1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে তথ্য প্রযুক্তি

২১ ফেব্রুয়ারি ২০১২

তথ্য প্রযুক্তির জন্য যেমন প্রয়োজন দক্ষ জনবল, তেমনি দরকার প্রশিক্ষণ ও অর্থায়ন৷ কেবল বেসরকারি উদ্যোগে তথ্য প্রযুক্তির প্রসারণ সম্ভব নয়৷ তাই বাংলাদেশের সরকার হাতে নিয়েছে বেশ কিছু সুদূরপ্রসারী পরিকল্পনা৷

The entrance of Hi-Tech Park in Kaliakoir, Dhaka, Bangladesh. Date: 19 February, 2012 Foto: Sushen Chandra Das, MD, Bangladesh Hi-Tech Park Authority Dhaka
Bangladesch Hi-Tech Park Eingangছবি: Bangladesh Hi-Tech Park

বাংলাদেশে গত এক দশকে তথ্য প্রযুক্তি ব্যবহারের ব্যাপক প্রসারণ ঘটেছে৷ মোবাইল ফোন এবং তার পরে ইন্টারনেটের কল্যাণে এখন জনগোষ্ঠীর একটি বিশাল অংশ এই সুফল ভোগ করছে৷ সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশে এখন প্রায় দুই কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে৷ কেবল সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুকে রয়েছেন প্রায় আড়াই মিলিয়ন বাংলাদেশি৷ কিন্তু এত বিশাল সংখ্যক মানুষ এই প্রযুক্তির কল্যাণ পেলেও এই খাতে এখন পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক দক্ষ জনশক্তি গড়ে তোলা সম্ভব হয়নি৷ এছাড়া বাণিজ্যিকভাবেও নিজস্ব প্রযুক্তি বাজারজাতকরণের তেমন সুযোগ হয়ে ওঠেনি৷ সেইজন্য বর্তমান সরকার বেশ কিছু সুদূরপ্রসারী উদ্যোগ হাতে নেয়৷ রাজধানী ঢাকার অদূরে গাজিপুরের কালিয়াকৈর এলাকাতে একটি হাইটেক পার্ক গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়৷ বিগত ২০১০ সালে এই সংক্রান্ত একটি আইন পাশের পর গঠিত হয় হাইটেক পার্ক কর্তৃপক্ষ৷ এই পার্কের মাধ্যমে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার চেষ্টা করা হবে বলে জানালেন হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক সুশেন চন্দ্র দাস৷

বাংলাদেশে গত এক দশকে তথ্য প্রযুক্তি ব্যবহারের ব্যাপক প্রসারণ ঘটেছেছবি: WCG

মোটা ২৩২ একর জমির ওপর পরিকল্পিত এই হাইটেক পার্কটি বাংলাদেশের ভবিষ্যৎ তথ্য প্রযুক্তি খাতের জন্য একটি বড় সম্ভাবনা হয়ে দেখা দিতে পারে৷ সরকার কেবল এই হাইটেক পার্কই নয় ঢাকার ভেতরেই কারওয়ান বাজারে একটি সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং যশোরে একটি আইটি ভিলেজ করার কথা ভাবছে৷ তবে সেগুলো হবে তুলনামূলক ভাবে ছোট এবং নির্দিষ্ট খাতের জন্য, জানালেন সুশেন চন্দ্র দাস৷ অন্যদিকে হাইটেক পার্কে কেবল সফটওয়্যার ও হার্ডওয়্যার শিল্প নয়, এর বাইরে তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট অন্যান্য খাত সহ গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলারও কথা ভাবছে সরকার৷

এই প্রকল্প চালুর পর দেশি এবং বিদেশি মোট ১৬টি প্রতিষ্ঠান এই হাইটেক পার্কের প্রতি আগ্রহ দেখিয়েছে৷ তাদের মধ্যে সাতটি প্রতিষ্ঠানকে বাছাই করা হয়েছে৷ এখন এই সব প্রতিষ্ঠানকে তাদের পরিকল্পনা জমা দিতে হবে কর্তৃপক্ষের কাছে৷ ইতিমধ্যে কর্তৃপক্ষ পার্ক এলাকায় ১০০ ফুট চওড়া রাস্তা নির্মাণ করেছে৷ চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোকে এখন সেখানে অবকাঠামো গড়ে তুলতে হবে বলে জানালেন সুশেন চন্দ্র দাস৷

বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে এই হাইটেক পার্ক এখন একটি স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে, যা বাস্তবে ধরা দিলে তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশ একটি বড় ধাপ এগিয়ে যাবে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ