1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হানিফ পরিবহনের এ কী দশা!

২৮ আগস্ট ২০১৮

হানিফ পরিবহন কিছুদিন আগেই সংবাদ শিরোনাম হয়েছিল এক হত্যাকাণ্ডের ঘটনায়৷ ঢাকাগামী একটি বাসের এক যাত্রীকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছিল পরিবহনটির এক চালক এবং তার সহযোগী৷ ফেসবুকে আবারো আলোচনায় হানিফ পরিবহন৷

ছবি: DW/Muhammad Mostafigur Rahman

একটু বাড়তি টাকা খরচ করে একজন যাত্রী যখন বাসের ‘বিজনেস ক্লাস'-এর টিকিট কাটেন, তাহলে তো তিনি ভালো সেবা আশা করতেই পারেন৷ মোহাম্মদ হামিদ নামের এক ব্যক্তি সেই আশাতেই হানিফ পরিবহনের বিজনেস ক্লাসের টিকিট কেটেছিলেন৷ কিন্তু এ কী, বাসের মধ্যে যে বসাই দায়!

শীতাতপনিয়ন্ত্রিত বাসটির ভেতরে প্রচণ্ড শব্দ হচ্ছিল৷ ফলে যাত্রীদের পক্ষে কানে হেডফোন না লাগিয়ে বসে থাকা সম্ভব ছিল না৷ মোটের উপর, গাড়ির এসিও ঠিকভাবে কাজ করছিল না৷ ফলে কাউকে কাউকে দেখা গেছে গাড়ির মধ্যে বসে আইসক্রিম খেতে৷

বাসের যাত্রী মোহাম্মদ হামিদ বিরক্ত হয়ে ফেসবুকের সহায়তা নেন৷ তিনি বাসটির দুরবস্থার কথা সবাইকে জানাতে ফেসবুক লাইভ ফিচার ব্যবহার করে বাসের বাইরের এবং ভেতরের অবস্থা ভিডিও করেন৷ তাতে অবশ্য দমে যায়নি বাসের চালক এবং তাঁর সহযোগীরা৷ বরং তাঁকে হুমকি দিতে শোনা গেছে ভিডিওতেই৷

এআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ