বীকার করেছেন রবার্ট৷ আইনজীবীর মাধ্যমে তিনি বলেছেন, মৃত্যুর প্রায় তিন দশক পর যাঁরা নতুন করে জলঘোলা করছেন, তাঁরা আসলে চমক সৃষ্টি করে ঘটনা থেকে ফায়দা তুলতে চান৷

প্রসঙ্গত, গত ৩০ বছর ধরে এ তদন্তে পূর্ণ সহযোগিতা করেছেন রবার্ট ওয়াগনার, জবাব দিয়েছেন সব প্রশ্নের৷

ডিজি/এআই (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ