ভারতে হাতির আক্রমণ নতুন কিছু নয়৷ খাদ্যাভাব, বাসস্থানের স্বল্পতা – তা সে যে কারণেই হোক, ভারতের কয়েকটা রাজ্যে গত কয়েকদিনে বেশ ঘন ঘন আক্রমণ করেছে হাতি, ঢুকে পড়েছে জনবহুল এলাকাগুলোতে৷
বিজ্ঞাপন
পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এবং তার আশেপাশের এলাকায় ক'দিন আগে ঢুকে পড়ে মস্ত এক হাতি৷ গ্রামাঞ্চলে এসে তাণ্ডব চালায়, ভেঙে ফেলে বেশ কয়েকটা কুঁড়েঘর৷ তারপর শহরের রাস্তায় রাখা মোটরবাইক আর সারি সারি সাইকেলের ওপর হামলা চালিয়ে সব কিছু এক ধাক্কায় ফেলে দেয় উন্মত্ত হাতিটি৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে তাকে ঘুমের ওষুধ দেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত সম্ভব হয়নি৷ পরে অবশ্য হাতিটিকে ক্রেন দিয়ে তুলে নিয়ে জঙ্গলে ফেরত পাঠায় বন কর্তৃপক্ষ৷
শুধু পশ্চিমবঙ্গ নয়, দক্ষিণের কেরল রাজ্য বা কেরালাতেও ঘটে একই ঘটনা৷ দু'দিন আগে একটা হাতি সেখানকার পালাক্কাদ অঞ্চলে হামলা চালায়৷ ভিডিওটা দেখলেই বুঝবেন পাগল হয়ে গেলে কেমন করে একটা হাতি! গাড়ি, মোটরগাড়ি, সাইকেল উল্টে দিয়ে সব কিছু লন্ডভন্ড করে দেয় সে৷
‘দ্য ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার'-এর সমীক্ষা অনুযায়ী, ভারতে হাতির আক্রমণে প্রতি বছর অন্তত ২০০ মানুষ প্রাণ হারায়৷
ডিজি/এসিবি
ডাইনোসর বিলুপ্ত, এবার হাতিও কি ধীরে ধীরে যাবে?
অতিকায় ডাইনোসর আর নেই৷ এখনো টিকে থাকা স্থলচরদের মধ্যে সবচেয়ে বড় প্রাণী হাতিও কি এবার বিলুপ্ত হয়ে যাবে? আন্তর্জাতিক হাতি দিবসে প্রশ্নটা খুব বড় হয়ে উঠেছে৷ ছবিঘরে দেখুন কেন এবং কীভাবে খুব দ্রুত কমে যাচ্ছে হাতি৷
ছবি: picture alliance/blickwinkel/M. Hicken
আর মাত্র ১০ বছর?
হাতি যে হারে কমছে, তাতে ১০ বছর পর চিড়িয়াখানা ছাড়া আর সব জায়গা থেকে এই প্রাণীটির চিহ্ন মুছে গেলে নাকি অবাক হওয়ার কিছু থাকবে না৷ আশঙ্কাটা যে মোটেই বাড়াবাড়ি নয়, তা দুটো তথ্য দিলেই বুঝতে পারবেন৷ একশ’ বছর আগে আফ্রিকায় মোট এক কোটি হাতি ছিল৷ এখন সেখানে মাত্র সাড়ে চার থেকে সাত লাখের মতো হাতি টিকে আছে৷ এশিয়ায় আছে মাত্র ৩৫ থেকে ৪০ হাজার হাতি৷ গত দশ বছরে নাকি সারা বিশ্ব থেকে ৬২ ভাগ হাতি কমেছে!
ছবি: picture-alliance/R. Harding
দাঁতের জন্য মরছে হাতি
কথায় আছে, মরা হাতির দাম লাখ টাকা৷ সত্যিই তাই৷ বিশেষ করে হাতির দাঁত তো হীরা-মুক্তা-জহরতের মতোই মূল্যবান৷ সেই দাঁতের লোভে আফ্রিকার জঙ্গল থেকে প্রতিদিন কমপক্ষে একশ’টি হাতি মারা হয়৷ হাতির দাঁত সবচেয়ে বেশি বিক্রি হয় চীনে৷ গত জুলাই মাসে জুরিখ বিমানবন্দরে ২৬২ কিলোগ্রাম ওজনের হাতির দাঁতসহ ধরা পড়ে এক চীনা নাগরিক৷
ছবি: Reuters/R. Sprich
জঙ্গিদের টাকার উৎসও হাতি!
বিশ্বের তৃতীয় বৃহত্তম অবৈধ ব্যবসা এই হাতির দাঁতের কেনাবেচা৷ মাদক এবং মানবপাচারের পরই এর স্থান৷ অনেক যু্দ্ধ-দাঙ্গা-হাঙ্গামার পেছনেও ভূমিকার রাখে হাতির দাঁত৷ আফ্রিকা অঞ্চলের দুই ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারাম এবং আল-শাবাব বেশির ভাগ ক্ষেত্রেই অস্ত্র কেনে হাতির দাঁতের বিনিময়ে!
ছবি: picture-alliance/AP Photo/African Parks
জঙ্গল কমছে, কমছে হাতি
জনসংখ্যা বাড়ছে৷ আর জনসংখ্যা বৃদ্ধির চাপ পড়ছে জঙ্গলের ওপর৷ মানুষ জঙ্গল কেটে সেখানে গড়ছে বাসস্থান, কলকারখানা৷ ফলে জঙ্গলের প্রাণীরা পড়ছে বিপদে৷ হাতির জন্যও জঙ্গল ক্রমশই কমছে, বাড়ছে বিপদ৷ গত এক শতকে আফ্রিকার জনসংখ্যা চারগুণ বেড়েছে৷ হাতির সংখ্যা সেখানে এক কোটি থেকে কমে সাত লাখ বা তারও কম হওয়াই তো স্বাভাবিক, তাই না?
ছবি: picture-alliance/dpa/M. Gambarini
হাতিরক্ষায় তৎপর ওবামা
চীনের পর হাতির দাঁত সবচেয়ে বেশি বিক্রি হয় যুক্তরাষ্ট্রে৷ তবে ধীরে ধীরে হয়ত সেখানে অবৈধ এ ব্যবসাটা কমবে৷ গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রে এই ব্যবসা একেবারে বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷