1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাই ফ্যাশানের নজর এখন প্রাচ্যের দিকে

২৭ জানুয়ারি ২০১২

প্যারিসের ‘ওৎ কুতুর', অর্থাৎ ‘হাই কালচার' বা ‘উচ্চ সংস্কৃতি'-র ফ্যাশান উইক তা'ই প্রমাণ করল৷

প্যারিসের ফ্যাশন জগতছবি: AP

একদিকে জাঁ-পোল গোলতিয়ের এবং ভ্যালেন্তিনো'র মতো খ্যাতনামা পশ্চিমা ফ্যাশান ডিজাইনার৷ অন্যদিকে লেবাননি ডিজাইনার এলি সাব কিংবা ওৎ কুতুর'এর ইতিহাসে প্রথম জন্মসূত্রে চীনা ডিজাইনার য়িকিং য়িন৷ অস্কার নাইট আসতে চলেছে৷ কাজেই হলিউডের গ্ল্যামারাস অ্যাকট্রেসরা তো প্যারিসের ক্যাটওয়াকের পাশে প্রথম সারিতে ভিড় জমাবেনই৷ অস্কারের রাতে যে ড্রেসটা প'রে সারা দুনিয়ার টেলিভিশন দর্শকদের সামনে ঝলক দেওয়া যাবে, সেটা খোঁজ করার আসল জায়গায়ই তো হল প্যারিসের ফ্যাশান উইক৷

ওৎ কুতুর পর্যায়ে ফ্যাশানটা হল ‘আর্ট'৷ ওটাকে ঠিক পরিধেয় বস্ত্রের পর্যায়ে ফেলা চলে না৷ ইটালির প্রবীণ ডিজাইনার ভ্যালেন্তিনো এবার তার কলেকশানে সেই সব ‘সিমস্ট্রেস', অর্থাৎ যে সব বয়স্কা ইটালীয় মহিলারা ঘণ্টার পর ঘণ্টা এবং দিনের পর দিন সেলাই-ফোঁড়াই করে ডিজাইনারের ধারণাগুলোকে বাস্তব রূপ দেন, তাদের প্রতিই শ্রদ্ধা নিবেদন করেছেন৷ পুঁতি বসানো একটা স্ট্যাপলেস গাউন তৈরি করতে নাকি ৮৫০ ঘণ্টা সময় লাগে৷ আরেকটিতে লেগেছে ১,২০০ ঘণ্টা!

ভ্যালেন্তিনোছবি: AP Photo

কিন্তু গ্ল্যামার ছাড়া ওৎ কুতুর'এ আরো একটি বস্তু লাগে, সেটা হল ফাইন্যান্স৷ এবং সেই ফাইন্যান্সের খাতিরেই প্যারিসের ফ্যাশানকে এখন প্রাচ্যের বিনিয়োগকারী এবং খদ্দেরদের দিকে নজর দিতে হচ্ছে৷ এবং তার শুরু হয়তো লেবাননি ডিজাইনার এলি সাব'এর এলাহি রূপকথার শো দিয়েই৷ সাব'এর শো'তে একদিকে যেমন হলিউড অভিনেত্রীরা অস্কার নাইটের ড্রেসের খোঁজে, অন্যদিকে তেমন বলিউড অভিনেত্রীদেরও দেখা গেছে৷ এবং হলিউড-বলিউড তারকাদের পাশাপাশি আবার আরব এবং চীনা খরিদ্দাররাও ঘোরাঘুরি করেছেন৷

একদিকে সাব'এর লম্বা বিনুনি করা চুলের মডেলরা শানটুং সিল্কের সব আলো-ছায়া গাউন পরে উজানে চলেছে৷ অন্যদিকে ইকিং ইন'এর ছোট করে ছাঁটা ‘ফার' আর অসমান ভাঁজের ড্রেস প্রমাণ করে যে ওৎ কুতুর'এর জগৎ আর শুধু ইউরোপীয়দের জন্য নয়৷ ইন'এর অধিকাংশ খরিদ্দারই যে আসে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, অর্থাৎ চীন থেকে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ