1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে হাতির আক্রমণ

২৯ ফেব্রুয়ারি ২০১৬

ভারতে হাতির আক্রমণ নতুন কিছু নয়৷ খাদ্যাভাব, বাসস্থানের স্বল্পতা – তা সে যে কারণেই হোক, ভারতের কয়েকটা রাজ্যে গত কয়েকদিনে বেশ ঘন ঘন আক্রমণ করেছে হাতি, ঢুকে পড়েছে জনবহুল এলাকাগুলোতে৷

Indien Siliguri Elefant randaliert Randale
ছবি: picture-alliance/dpa/S. Majumder

পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এবং তার আশেপাশের এলাকায় ক'দিন আগে ঢুকে পড়ে মস্ত এক হাতি৷ গ্রামাঞ্চলে এসে তাণ্ডব চালায়, ভেঙে ফেলে বেশ কয়েকটা কুঁড়েঘর৷ তারপর শহরের রাস্তায় রাখা মোটরবাইক আর সারি সারি সাইকেলের ওপর হামলা চালিয়ে সব কিছু এক ধাক্কায় ফেলে দেয় উন্মত্ত হাতিটি৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে তাকে ঘুমের ওষুধ দেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত সম্ভব হয়নি৷ পরে অবশ্য হাতিটিকে ক্রেন দিয়ে তুলে নিয়ে জঙ্গলে ফেরত পাঠায় বন কর্তৃপক্ষ৷

শুধু পশ্চিমবঙ্গ নয়, দক্ষিণের কেরল রাজ্য বা কেরালাতেও ঘটে একই ঘটনা৷ দু'দিন আগে একটা হাতি সেখানকার পালাক্কাদ অঞ্চলে হামলা চালায়৷ ভিডিওটা দেখলেই বুঝবেন পাগল হয়ে গেলে কেমন করে একটা হাতি! গাড়ি, মোটরগাড়ি, সাইকেল উল্টে দিয়ে সব কিছু লন্ডভন্ড করে দেয় সে৷

‘দ্য ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার'-এর সমীক্ষা অনুযায়ী, ভারতে হাতির আক্রমণে প্রতি বছর অন্তত ২০০ মানুষ প্রাণ হারায়৷

ডিজি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ