1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যে ওষুধে বিভক্ত পৃথিবী

২ জুন ২০২০

কোথাও এ ওষুধের পক্ষে চলছে প্রচার, আবার কোনো কোনো দেশ একে করছে নিষিদ্ধ ৷ কোভিড-১৯ এর চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার নিয়ে পৃথিবী দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে৷

ছবি: picture-alliance/dpa/Zuma/Quad-City Times/K. E. Schmidt

বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া নতুন করোনা ভাইরাস এরই মধ্যে ৩ লাখ ৭২ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে৷  আক্রান্ত হয়েছে প্রায় ৬৩ লাখ৷

এখনো এ রোগের টিকা বা উপশমে কার্যকর কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি৷ বিভিন্ন দেশে গুরুতর রোগীদের উপর কয়েকটি ওষুধের ‘ক্লিনিক্যাল ট্রায়াল’ চলছে৷ যে ওষুধগুলোর একটি হাইড্রক্সিক্লোরোকুইন৷ এটি মূলত ম্যালেরিয়ার ওষুধ৷

তবে এ ওষুধের গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া আছে, বিশেষ করে হৃদপিণ্ডের গতি অস্বাভাবিক হয়ে যেতে পারে৷

যদিও ম্যালেরিয়ার চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন নিরাপদ৷ এছাড়া, আর্থ্রাইটিসের চিকিৎসায়ও এ ওষুধ ব্যবহৃত হয়৷ কিন্তু কোভিড-১৯ এর চিকিৎসায় এর কার্যকারিতা এখনো প্রমাণিত নয়৷

কেন এ ওষুধ নিয়ে এত হইচই

করোনা ভাইরাস মহামারিতে বিশ্ব যখন দিশেহারা তখন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই করোনায় চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইনের সফলতার পক্ষে প্রচারে নেমে যান৷ এমনকি, মে মাসের প্রথম দিকে তিনি সংক্রমণ থেকে রক্ষা পেতে নিজে হাইড্রক্সিক্লোরোকুইন সেবনের দাবিও করেন৷ তার এ দাবির পর যুক্তরাষ্ট্রে প্রেসক্রিপশনে এ ওষুধের ব্যবহার বেড়ে যাওয়ার খবর পাওয়া যায়৷

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোও হাইড্রক্সিক্লোরোকুইনের কার্যকারিতার পক্ষে সাফাই গেয়ে একটি ভিডিও বানিয়েছিলেন৷ যদি পরে অনলাইন থেকে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়৷

অথচ গত ২২ মে প্রকাশিত মেডিক্যাল জার্নাল দ্য লানসেট-র এক প্রতিবেদনে বলা হয়, প্রায় এক লাখ কোভিড-১৯ আক্রান্তের উপর জরিপ চালিয়ে দেখা গেছে হাইড্রক্সিক্লোরোকুইন ও ক্লোরোকুইন ব্যবহারে তাদের শরীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি৷ বরং ওই ওষুধে তাদের মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়৷

ওই প্রতিবেদন প্রকাশের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা হাইড্রক্সিক্লোরোকুইনের ‘ক্লিনিক্যাল ট্রায়াল’ বন্ধ করার নির্দেশ দেয়৷ যদিও অনেক বিজ্ঞানী দ্য লানসেট-র জরিপ পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন৷ যার প্রেক্ষিতে জার্নালটি প্রতিবেদনের কিছু তথ্য সংশোধন করে৷ কিন্তু তাতেও বিতর্ক শেষ হয়নি৷

নানা দেশ ওষুধটি নিয়ে নিজেদের মত সিদ্ধান্ত গ্রহণ করছে৷  শুরুতে ব্যবহার করলেও এখন ফ্রান্স, ইটালি, জার্মানি, সুইডেন, মিশর, তিউনিসিয়া, কলম্বিয়া, চিলি, এল সালভাদর, আলবানিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগভিনাসহ কয়েকটি দেশ এ ওষুধের ব্যবহার স্থগিত করে৷ তবে চাইলে গুরুতর রোগীদের উপর পরীক্ষামূলক ব্যবহার করার অনুমতি আছে৷

আবার ব্রাজিল, আলজেরিয়া, মরক্কো, তুরস্ক, জর্ডান, রোমানিয়া, পর্তুগাল, কেনিয়া, সেনেগাল, চাড এবং রিপাবলিক অব কঙ্গো করোনার বিরুদ্ধে লড়াইয়ে হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারে রীতিমত উৎসাহ দিচ্ছে৷

থাইল্যান্ড, ভারত, ভেনেজুয়েলা, রাশিয়া, বাহরাইন, ওমান, সংযুক্ত আরব আমিরাত এখন এ ওষুধের ব্যবহার বন্ধ ঘোষণা করেনি৷ ইরান বলছে, সেখানে এখনো রোগীরা এই ওষুধের ব্যবহারে সুস্থ হচ্ছে৷

যুক্তরাষ্ট্রে শুধু হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করার অনুমতি আছে৷ তবে একই সঙ্গে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন এপ্রিলে এর ব্যবহারে হৃদপিণ্ডে বিরূপ প্রতিক্রিয়ার বিষয়ে সতর্ক করেছে৷

দ্য লানসেট-র প্রতিবেদন প্রকাশের পর ফ্রান্স, জার্মানি ও ডেনমার্কসহ কয়েকটি দেশে গবেষণাগারে হাইড্রক্সিক্লোরোকুইনের পরীক্ষা বন্ধ করা হয়েছে৷ কোথাও কোথাও এখনো চলছে৷

এসএনএল/কেএম (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ