1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাইকোর্টের ঘটনায় বিএনপি’র কর্মসূচিতে হাতাহাতি

৬ আগস্ট ২০১১

হাইকোর্টের ঘটনায় বিএনপিপন্থী আইনজীবী এবং একজন সংসদ সদস্যকে গ্রেফতারের প্রতিবাদে ঢাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বিএনপিপন্থী আইনজীবী এবং সংসদ সদস্যরা৷

বিএনপি কার্যালয়ছবি: Mustafiz Mamun

প্রতিবাদ সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে তাদের মুক্তি দাবি করেছেন৷ আর ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন এই সরকার সংসদ এবং আদালতের মর্যাদা ভূলুণ্ঠিত করেছে৷

এদিকে আইন প্রতিমন্ত্রী হাইকোর্টে বিশৃঙ্খলা সৃষ্টিকারী আইনজীবীদের সনদ বাতিলের দাবি জানিয়েছেন৷ তাঁর মতে তাঁরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে৷

হাইকোর্টের আদালত কক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সংসদ সদস্য সৈয়দা আসফিয়া আশরাফি পাপিয়াসহ ৩ আইনজীবীকে গ্রেফতারের প্রতিবাদে আজ বিএনপিপন্থী আইনজীবীরা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি পালন করেন৷ তবে এই কর্মসূচি পালন করতে গিয়ে বিএনপিপন্থী দুই গ্রুপের আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও হাঙ্গামা হয়৷

পরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁরা কর্মসূচি পালন করেন৷ সংক্ষিপ্ত সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানান৷

বিএনপি দলীয় সংসদ সদস্যরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে৷ সেখানে ব্যারিস্টার মওদুদ আহমেদ এমপি বলেন এই সরকার সংসদ এবং আদালতের মর্যাদা ভূলুণ্ঠিত করেছে৷

এদিকে ঢাকায় এক অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন যারা আদালতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে৷ ওই আইনজীবীদের সনদ বাতিলের দাবি জানান তিনি৷

একই অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন খান আলমগীর বলেছেন সংবিধান নয়, আমিনীরাই ডাষ্টবিনে নিক্ষিপ্ত হবে৷

অন্যদিকে হাইকোর্টের এই সংকট নিরসনে আগামীকাল দুই দলের আইনজীবীদের বৈঠকে বসার কথা রয়েছে৷ আর এ্যাডভোকেট মোহাম্মদ আলি গ্রেফতার এড়াতে আইনজীবী সমিতি অফিসে অবস্থান করছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ