1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাতি বাঁচাতেও বন্দুক লাগে

১৫ মার্চ ২০১৮

হাতির দাঁতের চাহিদা ও আফ্রিকায় চরম দারিদ্র্যের সঙ্গে চোরাশিকার যোগ হওয়ার ফলে আফ্রিকা থেকে হাতিরা চিরকালের মতো উধাও হতে পারে, এমন আশঙ্কা দেখা দিয়েছে৷ তবু কিছু মানুষ এখনও আফ্রিকার হাতিদের বাঁচানোর স্বপ্ন দেখছেন৷

Global Ideas küssende Tiere Elefanten
ছবি: picture-alliance/blickwinkel/P. Espeel

হাতিকে বাঁচাবেন যেভাবে

05:30

This browser does not support the video element.

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক দেশটি মধ্য আফ্রিকায়; চাড, সুদান, কঙ্গো আর ক্যামেরুনের ঠিক মাঝামাঝি৷ দেশটির দক্ষিণাঞ্চলে ক্রান্তিমণ্ডলীয় অরণ্য; এলাকাটি আপাতত শান্ত, যুদ্ধ চলেছে দেশের অন্যত্র৷

২০১৩ সালের যুদ্ধের সময় যে সব বনকর্মীরা জাংগা-সাংগা এলাকায় থেকে গিয়েছিলেন, গোরিলা বিশেষজ্ঞ টেরেন্স ফু তাদের একজন৷ টেরেন্স শোনালেন, ‘‘বিদ্রোহীরা এখানে এসেছিল, প্রকল্পের অফিসকাছারি লুট করেছিল৷ সুদান থেকেও কিছু চোরাশিকারি এখানে পৌঁছাতে পেরেছিল৷ ওরা সাংগা বে ফরেস্ট ক্লিয়ারিং-এ গিয়ে বহু হাতি মারে, ফলে সেখানে হাতিদের বাস করাই অসম্ভব হয়ে ওঠে৷''

তবুও জাংগা-সাংগার প্রাণীজগৎ একেবারে লোপ পায়নি – যার একটা কারণ জার্মানি থেকে দরাজ অর্থসাহায্য৷ ন্যাশনাল পার্কটিতে আজও প্রায় ২,০০০ গোরিলা মোটামুটি শান্তিতেই বাস করে – পশ্চিমি সমতলভূমির গোরিলা৷

টেরেন্স  বললেন, ‘‘এই পার্ক এখানকার কর্মীদের জন্য একটা রোজগারের উৎস – আমাদের প্রকল্পে তাদের ৬০ জন কাজ করে৷ সেটা খুব কম নয় – আমরা এভাবে ১২০টি পরিবারের অন্ন যোগাই৷ স্থানীয় মানুষজনের তা থেকে সুবিধা হয়৷''

তথাকথিত ‘ফরেস্ট এলিফ্যান্ট' বা জঙ্গলের হাতিরা খোলা তৃণভূমির হাতিদের চেয়ে আকারে ছোট এবং জঙ্গলেই বাস করে৷ জাংগা-সাংগায় এরকম প্রায় বারোশো হাতি আছে৷

জঙ্গলের মাঝখানে খানিকটা খোলা জায়গা৷ এখানকার মাটি নোনা৷ জন্তুজানোয়াররা সেই লবণ খেতে আসে৷

বছর খানেক হলো লুইস আরানৎস ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড ফর নেচার বা ডাব্লিউডাব্লিউএফ সংস্থার হয়ে এখানে কাজ করছেন৷ সংকটপীড়িত এলাকায় প্রকৃতি সংরক্ষণে তাঁর বিপুল অভিজ্ঞতা আছে৷

বিশেষ করে হাতিরাই চোরাশিকারিদের শিকার হয়

খোলা জায়গায় হাতিগুলো চঞ্চল হয়ে পড়েছে৷

ডাব্লিউডাব্লিউএফ জাংগা-সাংগার কর্মী লুইস আরানৎস বললেন, ‘‘আমরা খুব বেশি করতে পারি না৷ আমাদের রেঞ্জার আছে৷ আমরা চোরাশিকারিদের থামানোর চেষ্টা করি৷ কিন্তু হাতির দাঁতের চোরাচালান বন্ধ না হলে আমরা সব হাতিদের খোয়াবো বলে আমার ধারণা৷''

২০১৭ সালে এখানে ২১টি হাতি চোরাশিকারিদের হাতে মারা পড়েছে – আফ্রিকায় যা খুব বেশি বলে গণ্য করা হয় না৷ অপরদিকে কর্তৃপক্ষের কাছে বাজেয়াপ্ত করা হাতির দাঁতের পরিমাণ বাড়ছে৷ লুইস আরানৎস দেখালেন, ‘‘এটা হলো আমাদের সবচেয়ে বড় হাতির দাঁতগুলোর মধ্যে একটা; ওজনে প্রায় ১৭ কিলো৷ চোরাশিকারিদের কাছে অনেক টাকা৷''

লুইস আরানৎস ৩৭ বছর ধরে আফ্রিকায় প্রকৃতি সংরক্ষণের কাজ করছেন ও দেখেছেন, মহাদেশটি থেকে হাতিরা কীভাবে ধীরে ধীরে উধাও হচ্ছে৷ তিনি জানেন যে, ‘‘সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের শেষ হাতিগুলো আজ এখানে, বাকি দেশটায় আর কোনো হাতি নেই; চোরাশিকারিরা তাদের সবাইকে শেষ করেছে ও আমরা জানি যে, ওরা এবার এখানে এসে আমাদের হাতিগুলোকে মারার চেষ্টা করবে৷ কাজেই হাতিগুলোকে তাদের হাত থেকে বাঁচানোর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে৷''

পার্কে টহল দেবার মতো রেঞ্জারের অভাব নেই, অভাব হল বন্দুক ও গুলিবারুদের, যা ছাড়া পেশাদার চোরাশিকারিদের সাথে যোঝা সম্ভব নয়৷ গোটা আফ্রিকাতেই এই অবস্থা৷ লুইস আরানৎসের ভাষ্যে, ‘‘এভাবে বহু মানুষ প্রাণ হারাচ্ছেন – যারা হাতির দাঁত কেনেন, তাদের ওটাই মূল সমস্যা৷ তারা ভাবেন যে, শুধু হাতিরাই মারা যাচ্ছে৷ কিন্তু বাস্তবে চোরাশিকারি আর রেঞ্জাররা মিলে বহু মানুষ প্রাণ হারাচ্ছেন৷''

লুইস আরানৎস ইতিপূর্বে চাড ও উত্তর কঙ্গোয় কর্মকালে চোরাশিকারিদের বিরুদ্ধে সংগ্রামে মোট ৪০ জন সহকর্মীকে হারিয়েছেন৷ আবেগপ্রবণ হয়ে পড়লেন লুইস: ‘‘খুবই দুঃখের কথা৷ আমরা আফ্রিকাকে ধ্বংস করতে চলেছি, অথচ তা রোখার জন্য কিছুই করছি না৷ আমরা যেন একটা যুদ্ধের মধ্যে রয়েছি ও সেই যুদ্ধে হারতে চলেছি – কিন্তু কেউ তা স্বীকার করতে চায় না৷ আমরা যদি আগামী পাঁচ-দশ বছরের মধ্যে কিছু না করি, তাহলে সব কিছু শেষ হয়ে যাবে৷''

জঙ্গলের মাঝখানে সাংগা ফরেস্ট ক্লিয়ারিং-এ আজও যে অনেক হাতি দেখতে পাওয়া যায়৷ লুইসের মতে তার কারণ: ‘‘বন্দুক আর গুলিবারুদ নিয়ে আমাদের চিরকালই একটা সমস্যা ছিল৷ সবাই বলে: ‘তোমরা বন্দুক দিয়ে কী করে হাতিদের বাঁচাবে?' আমরা হাতিদের বাঁচানোর জন্য বন্দুক চাই না; আমরা বন্দুক চাই, যারা হাতিদের বাঁচাচ্ছে, তাদের বাঁচানোর জন্য৷ সেটা আলাদা৷ চোরাশিকারিরা বন্দুক নিয়ে আসে; আমাদের রেঞ্জারদের বন্দুক না থাকলে তারা মারা পড়বে৷''

ইয়ুর্গেন স্নাইডার/এসি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ