1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাইকোর্টে হট্টগোল মামলার ২য় দফা শুনানি আজ

৮ আগস্ট ২০১১

হাইকোর্টে হট্টগোলের মামলায় অভিযুক্ত আইনজীবীদের জামিন আবেদনের ২য় দফা শুনানি হবে আজ সোমবার৷ আজ আদালত আদেশ দিতে পারেন৷

ছবি: DW/Harun Ur Rashid Swapan

প্রথম দিনের শুনানিতে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন তাদের আশঙ্কা আইনজীবীদের গ্রেফতারের পর নির্যাতন করা হবে৷ আর এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আইনজীবীরা গ্রেফতার হোক, নির্যাতনের শিকার হোক তারাও তা চান না৷

গত ২রা আগষ্ট হাইকোর্টের বিচারকের আদালত কক্ষে হট্টগোলের ঘটনায় মোট মামলা হয়েছে দুটি৷ এরমধ্যে একটি আদালতে হট্টগোল এবং আরেকটি পুলিশকে মারধর এবং দায়িত্ব পলানে বাধা দেয়ার অভিযোগ৷

মামলায় ইতিমধ্যেই সংসদ সদস্য এ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়াসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে৷ রোববার হাইকোর্টে বাকি ১১ জনের আগাম জামিন আবেদন করা হয়৷ বিচারপতি মো. আনোয়ার উল হক এবং বিচারপতি এ কে এম জহিরুল হক জামিন শুনানি আজ সকাল ৯টা পর্যন্ত মুলতুবি করেন৷

আদালতে ১১ জনের জামিন চেয়ে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, যে ধারায় মামলা করা হয়েছে তার মধ্যে একটি ছাড়া সব জামিনযোগ্য৷ বাইরের কোন ঘটনাকে টেনে এনে যেন এই মামলাকে প্রভাবিত করা না হয়৷ তাদের আশঙ্কা আইনজীবীদের গ্রেফতার করে পুলিশ নির্যাতন চালাতে পারে৷

এটর্নি জেনারেল মাহবুবে আলম জামিনের বিরোধিতা করেন বলেন, আইন যথাযথভাবে প্রয়োগ করতে হবে৷ তবে তিনিও চান না যে আইনজীবীরা গ্রেফতার হয়ে নির্যাতনের শিকার হোক৷

গ্রেফতার এড়াতে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিতে অবস্থান নেয়া এ্যাডভোকেট মোহাম্মদ আলীও শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন৷ শুনানি মুলতুবি হওয়ায় তিনি আবার সমিতি অফিসে ফিরে যান৷ তিনি জানিয়েছেন আদেশ না হওয়া পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করবেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ