1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাঁসের ছানা মানবশিশু!

১৪ আগস্ট ২০১৮

বৃষ্টি পড়ছে সর্বাঙ্গে৷ অথচ শরীর ভিজছে না৷ আর তাতেই তার কী উচ্ছ্বলতা! হাঁসের ছানার আদলে তৈরি রেইনকোট পরা এক শিশুর সুন্দর ও মজার এই ভিডিওটি ব্যাপক পছন্দ করেছেন নেটিজেনরা৷

Screenshot Facebook Ducky Rain Coat
ছবি: Facebook/9GAG

একটা প্রবাদ বাক্য আছে, তা হলো, সুখী হওয়া খুবই সহজ, যখন আপনি ছোট৷ কথাটি যে  খুব সত্য, তা যে কেউই স্বীকার করবেন৷ সম্প্রতি তেমনই একটি ভিডিও হাঁসের ভাইরাল হয়ে গেছে৷

ভিডিওতে দেখা যাচ্ছে, সদ্য হাঁটতে শেখা উচ্ছ্বল এক শিশু বৃষ্টির মধ্যে এক রকমের রেইনকোট পরে ঘুরে বেড়াচ্ছে৷ রেইনকোটটিও খুবই আদুরে৷ তৈরি৷ শিশুটির পায়েও হাঁসের ছানার থিমনির্ভর জুতো৷

ইন্টারনেট প্ল্যাটফর্ম নাইনগ্যাগের ফেসবুক পেজে তিন সপ্তাহ আগে শেয়ার করা হয়েছে সুন্দর এই ভিডিওটি৷ এমন নির্মল একটি ভিডিও ভালোবেসেছেন নেটিজেনরা৷ এ পর্যন্ত এটি দেখা হয়েছে ৯ কোটি ১০ লাখেরও বেশি বার৷ শেয়ার হয়েছে ১৯ লাখেরও বেশি৷ আর কমেন্ট পড়েছে ২ লাখেরও বেশি৷

একজন ফেসবুক ইউজার মন্তব্য করেছেন, ‘‘কী সুন্দর! ওরা যদি এমন রেইনকোট বড়দের জন্যও বানায়, তাহলে তার ছবি দিন৷ একটা ছোট হাঁস পরিবার বানিয়ে ফেলব৷''

আরেকজন লিখেছেন, ‘‘কোথায় পাওয়া যাবে? আমার লক্ষ্য হলো, পরিবারের সব বাচ্চাকে পরিয়ে ফার্ম হাউসের রাস্তা ধরে এদের হাঁটিয়ে নিয়ে আসা, যেন এক ঝাঁক হাঁসের ছানা৷''

জেডএ/ এসিবি 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ