1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাঙর নিধন

৩ জুন ২০১৩

প্রতি বছর সারা বিশ্বে মারা হয় ১০ কোটি হাঙর৷ এ প্রক্রিয়ায় এই সামুদ্রিক প্রাণীটি গত একশ বছরে কমেছে শতকরা ৯০ ভাগ৷ কঠিন বাঁধা না থাকলে তো হাঙর নিশ্চিহ্নই হয়ে যাবে! জাপান সেরকম এক কঠিন নিয়ম করেছে হাঙর-হত্যা রোধের বিরুদ্ধে৷

USA, 2007: Tigerhai (Galeocerdo cuvier) schnappt nach einem Koeder. [en] Tiger Shark (Galeocerdo cuvier), lunging for bait. | USA, 2007: Tiger Shark (Galeocerdo cuvier), lunging for bait.
ছবি: picture-alliance/wildlife

বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণীর বাণিজ্য রোধের কনভেনশন (সিআইটিইএস) হাঙর নিধন বন্ধ করতে কঠিন এক আইন প্রণয়ন করেছে৷ জাপানের এক কূটনীতিক জানিয়েছেন, তাঁর দেশ ওই আইনের ব্যাপারে আপত্তি জানাবে৷ গত মার্চে অনুষ্ঠিত ব্যাংকক সম্মেলনে দেশটি এ আইন রোধের চেষ্টা করেছিল৷ কিন্তু সিআইটিইএস-এর ১৭৮টি সদস্য দেশের অধিকাংশই আইন বলবৎ করার পক্ষে দাঁড়ালে সে চেষ্টা ব্যর্থ হয়৷

এশিয়ার দেশগুলোর মধ্যে জাপান এবং চীনে হাঙরের খুব চাহিদা৷ হাঙরের ফুলকা দিয়ে তৈরি স্যুপ দেশটিতে ভীষণ জনপ্রিয় একটি খাবার৷ জাপানে তিমি মাছও মারা হয় নিয়মিত৷ এ নিয়ে সমালোচনাও হয়েছে, হচ্ছে৷ জাপানের দাবি, তিমি মাছ হত্যা করা হয় গবেষণার প্রয়োজনে৷ গবেষণা হলেও পৃথিবীর সবচেয়ে বড় এই প্রাণীর দেহের বেশিরভাগ অংশই সেখানে রান্না করে পরিবেশন করা হয় খাবার টেবিলে৷ এতটা না হলেও সামুদ্রিক প্রাণী খুব বেশি খাদ্যতালিকায় রাখা হয় অনেক দেশেই৷ এমন দেশগুলোর কারণেই হাঙরের বেশ কিছু প্রজাতি এখন বিলুপ্ত হবার আশঙ্কায়৷

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ