1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজউত্তর অ্যামেরিকা

হাইপ্রোফাইল ডেপ-হার্ড মামলায় জয় ডেপের

২ জুন ২০২২

হলিউডের এই দুই দম্পতি একে অপরের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। মার্কিন আদালত জনি ডেপের পক্ষে রায় দিয়েছে।

হলিউড
ছবি: Victoria Jones/Kirsty O'connor/dpa/PA Wire/picture alliance

অভিনেত্রী অ্যাম্বার হার্ডকে দিতে হবে ১০ মিলিয়ন ডলারের কিছু বেশি। সাবেক স্বামী জনি ডেপকে এই অর্থ তুলে দিতে হবে স্ত্রী হার্ডকে। তবে পাইরেটস অফ ক্যারিবিয়ানের অভিনেতাকেও স্ত্রীকে সামান্য কিছু অর্থ ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে বলে জানিয়েছে আদালত।

মাত্র দুইবছর বিয়ে হয়েছিল হলিউডের দুই তারকা অভিনেতার। অ্যাম্বার হার্ডের সঙ্গে জনি ডেপের বিয়ে ছিল খানিক রূপকথার মতোই। কিন্তু দুই বছরের মধ্যে সেই বিয়ে ভেঙে যেতে বসে। এরইমধ্যে ওয়াশিংটন পোস্টে একটি জ্বালাময়ী পোস্ট এডিটোরিয়াল নিবন্ধ লেখেন অ্যাম্বার। সেখানে জনি ডেপের বিরুদ্ধে একাধিকবার শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ করেন অ্যাম্বার। ওই লেখার বিরুদ্ধে অ্যাম্বারকে উকিলের চিঠি পাঠান ডেপ। একইসঙ্গে অ্যাম্বারের বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের মানহানির মামলা করেন তিনি। পাল্টা ডেপের বিরুদ্ধে ১০০ মিলিয়ন ডলারের মানহানির মামলা করেন অ্যাম্বার।

ছয় সপ্তাহ ধরে সেই মামলাই চলছিল আদালতে। বুধবার আদালতের জুরিরা তার রায় শোনান। সেখানে বলা হয়েছে, ডেপের অভিযোগ অনেকটাই বিশ্বাসযোগ্য। সে কারণে তিনি ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য। অ্যাম্বারকে দিতে হবে ১০ দশমিক তিন পাঁচ মিলিয়ন মার্কিন ডলার। পোস্ট এডিটের একটি প্যারাগ্রাফ তুলে ধরে জুরিরা বলেন, সেখানে সত্যি সত্যিই ডেপের মানহানি হয়েছে।

অন্যদিকে, ডেপকে দিতে হবে দুই মিলিয়ন ডলার। অ্যাম্বারের মামলার শুনানি করতে গিয়ে জুরিরা জানান, ডেপের আইনজীবী যে বয়ান লিখেছিলেন এবং সে বিষয়ে সংবাদমাধ্যমের সামনে যে মন্তব্য করেছিলেন, তার একটি অংশ মানহানির যোগ্য। সে কারণেই ডেপকে দুই মিলিয়ন ডলার দিতে হবে।

রায় শোনার পর ডেপ জানিয়েছেন, তার প্রতিবেশী, বন্ধু, পরিবার সকলে তার থেকে দূরে সরে যাচ্ছিলেন। এই রায়ের পর আবার সকলকে তিনি ফিরে পাবেন।

অন্যদিকে অ্যাম্বার জানিয়েছেন, তিনি এই রায়ে খুবই হতাশ।

অ্যাম্বারের বক্তব্য, এই রায় নারী-নিগ্রহ, পারিবারিক সহিংসতা এই সবকিছুকে মান্যতা দিল। তিনি অত্যন্ত হতাশ এবং দুঃখিত।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি) 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ