1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাঙর থেকে শিক্ষা

মার্ক ফন ল্যুপকে / জেডএইচ৩১ মার্চ ২০১৩

প্রকৃতি থেকে মানুষ শিক্ষা নিচ্ছে অনেকদিন ধরেই৷ এবার তারা ভিড়েছে হাঙরের কাছে৷ তার কাছ থেকে লাভবান হতে চায় জাহাজ শিল্প৷ সঙ্গে পরিবেশও৷

ছবি: imago/imagebroker

সমুদ্রে চলাচলকারী বড় বড় সব জাহাজের মালিকরা প্রতি বছর অনেক অর্থ ব্যয় করে শুধু জ্বালানির পেছনে৷ জার্মানির হামবুর্গের প্রকৌশলীরা চেষ্টা করে যাচ্ছেন এমন এক ‘কোটিং' বা পাতলা আবরণ তৈরির যেটা জ্বালানি খরচ কমাবে৷

প্রকৌশলীদের হিসেবে, এই ধরণের আবরণ আবিষ্কার করতে পারলে একটি জাহাজের পেছনে বছরে খরচ প্রায় তিন লক্ষ ডলার কমানো যাবে৷ শুধু তাই নয়, জ্বালানি নির্গমন কম হবে বলে সেটা পরিবেশের জন্যও হবে সুখবর৷

হাঙরের ত্বকে থাকা ‘রিবলেট'কে এখানে বড় করে দেখানো হয়েছেছবি: HSVA

হাঙরের ত্বক পর্যবেক্ষণ

হাঙরের ত্বকে রয়েছে বিশেষ ধরণের ‘রিবলেট' যেটা জলস্রোতের চাপ কমিয়ে হাঙরকে দ্রুত সামনের দিকে যেতে সহায়তা করে৷ প্রকৌশলীরা জাহাজের জন্য এই রিবলেট জাতীয় একটি আবরণ বের করার চেষ্টা করছেন৷

‘হামবুর্গ শিপ মডেল বেসিন' বা এইচএসভিএ এবং ‘ফ্রাউনহোফার ইনস্টিটিউট ফর ম্যানুফ্যাকচারিং টেকনোলজি অ্যান্ড অ্যাপ্লায়েড মেটেরিয়ালস রিসার্চ' নামক দুটি প্রতিষ্ঠান যৌথভাবে এই আবরণ তৈরির কাজ করে যাচ্ছে৷

তবে কবে নাগাদ এর ব্যবহার শুরু হতে পারে সেটা জানা যায় নি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ