স্মার্টফোনের কল্যাণে আজকাল এমন সব দৃশ্য দেখা যায় যা আসলে মুখে বললে অনেকেই অবিশ্বাস করতো৷ এখন আর অবিশ্বাসের উপায় নেই৷ কেননা, অবিশ্বাসীদের সামনে প্রমাণ হিসেবে হাজির করা হয় ভিডিও ক্লিপ৷
বিজ্ঞাপন
সেরকমই এক ভিডিও ভাইরাল হয়েছে জার্মানিতে৷ ডর্টমুন্ডের কাইজারভিয়ারটেলে হঠাৎ দেখা গেলে একটি রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছে একদল হাঁস৷ এমন না যে, সেগুলো এমনিতেই দাঁড়িয়ে ছিল৷ যতক্ষণ ট্রাফিক সংকেত লাল ছিল ততক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে সবুজ আলো জ্বলার সঙ্গে সঙ্গে মানুষের মতো তারাও নির্দিষ্ট স্থান থেকে হেঁটে রাস্তা পার হয়েছে৷
হাঁসগুলোর এমন নিয়ম-কানুন মেনে রাস্তা পার হওয়ার ভিডিও ফেসবুকে প্রকাশ হওয়া মাত্রই ভাইরাল হয়ে গেছে৷ ইতোমধ্যে একটি ফেসবুক পাতাতেই ভিডিওটি দেখা হয়েছে প্রায় দশ লাখ বার৷ আর শেয়ার হয়েছে আঠারো হাজার বারের বেশি৷
আপনি কি হাঁসদের এমন আচরণ আগে কখনো দেখেছেন? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷
পাখিদের অভয়াশ্রম বাইক্কা বিল
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের হাইল হাওরের পূর্ব পাশের প্রায় একশ হেক্টর আয়তনের জলাভূমিই বাইক্কা বিল৷ নানান শ্রেণির দেশি আর পরিযায়ী পাখির নিরাপদ আশ্রয়স্থল এই বিল৷
ছবি: DW/M. Mamun
পরিযায়ী পাখির দল
বাইক্কা বিলের আকাশে ডানা মেলা পরিযায়ী পাখির দল৷ দেশি ও পরিযায়ী মিলে প্রায় ১৬০ প্রজাতির পাখির অভয়াশ্রম এই বিল৷
ছবি: DW/M. Mamun
পদ্ম ফুলে সমারোহ
পদ্ম ফুলে ভরা বাইক্কা বিল৷ শীতের শেষে বাইক্কা বিলে ফুটতে শুরু করে পদ্ম ফুল৷ এপ্রিলের শেষ অবধি বিলজুড়ে দেখা যায় পদ্ম ফুলের সমারোহ৷
ছবি: DW/M. Mamun
কায়েম পাখি
বাইক্কা বিলের কচুরিপানার মাঝে এক দল পার্পল সোয়াম্প হেন বা কায়েম পাখি৷ সারা বছরই দেশি এ পাখিটির দেখা মেলে এই বিলে৷
ছবি: DW/M. Mamun
বড় বক
বাইক্কা বিলে একটি গ্রেট এগরেট বা বড় বক৷ এটিও একটি স্থানীয় পাখি এবং সারা বছরই বিলে কমবেশি এদের আনাগোনা থাকে৷
ছবি: DW/M. Mamun
ছোট্ট ডুবুরি পাখি
বাইক্কা বিলে লিটল গ্রেবে বা ছোট ডুবুরি৷ দেশি এই বিরল পাখিটি বাইক্কা বিলে সারা বছরই কমবেশি দেখা যায়৷
ছবি: DW/M. Mamun
জল মোরগ
বাইক্কা বিলে কমন মুর হেন বা জল মোরগ৷ এ পাখিটিও দেশি পাখি৷
ছবি: DW/M. Mamun
ধূসর বক
গ্রে হেরন বা ধুপনি বক বা ধূসর বক নামেও এটি পরিচিত৷ দেশি এই পাখিটি বাইক্কা বিলে প্রচুর দেখা যায়৷
ছবি: DW/M. Mamun
ছোট্ট পানকৌড়ি
বাইক্কা বিলে এক দল লিটল করমোর্যান্ট বা ছোট পানকৌড়ি৷ বাংলাদেশের আবাসিক এ পাখিটিও সারা বছর দেখা যায় এ বিলে৷
ছবি: DW/M. Mamun
বড় পানকৌড়ি
ডানা মেলে রোদ পোহানো এ পাখিটির নাম গ্রেট করমোর্যান্ট বা বড় পানকৌড়ি৷ পরিযায়ী এ পাখিটি শীতে দেখা যায় বাইক্কা বিলে৷
ছবি: DW/M. Mamun
সাপ পাখি
ওরিয়েন্টাল ডার্টার বা সাপ পাখি৷ সাপের মতো লম্বা গলার বিরল এই পাখিটি বাইক্কা বিলে দেখা যায়৷
ছবি: DW/M. Mamun
দেশি ও পরিযায়ী পাখি
বাইক্কা বিলে একদল দেশি ও পরিযায়ী পাখি৷ বিলের পশ্চিম প্রান্তে নির্জনে এরকম পাখির দল বেশি দেখা যায়৷
ছবি: DW/M. Mamun
কালো মাথার কাস্তেচরা
বাইক্কা বিলের পশ্চিম প্রান্তে খাবারের খোঁজে একদল ব্লাক হেডেড আইবিস বা কালো মাথার কাস্তেচরা৷ পাখিটি দেখলে মনে হয় এর মাথা আলকাতরায় ডুবিয়ে দেয়া হয়েছে৷ বাইক্কা বিলে শীতের সময় বিরল এ পাখিটি দেখা যায়৷
ছবি: DW/M. Mamun
শামুকখোল পাখি
বাইক্কা বিলে বাংলাদেশের আবাসিক পাখি এশিয়ান ওপেনবিল বা শামুকখোল৷
ছবি: DW/M. Mamun
লেঞ্জা হাঁস
পিনটেইল বা লেঞ্জা হাঁস৷ পরিযায়ী এ পাখিটি শীতে দেখা যায় বাইক্কা বিলে৷
ছবি: DW/M. Mamun
পাতারি হাঁস
বাইক্কা বিলে শীতের পরিযায়ী পাখি কমন তিল বা পাতারি হাঁস৷
ছবি: DW/M. Mamun
খুন্তে হাঁস
বাইক্কা বিলে নর্দান শোভেলার বা খুন্তে হাঁস৷ পরিযায়ী এ পাখিটি বাইক্কা বিলে শীতে দেখা যায়৷
ছবি: DW/M. Mamun
আলোকচিত্রীদের ভিড়
ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারদের কাছে বাইক্কা বিল একটি পছন্দের জায়গা৷ শীতে জায়গাটিতে আলোকচিত্রীদের আনাগোনা বেশি থাকে৷
ছবি: DW/M. Mamun
পাখি দেখা
বাইক্কা বিলে ছোট নৌকায় চড়ে পর্যটকরা পাখি দেখতে পারেন৷ এছাড়া বিলের পাশে পর্যটকদের জন্য দুটি পর্যবেক্ষণ টাওয়ারও আছে৷