1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাত পরিষ্কার রাখুন, ইবোলা থেকে বাঁচুন

জাহিদুল হক১৬ অক্টোবর ২০১৪

সারা বিশ্ব এখন ইবোলা আতঙ্কে ভুগছে৷ বাংলাদেশও এর বাইরে নয়৷ সরকারও ইবোলা প্রতিরোধে ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে৷ ইবোলা থেকে বাঁচার অন্যতম উপায় সবসময় হাত পানি দিয়ে ধুয়ে পরিষ্কার রাখা৷

ছবি: picture-alliance/dpa

হাত ধোয়ার ব্যাপারে অনেকদিন ধরে কাজ করছে ইউনিসেফ৷ জাতিসংঘের এই সংস্থার হিসেবে, প্রতি বছর বিশ্বের পাঁচ বছরের কম বয়সি লক্ষ লক্ষ শিশু ডায়রিয়া, নিউমোনিয়ার মতো রোগে মারা যাচ্ছে৷ অথচ শুধুমাত্র হাত পরিষ্কার রেখেই এ ধরনের রোগের ঝুঁকি কমানো যায় বলে মনে করে সংস্থাটি৷ ইবোলার ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য বলে টুইটারে জানিয়েছে ইউনিসেফ বাংলাদেশ৷

ইবোলা প্রতিরোধে বাংলাদেশ সরকার প্রস্তুত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম৷

এদিকে, বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি ইবোলা সম্পর্কিত বিভিন্ন তথ্যের সন্নিবেশ ঘটিয়ে একটি প্রতিবেদন প্রচার করে৷ এরপর সেটা তাদের ফেসবুক পাতায় দেয়া হলে অনেকেই সেটা শেয়ার করছেন৷

যুক্তরাষ্ট্রের ডালাসের এক হাসপাতালে পরপর দু'জন সেবিকা ইবোলা রোগে আক্রান্ত হওয়ার পর নড়েচড়ে বসেছে সে দেশের সরকার৷ ইবোলা আক্রান্তদের সেবা দেয়ার ক্ষেত্রে নার্সদের পোশাক কেমন হওয়া উচিত সেই নীতিমালা সংশোধন করা হচ্ছে৷ নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে৷ তারা নতুন পোশাকের ছবিও দিয়েছে৷ তরুণ শুকলা নামের এক ভারতীয় সাংবাদিক সেই পোশাকের ছবি টুইটারে শেয়ার করে লিখেছেন, ‘‘ভারত বা বাংলাদেশের এ ধরনের পোশাক তৈরি শুরু করা উচিত৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ