1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাইতিতে সন্দেহজনক কলেরায় শতাধিক মৃত্যু

২২ অক্টোবর ২০১০

হাইতির মধ্যাঞ্চলে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়েছে৷ এখন পর্যন্ত সেখানে এই রোগে আক্রান্ত হয়ে কমপক্ষে ১৪২ জনের মৃত্যু হয়েছে৷ তবে চিকিৎসকদের সন্দেহ যে দূষিত পানি থেকেই হাইতিতে কলেরা ছড়িয়ে পড়েছে৷

Haiti Gesundheit Cholera
হাসপাতালে রোগীরাছবি: AP

হাইতিতে জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রমের কর্মকর্তা ক্যাথেরিন হাক বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, যে আক্রান্ত রোগীদের ডায়রিয়ার পাশাপাশি বমিও হচ্ছে৷ হাইতির মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদ সুরেনা বলেছেন, তারা আশংকা করছেন কলেরা ছড়িয়ে পড়েছে, তবে এখনও পরীক্ষাগার থেকে তা নিশ্চিত করা হয়নি৷ সরকারও এখনও আনুষ্ঠানিকভাবে কোন কিছু জানায়নি৷ এর আগে হাইতির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ড. গাব্রিয়েল থিমোতে বার্তা সংস্থা রয়টার্সকে জানান যে প্রাথমিক পরীক্ষায় রোগীদের কলেরায় আক্রান্ত বলে মনে হচ্ছে৷

মৃতের জন্য কফিনছবি: AP

এদিকে জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত হাইতির স্বাস্থ্য কর্তৃপক্ষ তাদের কাছে ১৩৮টি মৃত্যুর খবর জানিয়েছে৷ এছাড়া আরও এক হাজার ৫২৬ জনের পেটের পীড়ায় আক্রান্ত হওয়ার খবর তাদের কাছে রয়েছে৷ রাজধানী পোর্ট অফ প্রিন্সের আশপাশের বেশ কয়েকটি এলাকায় পানিবাহিত রোগ ছড়িয়ে পড়েছে৷ হাসপাতালগুলো উপচে পড়ছে রোগীদের ভিড়ে৷

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি হাইতিতে ভয়াবহ ভুমিকম্পে প্রায় তিন লাখ মানুষ প্রাণ হারায়৷ আহত হয় বহু মানুষ৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আবদুল্লাহ আল ফারুক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ