1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাঙ্গেরির খেলায় মিউনিখ স্টেডিয়ামে রংধনু আলো জ্বালানোর দাবি

২০ জুন ২০২১

হাঙ্গেরির পার্লামেন্ট ‘এলজিবিটি+' বিরোধী আইন পাসের প্রতিবাদে ইউরো কাপে হাঙ্গেরি-জার্মানি ম্যাচের দিন মিউনিখ স্টেডিয়ামে রংধনু আলো জ্বালানোর দাবি উঠেছে৷ মিউনিখ সিটি কাউন্সিল এর পক্ষে জোরালো অবস্থান নিয়েছে৷

হাঙ্গেরির পার্লামেন্ট ‘এলজিবিটি+' বিরোধী আইন পাসের প্রতিবাদে ইউরো কাপে হাঙ্গেরি-জার্মানি ম্যাচের দিন মিউনিখ স্টেডিয়ামে রংধনু আলো জ্বালানোর দাবি উঠেছে৷ মিউনিখ সিটি কাউন্সিল এর পক্ষে জোরালো অবস্থান নিয়েছে৷
ছবি: Frank Hoermann/augenglick/Martin Hangen/picture alliance

মিউনিখের আলিয়াঞ্জ আরেনা স্টেডিয়ামে বুধবার এফ গ্রুপের লড়াইয়ে জার্মানির মুখোমুখি হবে হাঙ্গেরি৷ স্টেডিয়ামটির অন্যতম আকর্ষণ এর বহিরাবরণ, যেখানে ইচ্ছামাফিক আলো জ্বালানোর সুযোগ আছে৷ বুধবার সেটি ‘এলজিবিটি+' আন্দোলনের প্রতীক রংধনুর সাত রঙে রাঙানোর দাবি উঠেছে৷

জার্মানির বাভারিয়া রাজ্যের রাজধানী মিউনিখের মেয়র ডিটার রাইটারকে এজন্য সিটি কাউন্সিলের পক্ষে থেকে একটি চিঠি দেয়া হয়েছে৷ এতে বলা হয়েছে, ‘‘জার্মানি ও হাঙ্গেরির মধ্যকার ম্যাচের দিন হাঙ্গেরির এলজিবিটি কমিউনিটির কাছে সহমর্মিতার বার্তা পাঠাতে চায় কাউন্সিল, যারা হাঙ্গেরি সরকারের সাম্প্রতিক পাস করা আইনের কারণে ভুক্তভোগী হচ্ছেন৷’’

১৫ জুন হাঙ্গেরি সংসদে ১৫৭-১ ভোটে পাস হওয়া আইন অনুযায়ী, সমকামিতা বা দুইয়ের অধিক লিঙ্গ পরিচয়ে উদ্বুদ্ধ করে এমন তথ্য ছড়ানো যাবে না৷ মিউনিখ কাউন্সিল মনে করে, আইনটি লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল ও ট্রান্সজেন্ডারদের অধিকারকে আরো হরণ করবে৷ এটিকে ইউরোপীয় ইউনিয়নের মৌলিক অধিকার সনদ,  এলজিবিটিকিউ সমতা কৌশলপত্র ও জাতিসংঘের শিশু অধিকার কনভেনশন বিরোধী হিসেবে অভিহিত করেন৷ বলেন, এমন প্রেক্ষিতে ‘বৈচিত্র্য ও সহনশীল সমাজের পক্ষে’ মিউনিখের অবস্থান সবার সামনে তুলে ধরতে হাঙ্গেরির বিরুদ্ধে ম্যাচটি ভালো উপায়৷ ম্যাচ চলাকালে রংধনুর রঙে স্টেডিয়ামে আলো জ্বালাতে উয়েফার কাছে যাতে সুপারিশ করা হয় সে বিষয়ে মিউনিখ মেয়রের উদ্যোগ চেয়েছেন তারা৷ 

এই দাবিকে স্বাগত জানিয়েছে জার্মানি লেসবিয়ান ও গে অ্যাসোসিয়েশন-এলএসভিডি৷ সংগঠনটির জাতীয় বোর্ড সদস্য ক্রিস্টিয়ান রুডলফ বার্তা সংস্থা ডিপিএকে বলেছেন, শুধু একটি ম্যাচ নয়, গোটা ইউরো চলাকালেই উদ্যোগটি অব্যাহত থাকা উচিত৷ জার্মানির ফুটবল দলও এর পক্ষে রয়েছে বলে উল্লেখ করেন তিনি৷ রুডলফ জার্মান ফুটবল ফেডারেশনে জেন্ডার সমতার বিষয়ে দায়িত্ব পালন করে আসছেন৷

জার্মানির ফুটবলে ‘এলজিবিটি+' অধিকারের পক্ষে সংহতি প্রকাশ নতুন নয়৷ গত মঙ্গলবার ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচে জার্মানির অধিনায়ক মানুয়েল নয়ার রংধনু রঙের আর্মব্যান্ড পরে খেলেছেন৷ বুন্ডেসলিগা চলাকালে খেলোয়াড় আর দর্শকরাও এলজিবিটি+ আন্দোলনের সমর্থনে হরহামেশাই বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকেন৷

এফএস/এসএস (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ