1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয়ের ৬২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

২৬ ডিসেম্বর ২০১১

জার্মানির সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় হচ্ছে হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয়৷ ১৩৮৬ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়৷ তখন মাত্র ছয়শো ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছিল বিশ্ববিদ্যালয়ে৷ ছিল মাত্র তিনটি অনুষদ৷

হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ক্যাম্পাসছবি: Universität Heidelberg/Kommunikation und Marketing

হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয়ের পুরো নাম রুপরেশ্ট কার্ল্স ইউনিভার্সিটি, হাইডেলব্যার্গ৷ মাত্র তিনটি অনুষদ নিয়ে শুরু হয়েছিল তার পথ চলা - আইন, ধর্মতত্ত্ব এবং দর্শন৷ এখন প্রায় ১০০টিরও বেশি বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয়৷ পড়াশোনা করছে প্রায় ৩০ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী৷ বহু বিদেশি ছাত্র-ছাত্রী পড়ছে এখানে৷

সন্ধ্যা ছ'টা৷ কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন ‘মেনজা' একেবারে ভরা৷ কারণ অনেকের কাছে ‘মেনজা' হল মিটিং পয়েন্ট৷ সব অনুষদের ছাত্র-ছাত্রীদেরই এখানে দেখা যাবে৷ এখানে একসঙ্গে খাওয়া-দাওয়ার পর সবই আবার একসঙ্গে বেরিয়ে পড়ে৷ সন্ধ্যায় কোথায় ঘুরতে যাওয়া৷ অনেকগুলো বড় টেবিল রয়েছে মেনজায়৷ সেখানে একটি টেবিলে বসে আছে চীনের ছাত্রী লু ইয়ান৷ এক বছরের জন্য এক্সচেঞ্জ প্রোগ্রামে লু এসেছেন জার্মানিতে৷ লু ইয়ান জানান, ‘‘জার্মানির সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় হল হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয়৷ বিশ্বব্যাপী পরিচিত৷ এক্সচেঞ্জ প্রোগ্রামে এক বছরের জন্য হাইডেলব্যার্গে এসেছি – চীনে এটা স্বাভাবিক বলে ধরা হয়৷ সেখানে সবাই এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পরিচিত৷''

এলিট ইউনিভার্সিটি হিসেবে স্বীকৃত এই বিশ্ববিদ্যালয়

হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয়ে প্রতি পাঁচটি ছাত্র-ছাত্রীর মধ্যে একজন বিদেশি৷ হাইডেলব্যার্গ হচ্ছে একেবারে স্টুডেন্ট সিটি৷ পাহাড়ের ওপর প্রাচীন প্রাসাদ তার সবচেয়ে দর্শনীয় স্থান৷ আর এই প্রাসাদের কোল ঘেঁষে শহরের প্রাচীন অংশ৷ সেখানে অসংখ্য ক্যাফে, রেস্টুরেন্ট, বার এবং ডিস্কো৷ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাবিদ্যা বিভাগ এবং সাধারণ বিজ্ঞান বিভাগের সুনাম উল্লেখ করবার মত৷ জার্মানির অন্যতম এলিট ইউনিভার্সিটি হিসেবে স্বীকৃত এই বিশ্ববিদ্যালয়৷ নানা সময়ে বহু নামি পণ্ডিত, বিজ্ঞানী, দার্শনিকের উপস্থিতি এই বিশ্ববিদ্যালয়কে দিয়েছে বিশ্বব্যাপী সুখ্যাতি৷

হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয়ছবি: AP

তবে শুধু এশিয়া নয় অ্যামেরিকাতেও হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয় বেশ পরিচিত৷ জার্মান ছাত্র ডানিয়েল ইয়ুটে এক্সচেঞ্জ প্রোগ্রামের একটি অংশ কাটিয়েছে অ্যামেরিকার হার্ভাড বিশ্ববিদ্যালয়ে৷ ডানিয়েল জানাল, অ্যামেরিকায় হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয় কারো অপরিচিত নয়৷ ডানিয়েল বললেন, ‘‘আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি – হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয়ের নাম সবাই শুনেছে৷ এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঐতিহ্যের কথাও সবাই শুনেছে৷''

ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ এশিয়া ইন্সটিটিউট

হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া ইন্সটিটিউট একটি ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান৷ এই ইন্সটিটিউটে বিভিন্ন ভাষা শেখানো হয়৷ যেমন বাংলা, হিন্দি, উর্দু, তামিল, সংস্কৃত, দারি, ফার্সি সহ আরো বেশ কিছু ভাষা৷ প্রফেসর হান্স হারডার দক্ষিণ এশিয়া ইন্সটিটিউটে বাংলা ভাষা ও সাহিত্য পড়াচ্ছেন দীর্ঘদিন৷ তবে এর পাশাপাশি তিনি হিন্দি, উর্দু এবং মারাঠিও পড়ান৷ ইন্সটিটিউট প্রসঙ্গে তিনি বললেন, ‘‘দক্ষিণ এশিয়া ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয় প্রায় ৫০ বছর আগে অর্থাৎ আগামী বছর আমরা এই ইন্সটিটিউটের ৫০ বছর পূর্তি পালন করবো৷ সেই উপলক্ষ্যে বিভিন্ন ধরণের উৎসবের আয়োজন করা হয়েছে৷ ৫০ বছর আগে বাডেন ভূর্টেমব্যার্গ রাজ্যের সঙ্গে দক্ষিণ এশিয়ার সম্পর্কের শুরু৷ বিশেষ করে ভারতবর্ষের সঙ্গে যোগাযোগের সূত্রপাত তখন থেকেই৷ সংস্কৃতিক  এবং অর্থনৈতিক দিকগুলোও ছিল৷ তখন ঠিক করা হয়েছিল যে এখানেও ‘এশিয়া স্টাডিজ'-এর মডেলে একটি সংস্থান থাকা উচিত৷ বিশেষ করে যারা দক্ষিণ এশিয়া সম্পর্কে ভাল করে জানতে চায় তারা সেখানে যেতে পারবে৷''

কারা আসছে বা কোন কোন দেশ থেকে ছাত্র-ছাত্রীরা আসছে এই ইন্সটিটিউটে বিভিন্ন ধরণের ভাষা শিখতে? প্রফেসর হারডার আরো জানালেন, ‘‘বি.এ. লেভেলে অর্থাৎ গ্রাজুয়েশন কোর্সে বেশির ভাগ ছাত্র-ছাত্রী জার্মানি থেকেই আসে – এরা জার্মান৷ মাস্টার্স এবং পিএইচডির জন্য যারা আগ্রহ দেখায় তারা বেশির ভাগই বিদেশি ছাত্র-ছাত্রী৷ এমনকি বাংলাদেশ এবং ভারত থেকেও ছাত্র-ছাত্রী এখানে এই ইন্সটিটিউটে আসে পিএইচডি করার জন্য৷ তবে পিএইচডি যে জার্মান ভাষাতেই করতে হবে এমন কোন কথা নেই৷ ইংরেজি ভাষাতেও এই ইন্সটিটিউটের অধীনে ডক্টরেট করা সম্ভব৷ তাই অনেক বিদেশি ছাত্র-ছাত্রীই আগ্রহ দেখায় এখানে আসতে৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ