1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হলোকস্ট + সেল্ফি = ইওলোকস্ট

৩১ জানুয়ারি ২০১৭

২০১৭ সালের গোড়ার দিকে ‘ইওলোকস্ট' নামের একটি ওয়েবসাইটে ফটোশপ করা ১২টি সেল্ফি প্রকাশিত হয়, যেগুলি সারা বিশ্বে আলোড়ন তোলে৷ ওয়েবসাইটটির স্রষ্টা ছিলেন ইহুদি ব্যঙ্গনবিশ শাহাক শাপিরা৷

Polen Auschwitz Holocaust Gedenktag
ছবি: picture-alliance/AP Photo/C. Sokolowski

শাপিরার জন্ম ১৯৮৮ সালে, ইসরায়েলে৷ ২০০২ সালে, ১৪ বছর বয়সে, তিনি তাঁর মা আর ছোট ভাইয়ের সঙ্গে জার্মানিতে আসেন৷ ২০১৪ সালের নববর্ষের রাত্রে বার্লিনে ইহুদি-বিদ্বেষিদের হাতে নিপীড়িত হন শাপিরা – যা তাঁকে সুপরিচিত করে তোলে৷ ২০১৬ সালের মে মাসে তাঁর আত্মজীবনী প্রকাশিত হয় ও ২০১৭ সালের গোড়ায় ‘ডেয়ার স্পিগেল' পত্রিকার বেস্টসেলার তালিকায় ওঠে৷

শাপিরা দেখেছিলেন যে, বার্লিনের হলোকস্ট স্মৃতিসৌধ পরিদর্শন করার সময় বিশেষ করে তরুণ ও কিশোর দর্শকরা – তরুণী বা কিশোরীরাও অবশ্যই কিছু কম যান না – এমন ধরনের অঙ্গভঙ্গি করে নিজেদের সেল্ফি তোলেন – ও পরে যে ধরনের শীর্ষক দিয়ে তা ফেসবুকে পোস্ট করেন – তা এই স্মৃতিসৌধের বাস্তবতা বা তার ইতিহাসের সঙ্গে আদৌ খাপ খায় না৷

শাহাক শাপিরার ভাষায়, ‘‘যে স্থানটি ৬০ লক্ষ ইহুদির হত্যার প্রতীক, সেখানে যোগব্যায়াম করাটা কি ‘কুল'?'' ফেসবুকে পোস্ট করা এ ধরনের একটি সেল্ফির ক্যাপশন ছিল: ‘মৃত ইহুদিদের ওপর ঝাঁপাচ্ছি৷' যেমন কথা, তেমনি কাজ: নাৎসি বন্দিশিবিরের সাবেক ছবি নিয়ে ফটোশপ করে সত্যিই ‘মৃত ইহুদিদের ওপর লাফানোর' ব্যবস্থা করে দিয়েছেন শাপিরা৷ এভাবে একটি-দু'টি নয়, ১২টি ছবি৷ কাজেই ‘ইওলোকস্ট' যে বিশ্বব্যাপী ভাইরাল হয়ে পড়বে, তা তো জানাই৷

সংশ্লিষ্টরা যদি চান, তাদের ছবি সরানো হোক, তাহলে তাদের ‘আনডুস.মি@ইওলোকস্ট.ডিই' এই ঠিকানায় একটি ই-মেল পাঠাতে হবে৷ বারোজনের সকলেই তা করেছেন৷ সকলেই অনুতপ্ত৷ একজন লিখেছেন, ‘‘আমি দেখেছি আমার কথাগুলো কী আঘাত দিয়েছে...''; আরেকজন লিখেছেন, ‘‘আমি সত্যিই দুঃখিত''৷

কাজেই এক সপ্তাহ পরে ছবিগুলো সরিয়ে নিয়েছেন শাহাক শাপিরা ও তাঁর প্রকল্প সমাপ্ত বলে ঘোষণা করেছেন৷ সেই সঙ্গে হুমকি দিয়েছেন: ‘দু'সপ্তাহ পরে যদি ফেসবুকে গিয়ে আবার দেখি, মানুষজন হলোকস্ট মেমোরিয়ালে এই সব ইতরামো করছেন....তবে কিন্তু...৷''

এসি/ডিজি

বন্ধু, কেমন লাগলো আপনার ভিডিওটি? জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ