1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হলিউড-হ্যাকারদের সামলাতে এবার মাঠে নামলো এফবিআই

১৬ সেপ্টেম্বর ২০১১

হলিউডের নামি-দামি অভিনেত্রীদের ব্যক্তিগত ছবি হ্যাকের ঘটনা নতুন কিছু নয়৷ কিন্তু এবার, এহেন একটি ঘটনার শিকার হওয়ার পর, হ্যাকারদের বিরুদ্ধে সরাসরি ও সুস্পষ্ট অভিযোগ আনলেন তারকা স্কার্লেট জোহানসন৷

হ্যাকিং’এর শিকার স্কার্লেট জোহানসনছবি: AP

‘গার্ল উইথ এ পার্ল ইয়াররিং' এবং ‘লস্ট ইন ট্রান্সলেশন' দেখার পর, স্কার্লেট জোহানসন-এর স্নিগ্ধ সৌন্দর্যে এবং অভিনয় দক্ষতায় মুগ্ধ হন নি – এমন মানুষ বোধহয় খুব কমই আছেন৷ তাই ‘সেলিব্রিটি ওয়েবসাইট'-এর মাধ্যমে যদি তাঁর কোনো নগ্ন ছবি প্রকাশ্যে চলে আসে, তবে সেটা যে ইন্টারনেট জগতে ঝড় তুলবে – তাতে আর অবাক হওয়ার কি আছে?

হয়েছেও তাই৷ সম্প্রতি, এই হলিউড তনয়ার কিছু নগ্ন ছবি চুরি হয়ে যায়৷ ২৬ বছর বয়সি স্কার্লেট জোহানসন-এর অভিযোগ, তাঁর ঐ ঘনিষ্ঠ ছবিগুলো তাঁরই মোবাইল থেকে হ্যাক করা হয়েছে৷ একটি ওয়েবসাইটে সুন্দরী স্কার্লেট নিজে এই চুরির অভিযোগ করেছেন৷ তাতে তিনি জানান যে, চুরি যাওয়া ছবিগুলির মধ্যে একটি ছবি নাকি স্কার্লেট নিজেই তুলেছিলেন৷ আর সেই ছবিতে তাঁর বক্ষ ছিল সম্পূর্ণ অনাবৃত৷

গায়িকা ক্রিস্টিনা আগিলেরাও রেহাই পান নিছবি: AP

বলাই বাহুল্য, হলিউডের অসংখ্য সুন্দরী নায়িকাদের মধ্যে জোহানসন অন্যতম, যাঁর শুধু মোবাইল ফোনই নয়, হ্যাক করা হয়েছে কম্পিউটার এবং ই-মেল'ও৷ এছাড়া, হ্যাকিং-এর শিকার হয়েছেন জেসিকা অ্যালবা, জাস্টিন টিমবারলেইক, মিলা কুনিস, গায়িকা ক্রিস্টিনা আগিলেরা, ডিজনি তারকা ডেমি লোভাটো, গায়িকা-নায়িকা সেলিনা গোমজের মতো আরো অনেক হলিউড ব্যক্তিত্ব৷

শুক্রবার জোহানসন-এর এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন যে, অন্যান্যদের মতো স্কার্লেট হাত-পা গুঁটিয়ে বসে থাকার পাত্রী নন৷ তাই তিনি ইতিমধ্যেই এফবিআই'কে খবর দিয়েছেন৷ চান ঘটনার কার্যকর তদন্ত হোক৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ