1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাইস্পিড এক্স-রে দিয়ে পরীক্ষা

২৫ জুলাই ২০১৬

সৃষ্টির সূচনা থেকেই প্রাণীরা শরীরের হাড় ও পেশি কাজে লাগিয়ে এগিয়ে চলেছে৷ কিন্তু তাদের সেই মুভমেন্টের অনেক বিষয় আজও অজানা রয়েছে৷ জার্মানির এক গবেষক অত্যাধুনিক এক্স-রে যন্ত্র কাজে লাগিয়ে সেই রহস্য উন্মোচন করছেন৷

Yakka Skink
ইয়াক্কা স্কিংকছবি: Mackay Conservation Group

অধ্যাপক মার্টিন ফিশার শরীরের মুভমেন্ট নিয়েই মেতে আছেন৷ তিনি একাধারে প্রাণিবাজ্ঞানী, এবং জীবনশক্তিতে ভরপূর এক ভবিষ্যতদর্শী মানুষ৷ তিনি মানুষ ও প্রাণীর শরীরের গঠন নিয়ে কাজ করেন৷ কোটি কোটি বছর ধরে শরীরের বিবর্তন নিয়ে গবেষণা করছেন তিনি৷ তবে মৃত প্রাণীর শরীর পরীক্ষা করে তাঁর মন ভরেনি৷ তিনি জীবন্ত প্রাণীর ত্বকের নীচে উঁকি মেরে তাদের এগিয়ে চলার প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছিলেন৷ তখন তাঁর মাথায় এক অদ্ভুত আইডিয়া এলো৷

অধ্যাপক ফিশার বলেন, ‘‘বৈজ্ঞানিক জীবনে আমি প্রথমে অ্যানাটমিস্ট হিসেবে কাজ করেছি, অনেক প্রাণীর শরীর ডিসেক্ট বা ব্যবচ্ছেদ করেছি৷ একসময় ইচ্ছা হলো, পেশি ও হাড় সক্রিয় অবস্থায় দেখি, তাদের কাজ বোঝার চেষ্টা করি৷ এর জন্য হাইস্পিড এক্স-রে যন্ত্রের মতো বিস্ময়কর উপকরণের প্রয়োজন৷''

আজ ‘স্কিংক' গিরগিটির পালা৷ গবেষকরা এই প্রাণীর মাধ্যমে ডাইনোসরদের এগিয়ে চলার প্রক্রিয়া বুঝতে চান৷ কারণ ছোট্ট এই প্রাণীর শারীরিক গঠনের সঙ্গে প্রাগৈতিহাসিক ডাইনোসরদের অনেক মিল রয়েছে৷ বিশ্বের দ্রুততম এক্স-রে যন্ত্র গবেষকদের হাতে এ বিষয়ে নতুন তথ্য তুলে দিচ্ছে৷

একটি ট্রেডমিলের উপর স্কিংক চলতে থাকে৷ সেকেন্ডে তার ২,০০০ এক্স-রে ছবি তোলা হচ্ছে৷ এই প্রথম তার এগিয়ে চলার অজানা ধাপগুলিও স্পষ্ট হয়ে উঠছে৷ অধ্যাপক মার্টিন ফিশার বলেন, ‘‘আমাদের কাছে প্রায় ৩০ কোটি বছরের পুরানো জীবাশ্ম রয়েছে৷ তবে তাতে শুধু হাড়গোড় অবশিষ্ট রয়েছে৷ প্রাচীন এই প্রাণী কীভাবে নড়াচড়া করত, আমরা তা জানতে চাই৷ তার জন্য জীবন্ত প্রাণী পরীক্ষা করতে হয়, তাদের মুভমেন্ট-এর এক্স-রে ছবি তুলতে হয়৷ অর্থাৎ মুভমেন্ট-এর বিবর্তন বোঝাই আমার গবেষণার উদ্দেশ্য৷''

গবেষকরা একাধিক প্রজাতির প্রাণীর এক্স-রে ছবি তুলেছেন৷ ইঁদুর, বানর, বিড়াল, ইগুয়ানা, ও গিরগিটি৷ প্রতিটি ছবি প্রাণিবিদদের সামনে অজানা প্রান্তর খুলে দিয়েছে৷ অধ্যাপক ফিশার বলেন, ‘‘আমার এক্স-রে ছবি দেখলে অদ্ভুত অনুভূতি হয়৷ সেটা সত্যি একটা আবিষ্কার৷ এ যেন অজানা দ্বীপে পা রাখার মতো৷ এই প্রথম আমি এক প্রাণীর ভিতরে উঁকি মারতে পারছি, যে সুযোগ এতকাল কারো ছিল না৷ এতে গভীর সন্তুষ্টি আসে, দারুণ অনুভূতি৷''

ছাত্র-ছাত্রীদের কাছে মার্টিন ফিশার-এর বিশাল কদর৷ গবেষক হিসেবে নিজের অভিজ্ঞতার কাহিনি তুলে ধরে তিনি শরীর ও মনের বিবর্তনের কথা শোনান৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ