1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাঙ্গামার মামলায় ১০ আইনজীবীকে জামিন দেয়নি হাইকোর্ট

১০ আগস্ট ২০১১

তাঁদের নিম্ন আদালতে আত্মসমর্পন করতে হবে৷ এটর্নি জেনারেল বলেছেন, তাঁদের গ্রেফতারে আইনগত কোন বাধা নেই৷ আর সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বলেছেন, তাঁরা আবার হাইকোর্টেই জামিন আবেদন জানাতে পারবেন৷

High Court building in dhaka, bangladesh, Foto: Harun Ur Rashid Swapan/DW, eingepflegt: Januar 2011, Zulieferer: Mohammad Zahidul Haque
ঢাকা হাইকোর্টছবি: DW/Harun Ur Rashid Swapan

মুফতি ফজলুল হক আমিনী সংবিধান ডাস্টবিনে ছুড়ে মারার কথা বলায়, তা আদালতে চ্যলেঞ্জ করা হয়৷ গত বুধবার হাইকোর্টের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং গোবিন্দ চন্দ্র ঠাকুর রায় দিতে গিয়ে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার একই ধরনের মন্তব্যকেও রাষ্ট্রদ্রোহের সমান অপরাধ বলে পর্যবেক্ষন দেন৷ আর তাতেই বিএনপি পন্থী আইনজীবীরা হাঙ্গামা করেন আদালত কক্ষে৷ অভিযোগ সেখানে পুলিশকে দায়িত্ব পালনেও বাধা দেয়া হয়৷

এই ঘটনায় মোট ২টি মামলা হয়েছে৷ সেই মামলায় আসামি ১০ জন আইনজীবী হাইকোর্টের বিচারপতি আনোয়ার উল হক এবং বিচারপতি জহিরুল হকের আদালতে জামিনের আবেদন জানান৷ দুই দিন শুনানির পর আজ অপরাহ্নে আদালত তার আদেশে তাদের জামিন আবেদন নাকচ করে দেন৷ এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এই আদেশের পর তাঁদের এখন নিম্ন আদালতে আত্মসর্পন করতে হবে৷ আর তাঁদের গ্রেফতারে কোন আইনগত বাধা নেই৷ তবে আসামিদের আইনজীবী সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বাবু বলেন যে, তাঁরা হাইকোর্টেই আবার জামিনের আবেদন জানাতে পারবেন৷

এই মামলায় ইতিমধ্যই সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসফিয়া আশরাফি পাপিয়াসহ তিনজন আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ৷ আর গ্রেফতার এড়াতে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি অফিসে অবস্থান নেয়া আইনজীবী মোহাম্মদ আলী গা ঢাকা দিয়েছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ