1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাথুরুসিংহ বরখাস্ত এবং বিসিবি সভাপতির ব্যাখ্যা

১৫ অক্টোবর ২০২৪

ব্যক্তিগত ক্ষোভের কারণে হাথুরুসিংহেকে বরখাস্ত করা হয়নি বলে দাবি করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ৷

বাংলাদেশ দলের বিদায়ী কোচ হাথুরুসিংহে ও ব্যাটসম্যান লিটন দাস
বাংলাদেসশ জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটার ও কোচ ফিল সিমন্সকে৷ আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ, সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সফর এবং আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত তাকে দেখা যাবে কোচের ভূমিকায়ছবি: Arun Sankar/AFP

আজ সকালেই চন্ডিকা হাথুরুসিংহে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুশফিকুর রহিম ও ইবাদত হোসেনদের অনুশীলনে অংশ নিয়েছিলেন৷ তখনই জানতে পারেন যে,  তিনি আর বাংলাদেশ জাতীয় দলের কোচ থাকছেন না৷

আনুষ্ঠানিক ঘোষণাটি  আসে বিসিবি সভাপতি ফারুক আহমেদের বরাতে এক সংবাদ সম্মেলনে বিকেলে৷ বোর্ড পরিচালক নাজমূল আবেদীনকে সঙ্গে নিয়ে তিনি জানান, হাথুরুসিংহের বাংলাদেশ দলের কোচ হিসেবে দ্বিতীয় অধ্যায় এরই মধ্যে শেষ হয়ে গেছে, যদিও চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত তার মেয়াদ ছিল৷ অসদাচরণের অভিযোগে তাকে নিয়ম মোতাবেক ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর সময় দেওয়া হয়েছে, এই সময়ে তিনি সাসপেন্ড থাকবেন এবং পরবরর্তীতে তাকে বরখাস্ত করা হবে৷

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দৈনিক প্রথম আলো জানায়, হাথুরুসিংহের সঙ্গে  ফারুক আহমেদের কিছু আগের ইতিহাস রয়েছে৷ ফারুক যখন প্রধান নির্বাচক ছিলেন,  তখনও হাথুরুসিংহে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের কোচ৷ প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগের আগে তাদের মধ্যে অনেক বিষয়ে মতবিরোধ দেখা দিয়েছিল৷ তা ২০১৬ সালের মে মাসের ঘটনা৷ পদত্যাগের পর হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরও ফারুক সব সময়ই ক্রিকেটীয় কারণে তার সমালোচনা করেছেন৷

গত ২১ আগস্ট বিসিবি  সভাপতির দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে ফারুক আহমেদ বলেছিলেন, হাথুরুসিংহের প্রতি তার অবস্থান আগের মতোই রয়েছে৷ পরবর্তীতে একাধিকবার তিনি হাথুরুসিংহের কোচিং সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন, তাই অনেকের ধারণা, শ্রীলঙ্কান কোচকে দায়িত্ব থেকে সরানোর পেছনে বোর্ড সভাপতির ব্যক্তিগত রাগ বা ক্ষোভ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকতে পারে৷

অবশ্য সংবাদ সম্মেলনে ফারুক দাবি করেছেন, এই সিদ্ধান্তের পেছনে কোনো ব্যক্তিগত রাগ-ক্ষোভ কাজ করেনি৷ তিনি বলেন, ‘‘ব্যক্তিগত পছন্দ-অপছন্দ একটা দলের বড় ক্ষতি করে৷ আপনি যদি পেশাদার হিসেবে কাজ করেন, ব্যক্তিগত পছন্দ-অপছন্দটা চলে যাবে৷ ব্যক্তিগত পছন্দ-অপছন্দ এখানে বিন্দুমাত্র প্রভাব ফেলেনি৷''

হাথুরুসিংহের সঙ্গে পূর্বের তিক্ততার প্রসঙ্গে প্রশ্ন করা হলে, ফারুক বলেন, ‘‘এ ধরনের কিছু আমি মনে করি না৷ আমি কখনো বলিনি যে, আমি ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করি না৷ আমি কেবল বলেছি, কোচ হিসেবে তার সামর্থ্য নিয়ে আমি খুব সন্তুষ্ট ছিলাম না৷''

হাথুরুসিংহের বিদায় বেলায় নতুন কোচের নামও জানিয়ে দিয়েছেন বোর্ড সভাপতি৷ বাংলাদেসশ জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটার ও কোচ ফিল সিমন্সকে৷ আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ, সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সফর এবং আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত তাকে দেখা যাবে কোচের ভূমিকায়৷ আগামীকালই তার ঢাকায় আসার কথা৷ এর আগে রাসেল ডমিঙ্গোকে কোচ নিয়োগের সময়ও সিমন্স সম্ভাব্যদের তালিকায় ছিলেন এবং বিসিবিতে সাক্ষাৎকারও দিয়েছিলেন৷

সংবাদ সম্মেলনে নতুন কোচের নাম জানিয়ে ফারুক বলেন, ‘‘যেহেতু হাথুরুসিংহের সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগেই সম্পর্ক বিছিন্ন হয়েছে, তাই বিসিবিকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হয়েছে৷'' তবে আজও হাথুরুসিংহের সঙ্গে ফারুকের কোনো কথা হয়নি৷ হাথুরুসিংহে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর কাছ থেকে নোটিশটি হাতে পেয়েছেন৷ উল্লেখ্য, ফারুক আহমেদ এবং নিজাম উদ্দিন চৌধুরীআইসিসির সভায় যোগ দিতে আজ রাতেই দুবাই যাচ্ছেন৷ ২৬ অক্টোবর দেশে ফিরবেন তারা৷

টিআই/এসিবি ( দৈনিক প্রথম আলো)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ