1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাইতির রাজধানীতে কলেরা, মহামারি চলবে কয়েক বছর

১০ নভেম্বর ২০১০

কলেরা মহামারি আকার নিয়েছে হাইতিতে, সেটা কোন নতুন খবর নয়৷ খবর হল এই মহামারির হাত থেকে হাইতির মুক্তি নেই আগামী কয়েক বছর৷ মঙ্গলবার রাজধানী পোর্ট অফ প্রিন্সেও ঢুকে পড়ল কলেরা৷ জানিয়েছে হাইতির স্বাস্থ্যমন্ত্রণালয়৷

হাইতি, কলেরা, মহামারী, স্বাস্থ্যমন্ত্রক, স্বাস্থ্যমন্ত্রী, Port Au Prince, Haiti, Cholera, Epidemic,Death, Death toll
চিকিৎসার অপেক্ষায় কলেরা রোগীরাছবি: AP

রাজধানীতে কলেরা ছড়িয়ে পড়ছে

ভয়াবহ ভূমিকম্পের পর হাইতি এখনও ঘুরে দাঁড়াতে পারেনি৷ তার ওপর কলেরার বাড়াবাড়ি শুরু হয়েছে দেশজুড়ে৷ পরিস্থিতি যেখানে গেছে তাতে রাজধানী পোর্ট অফ প্রিন্সেও মঙ্গলবার পৌঁছে গেছে কলেরা৷ আতঙ্ক ছড়িয়ে পড়ছে আরও দ্রুত৷ রাজধানীতে গতকাল ৭৩ জন কলেরা আক্রান্তের চিকিৎসা শুরু হয়েছে৷ ডাক্তারদের এবং সেই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রকের আশঙ্কা, ভূমিকম্প বিদ্ধস্ত রাজধানীতে অচিরেই আরও ব্যাপকহারে ছড়িয়ে পড়বে কলেরা এবং পুরোদস্তুর মহামারি রূপেই৷

কী বলছে হাইতির স্বাস্থ্যমন্ত্রণালয়

হাইতির স্বাস্থ্যমন্ত্রী এরিয়েল হেনরি মঙ্গলবার সাংবাদিকদের কাছে পুরো পরিস্থিতির ব্যাখ্যা দিতে গিয়ে জানান, এ পর্যন্ত ৫৮৩ জন মানুষ কলেরায় মারা পড়েছে৷ গোটা দেশে নয় হাজারেরও বেশি কলেরা রোগীর চিকিৎসা চলছে৷ রাজধানী পোর্ট অফ প্রিন্সের পরিস্থিতি এই মুহূর্তে সবচেয়ে দুশ্চিন্তার৷ বলেছেন স্বাস্থ্যমন্ত্রী৷ ভূমিকন্পে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত রাজধানীর পরিকাঠামোর হাল মেরামত করে ওঠার আগেই এসে গেছে এই কলেরার হামলা৷ ফলে রাজধানীতে বিশেষ করে বিশুদ্ধ পানীয় জলের অভাবে দ্রুত ছড়িয়ে পড়বে কলেরার প্রাদুর্ভাব৷ এছাড়া স্বাস্থ্যবিধি না মানার এবং নিকাশি পরিকাঠামোর সমস্যা তো আছেই৷ যা যেকোন রোগের মাত্রা বাড়াতে সাহায্য করে৷ এই কারণেই স্বাস্থ্যমন্ত্রী হেনরি সংবাদিকদের বলেছেন, কলেরা ধেয়ে আসছে রাজধানীর দিকে৷

আগামী কয়েক বছর চলবে এই পরিস্থিতি

সেরকমই আশঙ্কা করছে হাইতিতে হাজির ত্রাণসংস্থাগুলি৷ বিশেষ করে প্যান অ্যামেরিকান হেল্থ অর্গানাইজেসন বা সংক্ষেপে পাহোর তরফে সংস্থার নির্দেশক কিম অ্যান্ড্রুজ সংবাদসংস্থা এএফপি-র কাছে জানিয়েছেন, যেরকম পরিস্থিতি তাতে রাজধানী সহ হাইতি জুড়ে কলেরা মহামারীর বিরুদ্ধে লম্বা লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে পাহো লহ অন্যান্য সবগুলি ত্রাণসংস্থা এবং চিকিৎসকরা৷ কারণ ব্যাখ্যা করতে গিয়ে অ্যান্ড্রুজের যুক্তি, পরিকাঠামো, পানীয় জল, ওষুধের সরবরাহ এবং স্বাস্থ্যবিধির অভাবে এটা এখন স্পষ্ট যে আগামী কয়েক বছর এই কলেরা মহামারী পরিস্থিতি চলতেই থাকবে হাইতিতে৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ