1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাইটেক প্রযুক্তির দেশ নেদারল্যান্ডস

ক্রিস্টিনা ব়্যোডার/এসবি৭ জুন ২০১৪

বুদ্ধিমান রোবটই হোক বা গাড়ির হাল্কা কার্বন কাঠামোই হোক – ছোট্ট দেশ নেদারল্যান্ডস এ সব হাই-টেক ক্ষেত্রে চমকপ্রদ সাফল্য অর্জন করেছে৷ এমনই দুটি দৃষ্টান্তের কথা শোনা যাক৷

ফাইল ছবিছবি: AFP/Getty Images

বুদ্ধিমান রোবট কে না চায়? শুধু একই কাজ করে চলে এমন রোবট নয়, পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া দেখাতে পারে – চাই এমন সঙ্গী৷ শিল্পের অনেক ক্ষেত্র চায়, ভবিষ্যতে এমন ‘বুদ্ধিমান যন্ত্র' কারখানায় উৎপাদনের কাজ করুক৷ নেদারল্যান্ডস-এর ‘সেলরো' কোম্পানির রোবটরা এখনই সেই কাজ করতে পারে৷ নতুন উপকরণ অনুযায়ী তারা নিজেদের প্রস্তুত করে, প্রয়োজনীয় যন্ত্রপাতি বেছে নেয়, কাজের সময়ও ঠিক করে নেয়৷ কোম্পানির প্রতিনিধি মিশিয়েল ফান বুল বলেন, ‘‘এ ক্ষেত্রে অফুরন্ত সম্ভাবনা রয়েছে৷ প্রশ্ন হলো আমি যন্ত্র নিয়ে কী করতে চাই৷ সেটা কত বড়? সঙ্গে কোন যন্ত্রপাতি রয়েছে? শুধু অ্যালুমিনিয়াম, নাকি অন্যান্য উপকরণ নিয়ে কাজ করার যন্ত্রপাতিও রয়েছে?''

ফাইল ছবিছবি: DW/I. Wrede

এই কোম্পানির এক পঞ্চমাংশ রোবটই জার্মানিতে রপ্তানি হয়৷ সেলরো তার ক্রেতাদের জন্য আলাদা সফটওয়্যারও তৈরি করে, যা দিয়ে উৎপাদন প্রক্রিয়ার খুঁটিনাটি স্থির করা যায়৷ ওষুধ তৈরি বা কম ধাপের উৎপাদনের ক্ষেত্রে এই রোবটের বিশেষ চাহিদা রয়েছে৷ মিশিয়েল ফান বুল বলেন, ‘‘যে সব ক্ষেত্রে এমন ফ্লেক্সিবিলিটির প্রয়োজন রয়েছে, বাজারের চাহিদা অনুযায়ী যাদের অত্যন্ত দ্রুত পরিবর্তন আনতে হয়, তাদের জন্য এটা জরুরি৷ একই জিনিস লক্ষ-লক্ষ বার উৎপাদনের জন্য নয়৷''

নেদারল্যান্ডস দেশটা ছোট হলেও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে শক্তিশালী৷ উদ্ভাবনী শক্তিও কম নেই৷ প্রায় ৩০০ বছর পুরানো টেক্সটাইল কোম্পানি ‘টেনকেট' রপ্তানির জন্য নিত্য নতুন পণ্য তৈরি করে চলেছে৷ আগে তাদের কারখানায় কনের বিয়ের পোশাক তৈরি হতো, এখন শিল্পক্ষেত্রের জন্য বিশেষ টেক্সটাইল তৈরি হচ্ছে৷ এর মধ্যে রয়েছে কার্বন, যা গরম অবস্থায় প্রায় যে কোনো আকার নিতে পারে৷ কোম্পানির প্রতিনিধি ফ্রাংক ম্যোরস বলেন, ‘‘আমাদের ফাইবার-রি-ইনফোর্সড কম্পোসিট-কে আরও নতুন রূপ দেওয়া যায়৷ অন্য উপকরণের ক্ষেত্রে এটা সহজ নয়৷ তাই বিমান তৈরির মতো শিল্পের জন্য এই উপকরণ অত্যন্ত উপযোগী৷''

একে ‘অরগ্যানিক টিন'-ও বলা হয়৷ অত্যন্ত হাল্কা এই উপকরণ এযারবাস এ-৩৮০-র মতো আধুনিক বিমানে ব্যবহার করা হয়৷ এরপর গাড়ি তৈরির ক্ষেত্রেও কার্বন ইস্পাত ও অ্যালুমিনিয়ামের জায়গা নেবার উপক্রম করছে৷ কম পেট্রোলে চলতে হলে গাড়িকে হাল্কা হতে হবে বৈকি! ফ্রাংক ম্যোরস বলেন, ‘‘এই মুহূর্তে বড় আকারের উৎপাদন প্রক্রিয়া চলছে৷ জার্মান গাড়ি শিল্পই আমাদের মূল সহযোগী৷ উপকরণ সম্পর্কে তথ্য নিয়ে অটোমোবাইল শিল্প উৎপাদন করতে পারবে৷''

ফেব্রুয়ারি মাসের শেষে আলফা রোমিও কোম্পানির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ ফোর-সি সিরিজের ৪,০০০ স্পোর্টস কার-এ টেনকেট কোম্পানির কার্বন দিয়ে তৈরি খাঁচা লাগানো হবে৷ অর্থাৎ ডিজাইন ইটালির হলেও কঙ্কাল আসছে নেদারল্যান্ডস থেকে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ