1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাত কাটা, তবুও ক্রিকেটে মশগুল!

৫ এপ্রিল ২০১৯

শারীরিক প্রতিবন্ধী এক কিশোরের ক্রিকেট খেলার একটি ভিডিও কিছুদিন আগে টুইট করেন ভারতীয় ক্রিকেটার ঋদ্ধিমান সাহা৷ ইতিমধ্যে সেটি ভাইরাল হয়েছে৷

প্রতীকী ছবিছবি: AFP/Getty Images/I. Mukherjee

ভারতের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার বাঙালি তরুণ ঋদ্ধিমান সাহা৷ কিছুদিন আগে তিনি টুইটারে একটি ভিডিও শেয়ার করলে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়৷

ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘‘তাকে মোটেও ক্রিকেট খেলা থেকে থামানো যাচ্ছে না৷''

ভিডিওটিতে দেখা যাচ্ছে কলকাতার কোনো রাস্তায় ক্রিকেট খেলার চিত্র৷ সেখানে বল করছে এক কিশোর৷

কনুইয়ের নীচ থেকে কিশোরের হাত প্রায় নেই বললেই চলে৷ কিন্তু এই প্রতিবন্ধকতা থামিয়ে দিতে পারছে না তার ক্রিকেট প্রতিভা৷

ভিডিওটি প্রকাশ হবার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হয়ে পড়ে৷ টুইটারে তা রিটুইট করা হয়েছে ৪,০৯২ বার৷

একাধিক অ্যাকাউন্ট মিলিয়ে ফেসবুকেও ভিডিওটি দেখা হয়েছে কয়েক লক্ষবার৷

টুইটারে এই কিশোরের প্রতিভা ও অধ্যবসায়ের প্রশংসা করেছেন অনেকে৷

এর মধ্যে রয়েছেন পাকিস্তানের ক্রিকেটপ্রেমী জনতাও৷

এসএস/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ