1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা মারা গেছেন: তালেবান

৪ সেপ্টেম্বর ২০১৮

আফগানিস্তানের জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন হাক্কানি মারা গেছেন বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে তাদের সহযোগী সংগঠন আফগান তালেবান৷ তবে তার মৃত্যুর দিনক্ষণ জানানো হয়নি৷

Jalaluddin Haqqani | Gründer des Haqqani Netzwerks
ছবি: Reuters/Stringer/File Picture

দীর্ঘদিন রোগে ভুগে হাক্কানি মারা গেছেন বলে বিবৃতিতে জানানো হয়৷ এর আগে ২০১৫ সালে গণমাধ্যমে তার মৃত্যু সংবাদ প্রচারিত হয়েছিল৷ তবে তালেবান ও হাক্কানির পরিবারের সদস্যরা সেই সংবাদ প্রত্যাখ্যান করেছিলেন৷

গত শতকের সত্তরের দশকে হাক্কানি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছিলেন জালালউদ্দিন হাক্কানি৷ সোভিয়েত-আফগান যুদ্ধে তাদের গেরিলা হামলার বিষয়টি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র নজরে পড়েছিল৷ ফলে সেই সময় যুক্তরাষ্ট্রের সহায়তা পেয়েছিল হাক্কানি নেটওয়ার্ক৷

পরে অবশ্য তালেবান ও আল-কায়েদাসহ অন্যান্য গোষ্ঠীর সঙ্গে সখ্য গড়ে তোলে হাক্কানি নেটওয়ার্ক৷ ফলে ২০১২ সালে হাক্কানিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে যুক্তরাষ্ট্র৷ পাকিস্তানও এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে৷

তবে যুক্তরাষ্ট্র ও আফগান কর্মকর্তারা মনে করেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা হাক্কানি নেটওয়ার্ককে সহায়তা করে থাকে৷ পাকিস্তান অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে৷

অসুস্থতার কারণে অনেকদিন আগেই ছেলে সিরাজউদ্দিনহাক্কানির কাছে সংগঠনের নিয়ন্ত্রণদিয়ে রেখেছিলেন জালালউদ্দিন হাক্কানি৷ সিরাজউদ্দিন হাক্কানি এখন আফগান তালেবানের অন্যতম শীর্ষ নেতা৷

২০০১ সালে আফগানিস্তান থেকে তালেবানের উৎখাতের পর আফগান ও মার্কিন সেনাবাহিনীসহ সাধারণ নাগরিকের বিরুদ্ধে বিভিন্ন সময়ে হামলা চালায় হাক্কানি নেটওয়ার্ক৷

গতবছরের মে মাসে কাবুলে হওয়া ট্রাক বোমা হামলার জন্য হাক্কানি নেটওয়ার্ককে দায়ী করা হয়৷ ঐ ঘটনায় প্রায় দেড়শ' জন নিহত হয়েছিলেন৷ সংগঠনটি অবশ্য হামলার সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছিল৷

এছাড়া বেশ কয়েকজন বিদেশি নাগরিককে অপহরণ করেও আলোচিত হয়েছে হাক্কানি নেটওয়ার্ক৷ এরমধ্যে আছেন ক্যানাডার জসুয়া বয়লে, তাঁর মার্কিন স্ত্রী কাইতলান কোলম্যান ও তাঁদের তিন সন্তান৷ ২০১২ সালে ঐ দম্পতিকে অপহরণ করা হয়েছিল৷ পরে অপহৃত থাকা অবস্থায় ঐ তিন সন্তানের জন্ম হয়৷ গতবছর তাঁরা মুক্তি পান৷

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ