1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক মার্কিনির ভাবনা

জেফারসন চেজ / জেডএইচ২২ সেপ্টেম্বর ২০১৩

ডয়চে ভেলের নির্বাচন বিষয়ক প্রতিবেদক জেফারসন চেজ একজন মার্কিন নাগরিক৷ থাকেন রাজধানী বার্লিনে৷ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে জার্মান নির্বাচনের তুলনা করতে গিয়ে তিনি এই কথাটি বলেছেন৷

ছবি: picture-alliance/dpa

নির্বাচনপূর্ব বার্লিনের অবস্থা পর্যবেক্ষণ করে চেজের এমন উপলব্ধি হয়েছে৷ তিনি বলছেন, মার্কিন নির্বাচন হলিউডের ব্লকবাস্টার মুভির মতোই অ্যাকশনে ভরপুর, সেখানে নির্বাচন নিয়ে হৈচৈ হয় অনেক বেশি৷ আর নির্বাচনি প্রক্রিয়াটাও চলে অনেকদিন ধরে৷ এর বিপরীতে জার্মান নির্বাচন হচ্ছে ‘মেড-ফর-টিভি মুভি'র মতো : শান্ত ও বাস্তবসম্মত৷

চেজ বলছেন, শুধু যদি নির্বাচনি পোস্টারগুলো না থাকতো তাহলে বার্লিনে ঘুরতে যাওয়া নতুন কেউ বুঝতেই পারতেন না যে দেশটিতে নির্বাচন হতে যাচ্ছে৷

বার্লিনে এবার নতুন ভোটারের সংখ্যা প্রায় ৩৪ হাজার৷ তাদের মধ্যে একজন মিলেনা – ২০ বছর বয়সি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী৷ চেজ তার অনুভূতি জানতে চাইলে মিলেনা বলেন, তিনি ‘ভাল-ও-মাট' নামের একটি কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে একটি দল বেছে নেবেন৷ প্রোগ্রামটি ব্যবহারকারীকে কয়েকটি প্রশ্ন করে তাদের মতামত জেনে বলে দেয় কোন দলের নীতি তাদের সঙ্গে সবচেয়ে বেশি মেলে৷

তরুণদের মধ্যে রাজনৈতিক সচেতনতা কমে যাচ্ছে কিনা এ প্রশ্নের জবাবে মিলেনা বলেন কথাটা ঠিক নয়, বরং পরিস্থিতিটা উল্টো৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ