1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৭০ লাখ মোবাইল সিম বন্ধের নির্দেশ

হারুন উর রশীদ স্বপন১ এপ্রিল ২০১৪

সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে এখন মোবাইল ফোনের গ্রাহক প্রায় সাড়ে ১০ কোটি৷ এর মধ্যে কমপক্ষে ৭০ লাখ মোবাইল ফোনের সিমের কোনো নিবন্ধন নেই৷ তাই অপরাধ দমনে নিবন্ধনহীন সিম বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷

SIM-Karte Handy
ছবি: PeJo/Fotolia

নিবন্ধনহীন সিম কার্ড বন্ধের নির্দেশনা চেয়ে গত মাসে হাইকোর্টে রিট করেন আইনজীবী জি আর খান রবিন৷ মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনের প্রাথমিক শুনানি হয়৷ শুনানির পর আদালত অনিবন্ধিত সিমের সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশসহ সরকারের ওপর রুল জারি করেন৷

আদালত ছয়টি মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন, বাংলা লিংক, টেলিটক, রবি, এয়ারটেল ও সিটিসেলকে নিবন্ধনহীন সিম কার্ড অকার্যকর করতে নির্দেশ দেয়৷ একই সঙ্গে নিবন্ধন ছাড়া মোবাইল সিম কার্ড বিক্রি ও বিতরণ বন্ধ করতে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির চেয়ারম্যান, স্বরাষ্ট্রসচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিবকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে৷ তাদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে৷

রিটকারীর আইনজীবী এম বদরুদ্দোজা বলেন, গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা যায় নিবন্ধন ছাড়া প্রায় ৭০ লাখ সিম কার্ড রয়েছে৷ অনিবন্ধিত সিমের মাধ্যমে বিভিন্নভাবে হুমকি ও চাঁদাবাজি করা হয়৷ আর ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমীন সরকার বলেন, কোনো সিম কার্ডের বিরুদ্ধে কোনো ব্যক্তি অভিযোগ করলে ঐ সিম কার্ডের বিষয়ে সব তথ্য দিতেও সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন আদালত৷

এদিকে বিটিআরসি-র চেয়ারম্যান সুনিল কান্তি বোস গত মাসে সংবাদমাধ্যমকে বলেন, জাতীয় পরিচয়পত্রের সার্ভারের সঙ্গে মোবাইল ফোন অপারেটরদের সংযুক্ত করতে পারলে ভুয়া নামে নিবন্ধনের সুযোগ থাকবে না৷ এতে অপরাধ কমে আসবে৷ অপরাধীদের শনাক্ত করতে সুবিধা হবে৷ অপারেটদের এই সুযোগ দেয়ার প্রক্রিয়া চলছে৷

মোবাইল ফোন অপারেটরারও এই সুযোগ চেয়ে আসছেন৷ তাঁদের কথা, তাঁরা অনেক দিন থেকেই গ্রাহকদের দেয়া জাতীয় পরিচয়-পত্রের তথ্য নিশ্চিত হওযার জন্য এর সার্ভার ব্যবহারের অনুমতি চেয়ে আসছিলেন৷ এখন সুযোগ পেলে অবশ্যই সিম রেজিষ্ট্রেশনে তাঁরা কঠোর হতে পারবেন৷ এটা হলে দেশের মোবাইল ফোনের অপারাধ অনেক কমে যাবে৷ তবে তাঁরা বলেন, নিবন্ধন ছাড়া সিম থাকার সুযোগ নেই৷ ভুয়া নামে নিবন্ধন হওয়ার ঘটনা তাদের জানা আছে৷

তবে ঢাকাসহ সারা দেশেই গ্রাহকরা চাইলে নাম ঠিকানা ছাড়াই দোকান থেকে সিম কিনতে পারেন৷ এটা কিভাকে সম্ভব? জানতে চাইলে তাঁরা বলেন, ডিলাররা হয়ত ভুয়া নাম ঠিকানা দিয়ে মোবাইল সিম বিক্রি করে৷ আবার প্রিঅ্যাকটিভ সিম ব্রিক্রি নিষিদ্ধ হলে তাও ডিলাররা ভুয়া নাম ঠিকানা দিয়ে আগেই অ্যাকটিভ করে রাখে৷

১৬ কোটি লোকের দেশ বাংলাদেশে এখন মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি ১৪ লাখ৷ এটা অবশ্য সংযোগ বিক্রির হিসাব৷ প্রকৃত ব্যবহারকারী কিছুটা কম হতে পারে৷ প্রসঙ্গত, ছয়টি অপারেটরের মধ্যে গ্রাহক সবচেয়ে বেশি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ