1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সন্ধান চাই, জীবিত অথবা মৃত'

১৪ অক্টোবর ২০১৫

এখনো আসছে দুঃসংবাদ৷ কোনো কোনো পরিবারে হজ করতে গিয়ে প্রাণ হারানো স্বজনের জন্য চলছে মাতম, অনেক পরিবার আবার উৎকণ্ঠা নিয়ে করছে স্বজনকে ফিরে পাওয়ার অপেক্ষা৷ আর কত শোক সংবাদ? আর কত অপেক্ষা?

Bildergalerie Unfälle Pilger Mekka 2004
ছবি: Getty Images/AFP/M. Mahmoud

এই প্রশ্নগুলোই বারবার উঁকি দিচ্ছে সবার মনে৷ ২৪শে সেপ্টেম্বর সৌদি আরবের মিনায় মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটে৷ সেদিন থেকেই হজ করতে যাওয়া বাংলাদেশিদের পরিবারগুলোতে শুরু হয়েছিল দুশ্চিন্তা, উৎকণ্ঠা৷ যেসব পরিবার স্বজনকে ফিরে পেয়েছে তাদের মাঝে স্বস্তি ফিরলেই অনেকেরই উৎকণ্ঠা এখনো শেষ হয়নি৷ অনেকে আবার ডুবেছে স্বজনকে চিরতরে হারানোর শোকে৷ এ পর্যন্ত ৯২ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে৷ নিখোঁজ রয়েছেন ৮০ জন৷

নিখোঁজদের জন্য এখন ব্যাকুলভাবে অপেক্ষা করছেন তাঁদের পরিবারের সদস্যরা৷ স্বজনকে জীবিত ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়ে কেউ কেউ বলছেন, ‘‘সন্ধান চাই, জীবিত অথবা মৃত৷''

মিনা থেকে কোনো খবর আসছে না বলে অনেকেই খুব হতাশ এবং দুশ্চিন্তাগ্রস্ত৷

যাঁরা জীবিত ফিরে এসেছেন, তাঁদের বর্ণনায় উঠে এসেছে সেদিনের ভয়াবহ বিপর্যয়ের কথা৷ বিপর্যয়ের জন্য মূলত সৌদি আরব সরকারের অব্যবস্থাপনা এবং ব্যবসায়িক মনোভাবকেই দায়ী করেছেন অনেকে৷ গাইবান্ধার এক হাজি বলেছেন, ‘‘ওই দিন সৌদি বাদশাহর এক ছেলে আর্মি নিয়ে এলো পাথর মারার জন্য৷ তখন সব হাজিকে আটকে দেওয়া হয়৷ লাখ লাখ হাজি তখন দলে দলে অপেক্ষা করতে শুরু করেন৷ বাদশার ছেলে যাওয়ার পর রাস্তা খুলে দিলে হাজিদের ঢল নামে৷ আর তাতেই ঘটে দুর্ঘটনা৷ বাদশার ছেলে ওই দিন না গেলে এ ঘটনা ঘটতো না৷''

তবে কেউ কেউ বলেছেন জন্ম-মৃত্যু আল্লাহর হাতে, তাই সৌদি আরবকে দোষারোপ করা ঠিক নয়৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ