1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাওয়াইতে আগ্নেয়গিরির অগ্নুৎপাত

২২ ডিসেম্বর ২০২০

প্রথমে ভূমিকম্পে কেঁপে উঠল হাওয়াই। তারপরই শুরু হলো কিলাউএয়া আগ্নেয়গিরির ডান প্রান্ত থেকে অগ্নুৎপাত।

হাওয়াইতে কিলাউএয়া আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত। ছবি: U.S. Geological Survey/AP Photo/picture alliance

রোববার আবার জেগে উঠল হাওয়াইয়ের আগ্নেয়গিরি কিলাউএয়া। আগ্নেয়গিরির দক্ষিণ প্রান্ত থেকে লাভাস্রোত বের হচ্ছে। প্রতি ঘণ্টায় লাভাস্রোত জমে কয়েক মিটার উঁচু হচ্ছে। বাতাসে ছাই উড়ছে। কালো ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ। স্থানীয় আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, ভয়ঙ্কর পরিমাণে লাভাস্রোত ও ছাই বেরিয়ে আসছে আগ্নেয়গিরি থেকে।

আগ্নেয়গিরির মধ্যে প্রচুর জল জমা হয়েছিল। প্রথম এক ঘণ্টা ধরে সেই জলও বেরিয়েছে। ২০১৯ সালেই বৈজ্ঞানিকরা এই আগ্নেয়গিরির ভিতরে জল জমে থাকার কথা জানিয়েছিলেন।

এই আগ্নেয়গিরিটি কিলাউএয়া জাতীয় উদ্যানের ভিতরে রয়েছে। মানুষ এখন জাতীয় উদ্যানের প্রবেশপথে ভিড় জমিয়েছেন ভালো করে অগ্নুৎপাত দেখার জন্য এবং ছবি তুলে রাখার জন্য। তবে শহরের সিভিল ডিফেন্স এজেন্সি মানুষকে ঘরের মধ্যেই থাকতে বলেছে।

জাতীয় উদ্যানের মুখপাত্র জানিয়েছেন, আগ্নেয়গিরি থেকে ক্ষতিকারক সালফার ডাই অক্সাইড গ্যাস বের হচ্ছে।

যাঁদের শ্বাসকষ্ট আছে বা হৃদযন্ত্রের সমস্যা আছে, তাঁদের কাছে এই গ্যাস ক্ষতিকর। তাছাড়া বাচ্চা, গর্ভবতীদের জন্যেও এই গ্যাস খুবই খারাপ।

২০১৮ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার অগ্নুৎপাত হলো কিলাউএয়াতে।

জিএইচ/এসজি(এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ