হানোফার শহরে রাস্তার নামকরণ হলো রবার্ট এঙ্কের নামে
২৪ জানুয়ারি ২০১১বিশ্বের নন্দনীয় গোল রক্ষকদের অন্যতম রবার্ট এঙ্কে৷ জার্মান জাতীয় দল এবং বুন্ডেসলিগায় নিজের ক্লাবের হয়ে এনে দিয়েছেন অসংখ্য সাফল্য৷ ভক্তদের উপহার দিচ্ছিলেন একের পর এক চমৎকার অনিন্দ্য সুন্দর মুহূর্ত৷ কিন্তু এতোটা জনপ্রিয়তা আর সাফল্য সত্ত্বেও শেষ পর্যন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মবিসর্জন দেন রবার্ট এঙ্কে৷ ১৪ মাস আগে তাঁর সেই আত্মাহুতির পর থেকে জার্মান সরকার নানা উদ্যোগ নিয়েছে এঙ্কের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখার জন্য৷
এবার হানোফার নগর কর্তৃপক্ষ এগিয়ে এলেন এঙ্কের নামে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করার পদক্ষেপ নিয়ে৷ জার্মান ভাষায় এই সড়কের নাম হলো রবার্ট-এঙ্কে-স্ট্রাসে৷ এটি এঙ্কের নিজ শহর হানোফার এর প্রধান স্টেডিয়ামের নিকটবর্তী৷ রবার্ট এঙ্কে ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত এই মাঠেই খেলেছেন৷ জার্মানির উত্তরাঞ্চলের শহর হানোফারের মেয়র স্টেফান ভাইল এ প্রসঙ্গে বললেন, মৃত্যুর মাত্র কয়েকমাসের মধ্যেই একটি রাস্তার নাম পরিবর্তন করে কারো নামে নামকরণ করার ঘটনা বিরল৷ কিন্তু এঙ্কে এমন এক ব্যতিক্রমধর্মী ব্যক্তিত্ব ছিলেন যে তিনি আমাদেরকে এমন পদক্ষেপ নিতে বাধ্য করেছেন৷
উল্লেখ্য, এঙ্কে সবচেয়ে বেশি জনপ্রিয় নিজ দল হানোফারের হয়ে জার্মান ফুটবল লিগ বুন্ডেসলিগায় তাঁর কৃতিত্বের জন্য৷ খেলেছেন জনপ্রিয় ফুটবল দল বেনফিকা এবং বার্সেলোনার হয়েও৷ এছাড়া ২০০৭ সাল থেকে মৃত্যু পর্যন্ত জার্মানির হয়ে আটটি খেলায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তিনি৷ কিন্তু মাত্র ৩২ বছর বয়সে আত্মাহুতি দেন এই কৃতি গোলরক্ষক৷ ২০০৯ সালের ১০ নভেম্বর চলন্ত ট্রেনের নিজে ঝাঁপিয়ে পড়েন৷
তাঁর আত্মহত্যায় শোকাহত ফুটবল জগত৷ ঘটনার পর তদন্তে যেটুকু জানা গেছে তা হলো চরম হতাশা বা অবসাদে ভুগছিলেন এই ফুটবল তারকা৷ এঙ্কের স্ত্রী টেরেসার মতে, প্রায় ছয় বছর ধরে মানসিক হতাশায় ভুগছিলেন তিনি৷ সেই হতাশার বলি দিতে গিয়ে নিজেকে শেষ করে দেন এঙ্কে৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: সঞ্জীব বর্মন