1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাতে তৈরি স্কি

আন্টিয়ে বিন্ডার/এসি৭ মে ২০১৫

হ্যান্ড-মেড আর কাস্টম মেড হয় না, আজকাল সেরকম কোনো বস্তুই নেই৷ যেমন বরফের উপর হাঁটার স্কি: দু'টো তক্তা, সামনেটা বাঁকানো, মাঝখানটা সরু৷ কিন্তু ঠিকমতো ফিট না করলে স্কি খেলার মজাই মাটি৷

Severin Freund Gesamt-Weltcupsieger Skispringen
ছবি: AFP/Getty Images/J. Makovec

হ্যান্ড-মেড আর কাস্টম মেড হয় না, আজকাল সেরকম কোনো বস্তুই নেই৷ যেমন বরফের উপর হাঁটার স্কি: দু'টো তক্তা, সামনেটা বাঁকানো, মাঝখানটা সরু৷ কিন্তু ঠিকমতো ফিট না করলে স্কি খেলার মজাই মাটি৷

আল্পস পর্বতমালায় স্কি খেলা ক্রমেই আরো দ্রুত, আরো চরম হচ্ছে; বাঁধা পথ ছেড়ে ‘পিস্ট' থেকে দূরে সরে যাচ্ছে৷ কাজেই স্কি খেলোয়াড়রা তাদের সাজসরঞ্জাম সম্পর্কে আরো বেশি সচেতন হচ্ছেন৷ স্কি কী রকম হওয়া চাই, ঠিকমতো ফিট করা চাই৷ সুইজারল্যান্ডের আন্ডারমাট-এ নাকি সেই ‘স্বপ্নের স্কি' কিনতে পাওয়া যায়৷

এখানেই রয়েছে ‘বির্ডস' কোম্পানির স্কি তৈরির কারখানা৷ ড্যান লুট্রেল-এর জন্ম সুইজারল্যান্ডে না হলেও, বাস এখানে৷ দশ বছরের বেশি আগে ড্যান তাঁর প্রথম জোড়া স্কি তৈরি করেন৷ ইতিমধ্যে সেটাই তাঁর ব্যবসা হয়ে উঠেছে৷ হাতে-তৈরি, কাস্টম-মেড স্কি, বিশেষ করে তথাকথিত ‘ফ্রি রাইডার'-দের জন্য৷ ড্যান বলেন, ‘‘স্কি-র ক্ষেত্রে সবচেয়ে দরকারি ব্যাপার হল তা গ্রাহককে ফিট করা চাই, স্কি-খেলোয়াড়কে ফিট করা চাই৷ অনেক সময় আমি যখন পাহাড়ে গাইড-এর কাজ করেছি, তখন দেখেছি আমার অতিথিদের অনেকের স্কি ফিট করে না৷ হয়তো স্কি-টা ভালো, তাতে কোনো গোলমাল নেই, ভালো করে তৈরি, চমৎকার স্কি, কিন্তু যার স্কি, তার স্কি করার স্টাইলের সঙ্গে খাপ খায় না৷ হয়তো একটু বেশি লম্বা কিংবা চওড়াটা ঠিক নয়৷''

ছবি: AFP/Getty Images/J. Makovec

শেষমেষ কারখানায় এই সব খুঁটিনাটি ঠিক করে নেওয়া হয়৷ এক জোড়া স্কি-র প্রায় সব কিছু বদলে নেওয়া যায়: তার লম্বা, মাঝের সরু অংশটা, তার নমনীয়তা – এবং স্বভাবতই তার ডিজাইন৷ ড্যান'এর ভাষ্যে, ‘‘একজন স্কি খেলোয়াড় কীভাবে স্কি করতে চান, এবং তিনি কী ধরনের মানুষ, তাঁর সাইজ, তাঁর বয়স, তাঁর শক্তি, তাঁর ওজন৷ স্কি করার স্টাইল-এর সঙ্গে এই সব তথ্য মিশিয়ে দেখা হয়, স্কি-টা কী ভাবে তৈরি করতে হবে৷ তারপর সেই স্কি যখন ঠিকমতো ফিট করে, আপনার বিরুদ্ধে যুদ্ধ না করে আপনার সঙ্গে কাজ করে, তখন সেটাই বড় কথা, বলে আমার মনে হয়৷ স্কি ফিট করাটা যেন কোনো শার্ট কিংবা জামাকাপড় ফিট করার মতো, পরতে ভালো লাগে৷''

এক জোড়া স্কি তৈরি করতে একটা পুরো দিন সময় লেগে যায়৷ দাম পড়ে: উনিশ'শো ইউরো৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ